"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ২৯|| নতুন বছরে নতুন ব্যানার
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট এবং পেইন্টিং নিয়ে। আসলে কয়েকদিন ধরে নতুন প্রতিযোগিতার জন্য কি করবো ভাবতে ছিলাম। কিন্তু ভাবতে ভাবতে তিন চার দিন চলে গেল ভেবে ভেবে। আসলে আমি এই প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা। কারণ প্রতিযোগিতা গুলো রেসিপি হওয়ার কারণে কখনো অংশগ্রহণ করা হয়নি। কারণ রেসিপি যা পারি ওইটা দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার মতো ছিলো না। আবার জব এর পাশাপাশি সময় বের করতে পারিনি। কিন্তু এবারের প্রতিযোগিতায় দেখলাম একটু ভিন্ন ধরনের প্রতিযোগিতা। ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমি টুকটাক আর্ট পেইন্টিং করি। সেই জায়গা থেকে ইচ্ছে হয়েছিল এবার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবো। আসলে কেমন হয়েছে জানিনা চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাংলা ব্লগ এর লোগো আর্ট এবং পেইন্টিং তৈরি করা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আর্ট এবং পেইন্টিং তৈরি:-
✔️ আর্ট পেপার
✔️ রং
✔️ তুলি
✔️ রাবার।
✔️ পেন্সিল ✏️
✔️স্কেল।
প্রথমে একটা আর্ট পেপার নিব। তারপর পেন্সিল ✏️ দিয়ে সুন্দর ভাবে দুই পাশ থেকে ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর পাশ দিয়ে একইভাবে ডিজাইন করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর উপরের দিকে কয়েকটা পাতা এঁকে নিলাম।
এরপর একটা মানুষ পড়ার টেবিলে বসে বই পড়ার দৃশ্য অংকন করলাম। তারপর আশেপাশের কিছু দৃশ্য অংকন করে নিলাম।
এরপর আরেকপাশে আরেকটি মেয়ের বসে থাকার দৃশ্য অংকন করে নিলাম
দুই পাশের মাঝামাঝি তে একটা ডিজাইন আর্ট করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর মাঝবরাবর একটা নৌকা ⛵ আর্ট করে নিব।
এরপর মাঝখানে কয়েকটি অক্ষর বসিয়ে দিলাম।
এখন আমার প্রিয় প্লাটফর্মের নাম এঁকে নিলাম।
আর্ট শেষ করার পর এবার রং করাল পালা।এক পাশ থেকে রং তুলি দিয়ে রং করে নিব।
এরপর আরেকপাশে পেইন্টিং করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর উপরের কিছু পাতা পেইন্টিং করে নিব।
এরপর উপরের বাকি পাতা গুলো পেইন্টিং করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর পাতার নিচের দিকে অন্য কালার রং দিয়ে পেইন্টিং করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এবার ভিতরের দিকে পেইন্টিং করার পালা।এক পাশ থেকে পেইন্টিং করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর আরেকপাশে অন্য একটা কালার দিয়ে পেইন্টিং করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর ভিতরের মানুষের দৃশ্য গুলো পেইন্টিং করে নিব।
এরপর আরেকপাশের দৃশ্য গুলো পেইন্টিং করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এবার পাশের নৌকা ⛵ টা এবং পাশের একটা অংশ পেইন্টিং করে নিব।
এবার অক্ষর গুলো পেইন্টিং করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর প্রিয় প্লাটফর্মের নামের অংশটুকু পেইন্টিং করে নিলাম।
এইতো হয়ে গেল আজকের প্রিয় প্লাটফর্মের লোগো আর্ট এবং পেইন্টিং তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে প্রিয় প্লাটফর্মের লোগো আর্ট এবং পেইন্টিং তৈরি করা। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
আমার খুব ইচ্ছে ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিন্তু রং তুলি দিয়ে আমি তৈরি করতে পারি না এজন্য এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলো না, চমৎকারভাবে আমাদের কমিনিটির অফিশিয়াল লোগোটি তৈরি করেছেন রং তুলির মাধ্যমে খুবই চমৎকার হয়েছে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আমার বাংলা ব্লগের চমৎকার একটি অংশ আমাদের মাঝে তুলে ধরেছেন। রং করার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া আজকে চিত্র অংকন।
চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য খুব ভালো লেগেছে।
সবাই যে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমন কোন কথাই নেই।আমি তো আর্ট তেমন পারিনা তাই অংশ গ্রহণ করবো না।আপনি যেহেতু আর্ট ভালো করতে পারেন এটা আপনার জন্য পারফেক্ট হয়েছে।খুব সুন্দর একটি ব্যানার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভাল লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জি আপু ঠিক বলেছেন যে কাজে পারদর্শী সেই বিষয়ে তার আগানো উচিৎ। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
আমার বাংলা ব্লগের লোগো পেইন্টিং এর কোথায় অসাধারণ হয়েছে ভাইয়া।
অংকন শৈলী এবং কালার কম্বিনেশন জাস্ট পারফেক্ট। আমি আর এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম না কারণ আমি ভালো পেইন্টিং করতে পারি না আপনার মত।
শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। পেইন্টিং করতে মোটামুটি ভালো লাগে এই জন্য এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরেছি।
এটা যথেষ্ট সুন্দর ছিল।
একদম অরিজিনাল লোগোর মতো লাগছে ভাইয়া।
দারুন আর্ট করেছেন, সত্যি প্রসংসনীয়। সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া সুন্দর করার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করছি। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন। আর আপনি তো দেখছি পুরো আমার বাংলা ব্লগের অফিসিয়াল লগো খুব চমৎকারভাবে আর্ট করে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
জি ভাইয়া লোগো টা সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনার কাছে পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।
সত্যিই ভাই অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।।
প্রথমেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেক সুন্দর একটি আর্ট করে প্রতিযোগিতায় আপনি আপনার অংশ গ্রহণ নিশ্চিত করলেন। আশা করি আগামী তে আরও সকল প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।
জি আপু পরবর্তী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য চেষ্টা করবো।
আসলে যারা জব করে তাদের জন্য রান্নার রেসিপি দেয়া কঠিন । আপনি আজ প্রথম কোন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শুনে ভাল লাগছে। আপনার পেইন্ট করা আমার বাংলা ব্লগের লোগো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
জি ভাইয়া জব করে রেসিপি করার ধৈর্য একদমই থাকে না। মাঝে মধ্যে বাড়িতে গেলে রান্না করা হয়ে থাকে।
প্রথমে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর একটি ব্যানার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অভিনন্দন আপনাকে। প্রতিযোগিতায় অংশ নেয়াটাই বড় ব্যাপার।খুব ভাল লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।এই জন্য অংশ গ্রহণ করার চেষ্টা করছি।