DIY- (এসো নিজে করি) আর্ট পেপারে কেকের ডিজাইন অংকন || ১০% প্রিয় লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম

হ্যালো
আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা?
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সাথে নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আর্ট পেপারে কেকের ডিজাইন আঁকা শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20220807_081235.jpg

প্রস্তুত প্রণালী

প্রয়োজনীয় উপকরণ সমূহ:-


IMG_20220807_082659.jpg

  • আর্ট পেপার।
  • পেন্সিল ✏️।
  • রং।
  • তুলি ।
  • স্কেল।

স্টেপ:-০১

IMG_20220807_073929.jpg

প্রথমে আমি একটি পেপারে স্কেল এর সাহায্য দাগ টেনে নিব।


স্টেপ:-০২

IMG_20220807_074227.jpg

এরপর আমি আবার স্কেল এর সাহায্য দাগ টেনে নিব।


স্টেপ:-০৩

IMG_20220807_074504.jpg

এখন আমি ঢেউ এর মতো করে ডিজাইন করে নিলাম।


স্টেপ:-০৪

IMG_20220807_074820.jpg

উপরের দুইটাতে সেইম রকমের একই ডিজাইন করে নিলাম।


স্টেপ:-০৫

IMG-20220806-WA0006.jpg

এবার কেকের উপরে মোমবাতি একে নিব। তারপর নিচে দুইটা গোল আকৃতি দিয়ে দিব।


স্টেপ:-০৬

IMG-20220806-WA0007.jpg

IMG-20220806-WA0008.jpg

এবার চোখ দুটোর মধ্যে ছোট ছোট আরো দুটো গোল আকৃতি দিয়ে দিব। তারপর কালো রং দিয়ে রং করে নিব।


স্টেপ:-০৭

IMG-20220806-WA0009.jpg

এবার রং করে নেওয়ার পালা। প্রথমে আমি নীল রং দিয়ে নিচের অংশ রং করে নিলাম।


স্টেপ:-০৮

IMG-20220806-WA0010.jpg

IMG-20220806-WA0011.jpg

এখন আমি গোলাপি রং দিয়ে রং করে নিব। তারপর অংশ আমি কমলা কালার রং দিয়ে রং করে নিব।


স্টেপ:-০৯

IMG-20220806-WA0013.jpg

এখন সবুজ কালার রং দিয়ে ঢেউ গুলো রং করে নিব। তারপর এবার আমি মোমবাতি রং করে নিব।


স্টেপ:-১০

IMG-20220806-WA0014.jpg

এখন আমি মোমবাতির উপরে আগুন রং করে নিলাম।


শেষ স্টেপ

IMG-20220806-WA0015.jpg

এই তো হয়ে গেলো আমার আজকের কেকের ডিজাইন আকাঁ। আশা করছি আমার আজকের কেকের ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তীতে আবার ও আসবো নতুন কিছু নিয়ে।

ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭
লোকেশনঢাকা বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@engtariqul

Sort:  
 2 years ago 

আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে কেকের ডিজাইন অংকন করে শেয়ার করেছেন দেখি খুবই ভালো লাগলো আপনার এই অংকন দেখেই বোঝা যায় আপনি অনেক পারদর্শী। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

না ভাইয়া বেশি পারদর্শী না মাএ শিখছি। চেষ্টা করে যাচ্ছি নিয়মিত আর্ট করতে।

 2 years ago 

আট পেপারে খুব সুন্দর একটি আইডিয়া শেয়ার করেছেন ভাই। আপনি খুব সুন্দর করে একটি কেকের ডিজাইন আর্ট করেছেন সত্যি কালার কম্বিনেশন যেমন সুন্দর ছিল তেমনি এটা তৈরি করার পদ্ধতি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন

 2 years ago 

চমৎকার ছিল।ক্রাফট মেকিং এর পাশাপাশি আর্টেও দেখি বেশ ভালো দক্ষতা আছে আপনার।
উপস্থাপনা সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো 🖤

 2 years ago 

ভাইয়া এখনো ভালো ভাবে পারি না শিখতেছি। দোয়া করবেন। শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

আর্ট পেপারে আপনি অনেক সুন্দর কেকের ডিজাইন করেছেন খুব সুন্দর হয়েছে। কেকটি আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর এবং ইউনিক একটি চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে কালার কম্বিনেশনটা দারুন ভাবে ফুটেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ভাইয়া ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি কেকের ডিজাইন করেছেন। খুবই সুন্দর হয়েছে কেক টি। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে এটি আমাদের মাঝে তুলে ধরেছেন।আশা করছি আরো ভালো ভালো আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

জি আপু দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো নতুন কিছু শেয়ার করতে।

 2 years ago 

বাহ ! আপনার আর্ট পেপারের উপর ডিজাইন অংকন খুব চমৎকার হয়েছে । বার্থডে সেলিব্রেশনে নরমালি এরকম কেক আমরা বানিয়ে থাকি। রং করাতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে । আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে খেয়েছেন ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য জন্য আন্তরিক মোবারক বাদ ভাইয়া। আশা করছি পাশে থাকবেন।

 2 years ago 

আর্ট পেপারে কেকের ডিজাইন অঙ্কন খুবই সুন্দর হয়েছে ।চিন্তাশীল মুলক চিত্র অংকন যেটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ। দোয়া করবেন যেন নতুন নতুন আর্ট উপহার দিতে পারি।।

 2 years ago 

আপনি আর্ট পেপারে কেকের ডিজাইনটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্টটি ভালো লেগেছে আপনার জেনে ভালো লাগলো। দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো

 2 years ago 

পেপার দিয়ে আপনি খুবই সুন্দর কেক তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। আপনার কেক টি দেখতে একদম অরজিনাল কেকের মত লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করে উৎসাহিত করা জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68902.07
ETH 2732.67
USDT 1.00
SBD 2.72