সাদা কাগজ দিয়ে ফুলদানি তৈরি
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. স্কেল।
৩. কাঁচি ✂️।
৪. আঠা।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে সাদা কাগজটিকে সাইজ করে মাঝখান দিয়ে কেটে নিলাম।
ধাপ:-০২
কাগজটা কে পেঁচিয়ে লম্বা লম্বা লাঠির মতো বানিয়ে নিলাম।
ধাপ:-০৩
কাগজগুলো কে গোল গোল করে রিং এর মতো করে নিলাম।
ধাপ:-০৪
গোল গোল রিং এর মতো কাগজ গুলো আঠা দিয়ে সারি সারি করে লাগিয়ে নিলাম।
ধাপ:-০৫
আবারো কাগজগুলো লম্বা লম্বা করে পেঁচিয়ে নিলাম।
ধাপ:-০৬
এরপর আঠা দিয়ে লাগানোর পর লম্বা লম্বা কাগজগুলো সাথে দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ:-০৭
এরপর কাগজগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে গোল আকৃতি করে নিলাম।
ধাপ:-০৮
এরপর গোল আকৃতি কাগজ গুলো লম্বা লম্বা লাঠির উপর আঠার সাহায্যে বসিয়ে দিলাম।
ধাপ:-০৯
সকল কাজ সম্পন্ন করার পর লম্বা লম্বা লাঠি গুলো দাঁড় করে নিলাম এক এক করে। হয়ে গেল আজকের ফুলদানি তৈরি।
ধাপ:-শেষ ধাপ
সমস্ত কাজ শেষ করার পর আমি একটা সেলফি নিয়ে নিলাম।এইতো হয়ে গেল আজকের সাদা কাগজ দিয়ে ফুলদানি তৈরি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ফুলদানি তৈরি।পরবর্তীতে আবারো আসবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
ওয়াও ভাইয়া সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। সাদা কাগজের তৈরি ফুল দানিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।ফুলদানি বানানোর প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। ফুলদানি তৈরি করা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। এইটা তৈরি করতে অনেক সময় লেগেছে। ফুলদানি টা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার অনেক ধোর্য আছে তা বলতেই হবে। অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন। দেখতে সত্যিই দারুন লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ইউনিক ছিল এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফুলদানি তৈরি শেয়ার করার জন্য।
জি আপু অনেক সময় নিয়ে কাজটি করতে হয়েছে। ফুলদানি টা বানিয়ে আমার কাছে ভিশন ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আসলে ভাই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে চমৎকারভাবে সাদা কাগজ দিয়ে ফুলদানি তৈরি করেছেন। কাগজের তৈরি ফুলদানি দেখে খুব ভালো লাগলো। আপনি আমাদের মাঝে খুব চমৎকারভাবে পর্যায়ে ক্রমে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য। ফুলদানি তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য নিয়ে কাজটা করতে হয়েছে ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। দোয়া করবেন যেন প্রতিনিয়ত ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।
সাদা কাগজ দিয়ে ফুলদানি তৈরি করাটা বেশ সুন্দর হয়েছে।অন্যান্য রঙিন কাগজের তুলনা সাদা কাগজ দিয়ে তৈরি করা আমার বেশ ভালো লাগে।আপনার আজকে তৈরি করা সাদা কাগজ দিয়ে ফুলদানিটা আমার বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আসলে কাজ শেষে উৎসাহিত পেলে কাজের গতি আরো বেড়ে যায়। মন্তব্য করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনি সাদা কাগজ দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন।কাগজের জিনিস গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে চমৎকার একটি ফুলদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করছি আপু সুন্দর একটি ফুলদানি তৈরি করার জন্য। অনেক সময় নিয়ে কাজটা সম্পন্ন করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার এত চমৎকার কাজ দেখে আমি একেবারে মুগ্ধ হলাম। এরকম সুন্দর ফুলদানি যদি আমরা নিজেরা হাতে তৈরি করে নিতে পারি তাহলে তো কোন কথাই নেই। বাজার থেকে কেনার টাকাও বেঁচে যায় আর ঘরের সৌন্দর্য ও বৃদ্ধি পায়। আমার কাছে কিন্তু বেশ অসাধারণ লেগেছে। কিন্তু এটা তৈরি করাটা অনেক বেশি কষ্টসাধ্য। নিশ্চয়ই আপনার অনেক বেশি সময় এবং পরিশ্রম লেগেছে। তবে অনেক বেশি ভালো লাগলো দেখে।
ঠিক বলেছেন আপু এইটা টেবিল উপর এখন ব্যবহার করছি। বেশ ভালো হয়েছে। অনেক শক্ত হয়েছে ফুলদানি তৈরি করা টা। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনেক সময় লেগেছে আপু। দুই থেকে তিন দিন সময় লেগেছে তৈরি করতে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপন সাদা কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ফুলদানি তৈরি করেছেন আপনার ফুলদানিটি তৈরি করা প্রসেসিং টা দেখে আমি অনেক অবাক হলাম ফুলদানি বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন ভাইয়া। কাগজগুলো খুব সুন্দর করে পেচিয়ে আমাদের সাথে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। সাদা কাগজ অনেক গুলো দিয়ে ফুলদানি তৈরি করা হয়েছে। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
দারুন, সাদা কাগজ দিয়ে আপনি সুন্দর একটি ফুলদানি করে আমাদের দেখালেন।সত্যি আমি অবাক হয়ে গেলাম আপনার হাতের কাজ দেখে।এত গুন আপনার 😍আপনি সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে ফুলদানি বানানোর প্রসেসগুলো তুলে ধরেছেন, দেখে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অভিনন্দন আপনাকে ভাইয়া।
আপু ফুলদানি টা তৈরি করতে অনেক সময় এবং কষ্ট করে তৈরি করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।কাজ করার শেষে উৎসাহ পেলে বেশ ভালো লাগে।