বাড়িতে টাইলস, মার্বেল, গ্রানাইট লাগানোর সমস্যা সমাধান||১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আমি ঢাকা বাংলাদেশ থেকে @engtariqul বলছি।

আমি গত দুই পর্বে দুইটা শিক্ষা মুলক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অনেক ভাই বোন উৎসাহ প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক এর বাড়িতে টাইলস, মার্বেল গ্রানাইট পাথর করার সময় সমস্যা পড়ে যান, বিভিন্ন বিষয়ে। সেই সমস্ত বিষয় এর উপর আমার জ্ঞান থেকে কিছু লেখা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি অনেক এর উপকার হবে।

আজকে লিখবো বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট লাগানোর সময় সমস্যা সমাধান করণীয় সম্পর্কে।

IMG_20220312_164904.jpg

সমস্যা গুলো নিম্নে নিচে আলোচনা করা হলো:

১. টাইলস লাগানোর পর ডফ ডফ শব্দ পাওয়া গেলে।
২. টাইলস উচু নিচু দেখা দিলে।
৩. টাইলস এর সাইড এ স্পর্ট দেখা দিলে।
৪. পয়েন্টিং উঠে গেলে।
৫.টাইলস এর কাটপিস অনেক ক্ষেত্রে ছোট বড় হয়ে থাকে অর্থাৎ ফ্লোর এর ওয়াল টাইলস তেরচা দেখা যায়।
৬. টাইলস লাগানোর পর বাথ রুম এর চৌকাঠ ভিতরে ঢুকে যায়।
৭. অনেক সময় কর্ণারে মাটাম থাকে না।

সমাধান

১. টাইলস লাগানোর পর ডফ ডফ শব্দ হলে উক্ত টাইলস ভেঙ্গে পুনরায় করে দিতে হবে।
২. টাইলস লাগানোর পর যদি উঁচু নিচু দেখা যায় তাহলে উক্ত টাইলস ভেঙে পুনরায় করতে হবে।
৩. ছোট স্পর্ট হলে পয়েন্টিং করে ঠিক করতে হবে এবং স্পট বড় হলে পুনরায় করে দিতে হবে।
৪. পয়েন্টিং উঠে গেলে আবারো পুনরায় পয়েন্টিং করে দিতে হবে হবে।
৫. কাটপিস অনেক ক্ষেত্রে ছোট বড় হয়ে থাকলে কাটপিস তুলে ফেলতে হবে এবং তার পূর্বের টাইলসটি কাট পিস এর সাইজ এক সমান রেখে কেটে ফেলতে হবে।
৬. টাইলস লাগানোর পর বাথরুমে এর চৌকাঠ ভিতরে ঢুকে গেলে তেমন কিছু করণীয় নেই। প্রকৃত সমাধান হচ্ছে চৌকাঠ চৌকাঠ পুনরায় ঠিক করে লাগানো।
৭. অনেক সময় কর্ণারে মাটাম না থাকলে বাথটাবে শাওয়ার টাই লাগাতে এভারেজ করে লাগাতে হবে।তাহা ছাড়া তেমন
কোন অসুবিধা হবে না।

কারণ সমূহ ও করণীয় কি তা নিম্নে আলোচনা করা হলো:

১. টাইলস লাগানোর সময় কাঠের হাতুরী ব্যবহার করতে হবে এবং সব স্থানে মসল্লা ঢুকিয়ে দিতে হবে। লাগানোর সময় টাইম টু টাইম চেক করে দেখে নিতে হবে।

২. লাগানোর পর পরই কেউ পারা দিতে পারে।তাহা ছাড়া লাগানোর সময় ভালো করে দেখে লাগাতে হবে।টাইলস এর কোন ক্রুটি থাকলে তাহা বাদ দিয়ে লাগাতে হবে।

৩. টাইলস লাগানোর সময় করনী ব্যবহার করা হয়েছে। অবশ্যই কাঠের হাতুড়ি ব্যবহার করতে হবে।

৪. পয়েন্টিং করার সময় জয়েন্ট ঠিক মতো পরিস্কার করা হয় নাই। পয়েন্টিং করার পূর্বে জয়েন্ট খুব ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো লোক দ্বারা পয়েন্টিং করতে হবে এবং প্রতি এক ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে।

৫.কাজ করার সময় এই ধরণের সমস্যা দেখা গেলে কাট পিস এর সাইজ এক সমান রেখে পূর্বের টাইলসটি কেটে ফেলে কাটপিস লাগাতে হবে।যদি এক ইঞ্চি উপরে তেরছা লাগাতে হয় তাহা হলে পূর্বের দুইটি টাইলস থেকে এভারেজ করে কেটে ফেলে টাইলস লাগাতে হবে।

৬. চৌকাঠ সঠিক ভাবে না লাগানোর কারণে ভিতরে ঢুকে যায় এর কারণ হচ্ছে বাথরুমে এর চৌকাঠ লাগানোর সময় ১.৫ ইন্সি গ্যাপ দিয়ে লাগাতে হবে।

৭. টাইলস পায়া করার সময় চেক করে দিতে হবে। বাথটাবে, শাওয়ার টাই থাকলে অবশ্যই সেই কর্ণার মাটামে করে তাঁর পর কাজ করতে হবে।

আশা করছি সবাই বুঝতে পেরেছেন।কেউ না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারেন।কেউ টাইলস লাগানোর আগে এই কয়েকটি বিষয় খিয়াল করলে অবশ্যই অপকৃত হবে। কাজের মান ও অনেক সুন্দর এবং সঠিক হবে ইনশাআল্লাহ।
আজকে এই পর্যন্তই অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন ভাই। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করেছিলেন। পোস্ট গুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই সমস্যাগুলো জানা দরকার এবং এর প্রতিকার ও জানা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62567.98
ETH 2460.02
USDT 1.00
SBD 2.62