মেহেদী ডিজাইন আর্ট
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. কলম।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে গোল এঁকে গোলের ভেতর ফুল এঁকে ডিজাইন করে নিব।
ধাপ:-০২
এবার ডিজাইনটা ভরাট করে নিলাম।
ধাপ:-০৩
এবার নিচের ডিজাইন করে নিব এবং পরে তা ভরাট করে নিব।
ধাপ:-০৪
এবার উপরে প্যাঁচিয়ে এইভাবে ডিজাইন করে নিব এবং ডিজাইনটা ভরাট করে নিব।
ধাপ:-০৫
এর পাশে আবারো প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিব।
ধাপ:-০৬
এবার উপরে ফুলের মত ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিব।
ধাপ:-০৭
এখন আবারো প্যাঁচিয়ে ডিজাইন করে নিলাম এবং ডিজাইনটা ভরাট করে নিব।
ধাপ:-০৮
এবার আবারো ফুলের মত ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিব।
ধাপ:-০৯
এবার আবারো প্যাঁচিয়ে ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিলাম।
ধাপ:-শেষ ধাপ
সমস্ত কাজ শেষ করার পর আমি আমার একটা সিগনেচার দিয়ে দিলাম।
এইতো হয়ে গেল আমার আজকের মেহেদি ডিজাইন আর্ট। আশা করি আমার আজকের মেহেদি ডিজাইন আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তীতে আবারো আসবে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
মেহেদির ডিজাইন আর্ট দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর এবং চমৎকার একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন অসাধারণ হয়েছে। আপনার এই ডিজাইনটি যদি হাতে লাগানো হয় তাহলে দেখতে অনেক সুন্দর হবে। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার মেহেদি ডিজাইন আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । এভাবে হাতে পড়লে দেখতে চমৎকার লাগবে । কলম দিয়ে এভাবে একবারে আর্টগুলো করা বেশ কঠিন ।তারপরেও আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।
দারুন একটি মেহেদী ডিজাইন আর্ট করে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে ভাইয়া।আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। হাতে দিলে খুব সুন্দর লাগবে।ডিজাইনটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই মেহেদি ডিজাইন অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন অংকন শেয়ার করে যাচ্ছে আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার আজকের মেহেদি ডিজাইন এর চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর অঙ্কন করেছেন যা ছিল অসাধারন। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন। যেহেতু সামনে ঈদ আসছে তারজন্য আমরা সবাই মেহেদি পরবো আর তখন আপনার এই সুন্দর ডিজাইন অনেক কাজে লাগবে। আপনি খুব সুন্দর ভাবে ধাপ গুলো তুলে ধরেছেন। আমি একবার আপনার এই সুন্দর ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়ে দেখবো।ধন্যবাদ সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ ভাই আপনি খুবই সুন্দর মেহেদির ডিজাইন আর্ট করেছেন। আপনার তৈরি আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। আসলে এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন এবং বর্ণনাও দিয়েছেন। সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন খাতার মধ্যে। যদি এটি হাতের মধ্যে অঙ্কন করা হতো তাহলে কিন্তু দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতো এবং খুবই সুন্দরভাবে ফুটে উঠতো হাতের মধ্যে। কলম দিয়ে এভাবে মেহেদির আর্ট অঙ্কন করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় খুবই নিখুঁত ভাবে এবং ধৈর্য দিয়ে করা লাগে কাজগুলো। অসম্ভব ভালো লেগেছে আপনার আজকের এই আর্ট। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।
সুন্দর হয়েছে আপনার তৈরি করা মেহেদী ডিজাইন গুলা।তবে আর্ট গুলো দেখে যতটা সুন্দর মনে হচ্ছে তৈরি এতটাও সহজ নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে।
আপনি অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদী ডিজাইন আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। ঈদের সময় সবাই নিজের হাতে অনেক ধরনের মেহেদি ডিজাইন আর্ট করা থাকে। আপনি অনেক সুন্দর করে কলম দিয়ে মেহেদি ডিজাইনটি আর্ট করেছেন। এবং অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।