সাদা কাগজ দিয়ে নকশা তৈরি | By @engtariqul | ১০% প্রিয় লাজুক শিয়াল এর জন্য
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
অনেক দিন হলো আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বিভিন্ন ধরনের নকশা ডিজাইন করা দেখছি। কয়েকদিন হলো চেষ্টা করছি কিন্তু ভালো ভাবে কাঁচি দিয়ে কাটতে পারছিলাম না। চেষ্টা করতে করতে আজকে আবারো একটা নকশা তৈরি করেছি। ভাবলাম আজকে শেয়ার করি। কারণ কেমন হয়েছে আপনাদের কাছ থেকে মতামত আশা করছি। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাদা কাগজ দিয়ে নকশা তৈরি ডিজাইন:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. স্কেল।
৪. কাঁচি ✂️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
স্টেপ:-০১
প্রথমে সাদা কাগজটিকে কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কাগজটি কে এক পাশে ভাঁজ করে নিলাম।
স্টেপ:-০২
এরপর কাগজটি কে মাঝ খানে ভাঁজ করে নিলাম।যেটা দেখতে দেখতে বেশ ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৩
এরপর কাগজটি কে আবারো আরেকপাশে ভাঁজ করে নিলাম।
স্টেপ:-০৪
এরপর কাগজটি কে আবারো একপাশে ছোট করে ভাঁজ করে নিলাম।
স্টেপ:-০৫
আবারো কাগজটি কে আরেকপাশে ভাঁজ করে নিলাম। ঠিক দেখতে ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৬
এরপর কাগজটি কে কলম দিয়ে ডিজাইন করে নিলাম। এইভাবে ডিজাইন করে কাঁচি দিয়ে কেটে নিব।
স্টেপ:- ০৭
এরপর কাগজটি কে ডিজাইন এর উপর কাঁচি দিয়ে কেটে নিলাম । এরপর আছতে আছতে কাগজটি কে ছাড়িয়ে নিলাম।
স্টেপ:-শেষ ধাপ
এইতো হয়ে গেল আমার আজকের কাগজ দিয়ে নকশা তৈরি। আশা করি আমার আজকের কাগজের তৈরি নকশা তৈরি সবার ভালো লেগেছে। পরবর্তীতে আবার আসবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
কয়েকদিন চেষ্টা করার পর অবশেষে আপনি নকশা তৈরি করেই ফেললেন । বেশ ভালই কেটেছেন ।আসলে এই নকশাগুলো তৈরি করার ক্ষেত্রে সহজ কাটা টিই মেইন। কেননা কাটার ক্ষেত্রে একটু ভুল হলে পুরো নকশাটি এলোমেলো হয়ে যায় ।বেশ ভালো ছিল আপনার দেখানো ধাপগুলো ।ধন্যবাদ আপনাকে।
জি আপু প্রথমে অবস্থায় হচ্ছিল না কোনভাবেই। অনেক চেষ্টা করার পর একটু হলেও করতে পারছি।এই ডিজাইন কাঁটার উপর সম্পূর্ণ নির্ভর করে সৌন্দর্য। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
সবার দেখাদেখি, অনেক চেষ্টা করার পর অবশেষে কাগজেট ফুল তৈরি করেছেন। আসলে প্রথম প্রথম কাঁচি দিয়ে কাটতে বেশ অসুবিধা হয়,করতে করতে এরপর হয়ে যায়।যাই হোক আপনি খুব সুন্দর করে কাগজের ফুল তৈরি করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ধন্যবাদ
জি আপু এই ডিজাইন গুলো ঠিক ভাবে কাটতে পারলে অনেক সুন্দর হয়। আমার কাছে কাঁচি দিয়ে কাটতে প্রথম অবস্থায় ঝামেলা হয়েছিল।পরে অবশ্য ভালো ভাবে কাটতে পেরেছিলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
কয়েক দিন চেষ্টা করার পরে ঠিক নকশা তৈরি করে ফেললেন।আসলে ভাইয়া মানুষ চেষ্টা করলে সব পারে। আপনার সাদা কাগজের নকশাটি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি নকশা শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু মানুষ চেষ্টা করলে সব সম্ভব হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে কাজ করার পর পজেটিভ কমেন্ট গুলো বেশ ভালো লাগে। কাজের গতি আরো বেড়ে যায় এই কমেন্ট গুলো মাধ্যমে।
বেশ কযেকদিন চেষ্টা করার পর বেশ ভালোই একটি কাগজ কাটিং তৈরি করেছেন ৷ আসলে প্রথম প্রথম যেকোনো কাগজ করতে গেলে একটু সমস্যা হবেই ৷ তবে চেষ্টা করলে সব সম্ভব ৷ যাই হোক আপনার কাগজ কাটিং বেশ ভালো হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাজ কাটিং সুন্দর ভাবে ধাপে ধাপে ধাপে শেয়ার করার জন্য ৷
ঠিক বলেছেন চেষ্টা করলে সব সম্ভব। কাটিং টা অনেক কয়েকবার চেষ্টা করার পর সম্ভব হয়েছে। সুন্দর গঠনমূলক সমালোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।
কি সুন্দর বানিয়েছেন। আমি তো পারিই না। যদিও কখনও চেষ্টা করি নি। আগেই বলে দিলাম পারি না। তবে আমি রিস্ক নেই নি করার।এখানে অনেককেই দেখি এমন বানায়। তবে যখনই দেখি বানাতে মন চায় কিন্তু পরে ভাবি যদি না হয়।
আপু প্রথমে আমিও পারিনি। কয়েকবার চেষ্টা করছি এই জন্য সম্ভব হয়েছে। আপনি চেষ্টা করে দেখেন। আশা করছি আপনিও পারবেন।
আপনি সাদা কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এরকম নকশাগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায়। কাটার সময় যদি একটু বেশ কম হয়ে যায় তাহলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে।
জি ভাইয়া ঠিক বলেছেন আমার কাছে কাটিং টা করতে বেশি সময় লাগে। কাটিং করার সময় খুব সাবধান ভাবে কাটতে হয়। একটু এলোমেলো হয়ে গেলে নষ্ট হয়ে যায়।
যাক ভাই। অবশেষে চেস্টা সফল হয়েছে। আসলে কাচিঁ দিয়ে অনেক ভাজ এর কাগজ কাঁটা একটু কষ্ট সাধ্য। তবুও আপনি অনেক চেস্টার ফলে খুবই সুন্দর একটি কাগজ এর নকশা ডিজাইন করতে পেরেছেন। আসলে চেস্টা থাকলে সব কিছুই করা যায়।
সুন্দর মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়।
বাহ চমৎকার তো।ভালোই তো আর্টিস্ট আপনি। আপনার শৈল্পিক গুন দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। তাও আবার সাদা কাগজের।
চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। তারপরও আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো।সাদা কাগজ দিয়ে বানালে ফুটে ওঠে ভালো।