ফুলের ম্যান্ডেলা আর্ট || ১০% প্রিয় লাজুক খ্যাঁককে
কেমন আছেন আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।
গত কয়েকদিন হলো ভাবছি একটা ম্যান্ডেলা আর্ট করবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না কোনভাবেই। অফিস এর কাজের চাপ যাচ্ছে কয়েকদিন হলো। বাসায় আসতে আসতে রাত নয়টা কোনদিন দশটা বেজে যাচ্ছে। তারপর মন চায় যে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে। পোস্ট না করলে মনে হয় যে আমার দিনের একটা কাজ বাকি আছে। সেই ভালোবাসার জায়গা থেকে কাজ গুলো করা হয়ে থাকে। আজকে আপনাদের সাথে একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফুলের ম্যান্ডেলা আর্ট:-
১.সাদা কাগজ।
২. স্কেল।
৩. মার্কার।
৪. পেন্সিল ✏️।
৫. কম্পাস।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে আমি একটি সাদা কাগজে স্কেলের সাহায্যে মার্কার দিয়ে দাগ টেনে নিব।
ধাপ:-০২
এখন একটু গোল আকৃতি দিয়ে ফোঁটা করে চিহ্ন দিয়ে দিব।
ধাপ:-০৩
পেন্সিলের সাহায্যে কম্পাস দিয়ে গোল গোল দাগ দিয়ে নিব। এরপর ফুলের মত পাপড়ি দিয়ে দিব।
ধাপ:-০৪
আবারো ফুলের মত পাপড়ি দিয়ে মাঝখানে দাগ দিয়ে নিব।
ধাপ:-০৫
এবার আঁকাবাঁকা করে দাগ দিয়ে নিলাম।
ধাপ:-০৬
এবার ছোট ছোট গোল দিয়ে মাঝখানে ফোঁটা দিয়ে দিব।
ধাপ:-০৭
আবারো ফুলের পাপড়ির মত করে দিয়ে দিলাম।
ধাপ:-০৮
এবার এরকম ডিজাইন করে দিব।
ধাপ:-০৯
এবার দুই পাশ থেকে ছোট ছোট গোল করে দিবো।
ধাপ:-১০
এখন লাভ আঁকবো লাভের মাঝখানে দাগ দিয়ে দিব।উপরে ফোঁটা দিয়ে দিব।
ধাপ:-১১
ঢেউ ঢেউ আকৃতি দিয়ে আবারো ফুলের পাপড়ি দিয়ে দিব।
ধাপ:- শেষ ধাপ
ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন হওয়ার পর একটা সিগনেচার দিয়ে দিলাম।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।






Support @heroism Initiative by Delegating your Steem Power

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা অংকন করেছেন। ম্যান্ডেলা অংকন করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনি অনেক সুন্দর এবং নিখুঁতভাবে একটি ম্যান্ডেলা অংকন করেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ আপু। আপনার প্রশংসা শুনে ভালো লাগলো। এইভাবে পাশে থাকবেন। দোয়া রইলো আপনার জন্য অনেক।
আপনি খুবই সুন্দর ফুলের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আসলে এরকম ম্যান্ডেলা চিত্রাংকন দেখতেই ভালো লাগে। সুন্দরভাবে উপস্থাপন করেছেন যার মাধ্যমে খুব সহজেই শিখতে পারলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
কাগজের এক কর্নার থেকে আর্ট টি শুরু করেছেন দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা সাধারণত যে কোন কাগজের মিডেল থেকে শুরু করি। বেশ চমৎকারভাবে ফুলটি ফুটিয়ে তুলেছেন। এ ধরনের কাজ কিন্তু করতে অনেক সময় লাগে। আপনার ধৈর্যের তারিফ করতে হয়।
জি আপু প্রথম থেকে শুরু করলে বেশ ভালো লাগে।এই জন্য করা। তারপর আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক সময়ের প্রয়োজন হয় এই ধরনের আর্ট করতে। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।
খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্টটি দেখতে সুন্দর লাগছে। কাগজের এক কর্নার থেকে শুরু করার কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য।কাজ করার পর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়লে কষ্টের কথা আর মনে থাকে না।
আপনি অনেক সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখতে আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের দরকার হয়। এতো সময় এবং ধৈর্য নিয়ে সুন্দর একটি মেন্ডেলা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয় ঠিক বলেছেন আপু। আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।
ভাইয়া আপনার ম্যান্ডালে আর্টি অসাধারণ ছিল। আসলে আমি তেমন আর্ট করতে পারি না আপনাদের দেখে শিখছি।যাইহোক দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু আমিও আগে পারতাম না তেমন। আছতে আছতে এই প্লাটফর্ম থেকে শিখছি। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আপনার তৈরি করা ফুলের ম্যান্ডেলা টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
ম্যান্ডেলা আর্টগুলি অনেক ছোট ছোট বিষয়কে তুলে ধরে।আপনার ফুলের ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে।নতুন কিছু শেয়ার করতে আমার ও অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন এই ধরনের আর্ট গুলো অনেক ছোট ছোট বিষয়গুলো কে তুলে ধরে।
ভাই ইদানীং আপনি দুর্দান্ত কিছু ম্যান্ডেলা আর্ট করছেন। আপনার হাতের কাজ সত্যিই প্রশংসনীয় ।এই কাজটি তো খুবই সুন্দর হয়েছে। গোটা র থেকে এটা যে একটু আলাদা করে বানিয়েছেন এটা বেশ ভালো লাগলো।।
জি দাদা ভাই প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো কিছু করার। আপনার আর্ট গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভাইয়া আপনার মতো আমারও একই অবস্থা আমার বাংলা ব্লগে একদিন পোস্ট না করলে মনে হয় যেন কোনো একটা কাজ বাকি আছে।যাই হোক আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন।আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। মান্ডালা আর্টগুলো অনেক নিখুঁতভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ করতে হয়।এত কষ্টের পর যখন এই আর্টগুলো দেখতে এত ভালো লাগে তখন নিজেকে ধন্য মনে হয়।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। আশা করছি প্রতিনিয়ত পাশে থেকে সাপোর্ট করে যাবেন। শুভ কামনা রইলো আপনার জন্য অনেক।