ফোটোগ্রাফি 📷 || ৭ টি ছবি নিয়ে একটি অ্যালবাম||-By @engtariqul shy-fox=10%
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে।
প্রতি সপ্তাহে ন্যায় আবারো আজকে আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি করতে এবং দেখতে বেশ ভালো লাগে আমার কাছে এখন। আসলে ফটোগ্রাফি টা অনেকেই পেশা হিসেবে বেছে নিয়ে থাকে।দামি ক্যামেরা বা লেন্স দিয়ে ছবি তুললেন আর ফটোগ্রাফি হয়ে গেল তা কিন্তু নয়।তার চেয়ে চেয়ে বড় বিষয় হল ছবি কি কথা বলে, কি ম্যাসেজ দেয় এগুলো বিষয় জানাটা খুব জরুরী। শুধু বড় লেন্স, দামি ক্যামেরা নিয়ে ঘুরলেই যে কেউ ফটোগ্রাফার হয়ে গেল, বিষয়টা এমন না। ভালো ফটোগ্রাফার হওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই। ধৈর্য, আগ্রহ ও চেষ্টার সমন্বয়েই সম্ভব ভালো ছবি তোলা। ভালো ফটোগ্রাফার হতে অনেক সময় লাগে। এই প্লাটফর্মে এসে অনেকের ফটোগ্রাফি দেখছি বেশ ভালো লাগে কিছু কিছু ছবি। সেই গুলো দেখে অনুপ্রাণিত হয়ে কিছু কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করছি।
এইটা কামরাঙা গাছের ফুল।এই গাছটি কমবেশি সবাই জেনে থাকেন।কাম রাঙায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। এই ফল খাওয়ার পাশিপাশি নিয়মিত এর রস ত্বকে ব্যবহার করা যায়। এটি ত্বকের তারুণ্য ধরে রাখবে এবং ত্বক দাগ মুক্ত রাখে।
এই ফুলের নামটি হচ্ছে ক্যালাঞ্চু ফুল। ক্যালাঞ্চু চমৎকার একটি ফুল।এই ফুল ছাদে লাগালে বেশ সুন্দর দেখায়।সাধারণত লাল, হলুদ, গোলাপি এই রঙের হয়ে থাকে। গ্রীষ্মকালে প্রচন্ড রোদের হাত থেকে বাঁচতে একে উচ্চ আলো যুক্ত স্থানে রাখতে হয়। শীতকালে হালকা রোদে অন্তত সাত-আট ঘণ্টা বাইরে রাখতে হয়।
এই ফুলের নাম হচ্ছে ওয়াটার লিফ। দেখতে বেশ সুন্দর দেখায়।এই ফুলটি আমাদের বাসায় লাগানো হয়েছে। সামনাসামনি আরো বেশি সুন্দর দেখায়।
এই ফুলের নাম হচ্ছে গ্লাডিওলাস। যে কোনো মাটিতে গ্লাডি ওলাস চাষ করা যায়।তবে বেলে দো-আঁশ মাটি বেশি উপযোগী। গ্লাডিওলাস ফুলের চাষ একদিকে যেমন লাভজনক, অন্যদিকে তেমন নান্দনিক। বাজারে এ ফুলের চাহিদাও প্রচুর পরিমাণে। বাড়ির আঙিনা, ছাদসহ যে কোনো ধরনের মাটিতে চাষ করা যায় এই ফুল।চাষের জন্য পূর্ণ সূর্যো দরকার। কারণ ছায়ার এ ফুল ভালো হয় না।
এই ফুলের নাম হচ্ছে এমারাইসিস লিলি।এই ফুলটি দেখতে বেশ চমৎকার লাগে আমার কাছে। বিশেষ করে কাছ থেকে বেশি সুন্দর দেখায়। পিংক কালারের হয়ে থাকে এই ফুল। মাটি যতো ভালো হবে গাছ ততো ভালো এবং বড় হবে।গাছে পুষ্টি না পেলে ফলন ভালো আসে না। বপনের পর পূর্ববর্তী বছরে ফুল আসে।
এটা একটা পাতাবাহারের গাছ।এই গাছ গুলো যদিও ফুল ধরে না। তবে বাড়ির আঙ্গিনায় লাগালে বেশ সৌন্দর্য দেখায়।এইসব গাছ যে কোন জায়গার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়।
এই ছবিটি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম আহসান মঞ্জিল।তখন ছবিটি তোলা হয়েছে।এই গাছটি বেশ ভালো লেগেছে। গাছটি আগে কখনো দেখিনি।এই গাছটি অনেক লম্বা এবং সোজা দেখতে।।এই গাছের নামটি হচ্ছে পাইন গাছ বলা হয়ে থাকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।






Support @heroism Initiative by Delegating your Steem Power

একদম ঠিক বলেছেন ফটোগ্রাফার হতে হলে যে কোন দৃশ্যকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারাটাই আবশ্যক।ক্যালাঞ্চু ফুল মনে হচ্ছে আমি এই প্রথম দেখেছি তাছাড়া আরো যে ফুলগুলো আপনি ফটোগ্রাফি করেছেন আসলেই অনেক সুন্দর হয়েছে। কামরাঙ্গা ফুল আগে কখনো এত নিখুঁতভাবে দেখা হয়নি।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য জন্য। ফটোগ্রাফি টা আসলে কোন কিছু কে ফুটিয়ে তোলা। ফুল এমনিতেই আমার অনেক পছন্দের এই জন্য ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগে আমার কাছে।
আজকে আপনি আমাদের মাঝে মন মুগ্ধ করার মত কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে অনেকগুলো আমার কাছে অপরিচিত ফুল ছিল। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কামরাঙ্গা ফুলের ফটোগ্রাফি এবং ক্যালাঞ্চু ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আপনার কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ক্যালাঞ্চু ফুলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য জন্য।
আপনি ঠিকই বলেছেন কামরাঙ্গায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তাইতো আমি কামরাঙ্গা খেতে ভীষণ ভালোবাসি। আপনার সাত নাম্বার ফটোগ্রাফিতে যে গাছটি রয়েছে তার ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।সাত নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে নতুন লাগছে। গাছগুলো বেশ ভালো লেগেছে।
কামরাঙ্গা অনেক খাওয়া হয়েছে কিন্তু এর ফুল কখনো দেখা হয়নি, খুবই ভালো লাগলো কামরাঙ্গার ফুলটাও দেখতে চমৎকার। দ্বিতীয় ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা ছাদে লাগানো যেতে পারে।
কামরাঙ্গা ফুল টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে মোটামুটি সব বাসায় ছাঁদ এ ছাঁদ বাগান করা হয়ে থাকে। ছাঁদ এ এই ধরনের ফুল থাকলে ছাঁদের পরিবেশ অন্যরকম দেখায়।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা প্রতিটি ছবি-ই আমার কাছে অনেক ভালো লেগেছে ৷ আপনি ঠিক বলেছেন দামি ক্যামেরা আর লেন্স নিয়ে ঘুরলেই ফটোগ্রাফার হওয়া যায় না ৷ধৈর্য, আগ্রহ ও চেষ্টার সমন্বয়েই সম্ভব ভালো ছবি তোলা। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য। আসলে ফটোগ্রাফি করতে তাড়াহুড়ো করলে ছবি ভালো হবে না। ধৈর্য্য নিয়ে ফটোগ্রাফি গুলো করতে হয়।
আপনার তোলা প্রত্যেকটি রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি অনেক সুন্দর ভাবে বর্ণগুলো উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করছি ভালো ভাবে ফটোগ্রাফি করার। ফুলের ফটোগ্রাফি গুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
কামরাঙা গাছ আমাদের গ্রামের বাড়িতে আছে।কামরাঙার ফুল গুলো দেখেই চোখ জুড়িয়ে গেল।এছাড়াও আপনি শেয়ার করেছেন বিভিন্ন প্রজাতির ফুলের ছবি।ফুল গুলো বেশ চমৎকার হয়েছে। ফুলের নাম গুলো কঠিন বলতে পারবোনা। সুতরাং আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ভাইয়া👌👌
ধন্যবাদ আপু আপনাকে।কামরাঙার খেতে ভিশন মজা লাগে আমার কাছে। কাঁচা মরিচ দিয়ে মাখানো হলে বেশ টেস লাগে কামরাঙা। অনেক সুস্বাদু একটি ফল।