রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. স্কেল।
৩. পেন্সিল ✏️।
৪. কাঁচি ✂️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটা কাগজ সাইজ করে কেটে নিলাম। তারপর কাগজটি কে এক পাশে ভাঁজ করে নিব।
ধাপ:-০২
আবারো কাগজটি কে ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৩
কাগজটি কে আবারো আরেকপাশে ভাঁজ করে নিব।
ধাপ:-০৪
কাগজটা কে আবারো আরেকপাশে ছোট করে ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৫
সমস্ত ভাঁজ শেষ করে কাগজের উপর পেন্সিল দিয়ে ডিজাইন করে নিব।কারণ কাটিং করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এইজন্য এই ডিজাইন বরাবর কাটিং করলে সুন্দর হয়ে থাকে।
ধাপ:-০৬
এরপর ডিজাইন এর উপর সুন্দর ভাবে কাটিং করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৭
কাটিং শেষ করার পর আছতে আছতে ভাঁজ খুলে নিলাম। এইতো হয়ে গেল আজকের নকশা তৈরি।
এইতো হয়ে গেল আজকের রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রঙিন কাগজ দিয়ে সুন্দর নকশা তৈরি করা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করলে দেখতে ভালো লাগে। ছোট ছোট ফুল কেটে কেটে তৈরি করার পর যখন সম্পূর্ণভাবে তৈরি করা হয় তখন আরো বেশি সুন্দর হয় দেখতে। আগেকার সময় বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলো দেখতে পাওয়া যেত। তবে এখন মানুষ অন্য রকমের ডেকোরেশন করে তাইতো এই ফুলগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না। আপনার তৈরি করা কাগজের নকশাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
ঠিক বলেছেন আপু আগেকার গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে এই নকশা গুলো দিয়ে সাজানো হতো। এখন আর খুব একটা দেখা যায় না। সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।
আপনার এই রঙিন কাগজ দিয়ে নকশা করা খুবই সুন্দর হয়েছে। আপনি এটি কাটার পর খুবই ভালোভাবেই ভাঁজে ভাঁজে এটি সাজিয়ে নিয়েছেন। সমস্ত ভাঁজ শেষ করার পর আপনি যখন এর উপরে পেন্সিল দিয়ে ডিজাইন করে দিলেন তখন এটি খুবই সুন্দর দেখাচ্ছিল। কাটিং শেষ করার পর যে ফাইনাল নকশাটি তৈরি হয়েছে সেটি আমার খুবই ভালো লেগেছে।
জি আপু চেষ্টা করছি সুন্দর ভাবে ভাঁজে ভাঁজে সাজানোর জন্য। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
রঙিন কাগজের তৈরি ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। এধরণের নকশা গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলেও সুন্দর লাগে। আপনার তৈরি নকশাটিও অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই ধরনের নকশা গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর দেখায়।
রঙ্গিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ফুল তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এই জিনিসগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার সহায়তা করে।আগে এই গুলো দিয়ে ঘর সাজানো হতো ঘর বাড়ি অফিসে। কিন্তু এখন তেমন একটা দেখা যায়না। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
রঙিন কাগজ দিয়ে নকশাটা বেশ দারুন হয়েছে তো।আপনি বেশ সুন্দর করে কেঁচি দিয়ে কেটেছেন তাই দেখতে বেশ ভালো লাগছে।আগের দিনে বিয়ে বাড়িতে এমন নকশা তৈরি করে ঘরে সাজানো হতো।আপনার বানানো নকশা টা দেখতে বেশ দারুন হয়েছে। প্রতিটি ভাজ আপনি বেশ সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
ঠিক বলেছেন আপু আগের দিনে বিয়ে বাড়ীতে এমন নকশা গুলো দিয়ে ঘর সাজানো হতো। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমি কখনো রঙ্গিন কাগজ দিয়ে এই ধরনের নকশা তৈরি করিনি কেন জানি আমার কাছে খুবই কঠিন কাজ বলে মনে হয় তাই কখনো চেষ্টা করেও দেখিনি তবে ভাইয়া আপনার পোস্ট টি দেখে মনে হলো খুব সহজেই রঙ্গিন কাগজ দিয়ে নকশা তৈরি করা যাবে। ভাইয়া আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং পোস্ট টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
আপু আমার কাছে প্রথম অবস্থায় খুব কঠিন মনে হয়েছিল। পড়ে তৈরি করতে করতে ঠিক হয়ে গেছে। এখন খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
রঙিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি নকশা তৈরি করেছেন ভাইয়া। এরকম নকশা তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজের নকশা আপনি কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আমার কাছে এই ধরনের নকশা তৈরি করতে বেশ ভালো লাগে।
রঙ্গিন কাগজ কেটে আপনি খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন । দেখে খুব ভালো লাগলো। আসলে আমিও মাঝে মাঝে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে। এই ফুল গুলো তৈরি করা সহজ তবে ফুল তৈরি করার সময় সতর্কতা অবলম্বন করতে হয় কারণ একটু ভুল হলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায়। এত সুন্দর করে ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া ঠিক বলেছেন কাটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করলে সুন্দর দেখায়। সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি তো দেখছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন।রঙিন কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন, আমিও শিখে নিয়েছি ধন্যবাদ আপনাকে।
ওয়ালাইকুমুস আসসালাম আপু। চেষ্টা করছি আপু প্রতি নিয়ত নতুন নতুন নকশা তৈরি করতে। আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে অনেক ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে সেটা দেখতে আসলেই অনেক বেশি আকর্ষণীয় দেখায়। কমিউনিটিতে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে যাচ্ছে রঙিন কাগজ ব্যবহার করে যেগুলো সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। আপনার তৈরি কি তো এই রঙিন কাগজের নকশা দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এটা আঠা লাগিয়ে রুমের দেয়ালে টানিয়ে রাখলে আরো বেশি আকর্ষণীয় দেখাবে বলে আমার মনে হয়।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার কমেন্ট পড়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া।