সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এ একটু ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।

আবারো সবাই ঈদের আনন্দ শেষ করে কর্মক্ষেত্র শুরু করেছেন অনেকেই। আশা করছি সবার ঈদ এবার ভালো কাটছে।আমারো আল্লাহর রহমতে অনেক ভালো কাটছে‌ এবারের ঈদটা। অনেক ব্যস্ত সময় পার করা হয়েছে। ঘোরাঘুরি করা হয়েছে অনেক জায়গায় কিন্তু শেয়ার করার সময় পায়নি।এখন ধারাবাহিক ভাবে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে কিছু চিত্র। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20220718_184459.jpg

ফটোগ্রাফি📷📷০১

IMG-20220719-WA0020.jpg

এইটা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এটাকে ক্লোজার বলা হয়। যমুনা নদীর সৌন্দর্য দেখতে চাইলে এখানে না গেলে বোঝার কোন উপায় নেই। ঈদের পর এখানে পা ফেলানোর মতো জায়গা পাওয়া যায় না। এতো মানুষ এখানে ঘুরতে আসে যা বলাবাহুল্য।


ফটোগ্রাফি📷📷০২

IMG-20220719-WA0022.jpg

এই ছবিটি একদম সন্ধ্যার আগে একটু তোলা হয়েছে । নদীর মাঝখান দিয়ে নৌকা চলাচল এর একটি দৃশ্য। দেখতে অসাধারন লাগছে। কিন্তু নদী ওইসময় টা অনেক শান্ত ছিল।তার ২০ বিশ মিনিট পর মুশুল ধারে বৃষ্টি পড়া শুরু করে।


ফটোগ্রাফি📷📷০৩

IMG_20220504_182025.jpg

জীবনের নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবার স্পিড বোর্ড উঠে। এর আগে কখনো ওঠা হয়ে উঠেনি। প্রথম অবস্থায় ভয় ভয় কাজ করছিলো। কিন্তু বেশ মজার ছিল জার্নিটা।


ফটোগ্রাফি📷📷০৪

IMG-20220719-WA0038.jpg

IMG-20220719-WA0021.jpg

IMG-20220719-WA0008.jpg

এখানে প্রচুর পরিমাণে দোকান পাঠ বসে। শুধুমাত্র বিকেল বেলা।দোকান গুলো কিন্তু পার্মানেন্ট না সবগুলো টেম্পোরারি। প্রতিটি দোকানে প্রচুর পরিমাণে কেনাবেচা হয়।


ফটোগ্রাফি📷📷০৫

IMG_20220718_190235.jpg

এটাকে ছোলা বাটরা বলে। অনেক মজার একটা খাবার এখানে ঘুরতে গেলে এটা না খেয়ে আসা হয়না। সাথে চিকেন নেওয়া হয়েছিল এক্সট্রা ভাবে । চিকেন টা ১০/১০ দেওয়া যায়। খুবই মজাদার এখানে কেউ গেলে এটা না খেয়ে আসবেন না। তাহলে মিস্ করবেন।


ফটোগ্রাফি📷📷০৬

IMG-20220719-WA0044.jpg

এইটা বঙ্গবন্ধু দুইটি জনপ্রিয় বই দিয়ে তৈরি করা হয়েছে। এটা নতুন করা হয়েছে।কি নাম দেওয়া হয়েছে এটা আমার জানা হয়নি। কিন্তু ফুলের সমাহার দিয়ে সুন্দর ভাবে পরিপাটি করে রাখা হয়েছে। এটা একদম মেইন গেটের পাশে করা হয়েছে।


ফটোগ্রাফি📷📷০৭

IMG_20220711_190113.jpg

আসলে এইরকম আকাশ নদী একসাথে দেখলে মনটা ভিশন ভালো হয়ে যায়। মনটা যখন বেশি খারাপ হয়ে যায় তখনই চলে যায় নদীর পাশে। নদীর সাথে একা একা কথা বললে নদী কিন্তু কথার উওর‌ দেই। এটা নদীর সাথে যার কথা বলার অভ্যাস আছে সেই বুঝতে পারবে শুধু।

আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কিছু নিয়ে।এই ঘুরা ঘুরি টা গতকাল গিয়েছিলাম। সাথে ছিল প্রিয়তমা স্ত্রী।তার কাছে জায়গা টা ভিশন ভালো লেগেছে।তার ভালো লাগাতে আমারো অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭
লোকেশন(https://w3w.co/configure.refuse.onion )

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার এই পোস্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ কোথাও ঘুরতে যাওয়ার পোস্ট দেখলে আমার খুবই ভালো লাগে। আপনি যেখানে আসছেন এই জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং পরিবেশটা ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনি যা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।। আসলে এমন সময়
নদীর পাড়ে সময় কাটাতে আমার ও খুব ভালো লাগে।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।।

 2 years ago 

নদীর পারে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অসাধারণ লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72