রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা শেয়ার করবো।এই ধরনের নকশা গুলো তৈরি করতে অনেক ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে।এই প্লাটফর্মে অনেকেই রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট করে থাকে। সেগুলো দেখতে দারুন লাগে। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটা নকশা তৈরি করা শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. স্কেল।
৩. কাঁচি ✂️।
৪. পেন্সিল ✏️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটা কাগজ সাইজ করে কেটে নিব।
ধাপ:-০২
এরপর কাগজটি কে এইভাবে একপাশে ভাঁজ করে নিব।
ধাপ:-০৩
এরপর কাগজটি কে এইভাবে ভাঁজ করে নিলাম।
ধাপ:-০৪
এরপর কাগজটি কে আবারও এইভাবে ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৫
এরপর ভাঁজ করা কাগজটির উপর পেন্সিল দিয়ে ডিজাইন করে নিলাম।
ধাপ:-০৬
এরপর ডিজাইন এর উপর কাঁচি ✂️ দিয়ে কাটিং করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৭
ভাঁজ আছতে আছতে খোলার পর হয়ে গেল সুন্দর একটা নকশা তৈরি করা।এইতো হয়ে গেল আজকের রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রঙিন কাগজ এর নকশা। আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
বাহ খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করেছেন । আসলে রঙিন কাগজ দিয়ে যে কোনো ধরনের নকশা তৈরি করতে খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি খুবই দুর্দান্ত হয়েছে । এ ধরনের ফুল বা, নকশা তৈরি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে । কারণ একটু ভুল হয়ে গেলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায়। এতো সুন্দর ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ওয়াও আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে নকশা তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে পারলে এমনি অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের নকশা তৈরি দেখে অসম্ভব ভালো লাগলো। ঠিক বলেছেন এ প্লাটফর্মে সবাই এখন রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। অনেক সুন্দর করে রঙিন কাগজের নকশা তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা নকশা ভালো লেগেছে দেখতে। এই নকশাগুলো যখন কাটা হয় তখন আমার খুবই ভয় লাগে। যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যায় এগুলো। আমি যদি এরকম নকশা তৈরি করতে বসি তাহলে অনেক ধীরে ধীরে কাগজগুলো কাটে। অনেক সুন্দর ডিজাইনের মাধ্যমে নকশাটা কেটেছেন। ভালো লাগলো দেখে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
বাহ্ ভাই আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর নকশা তৈরি করে ফেলেছেন। আসলে এ ধরনের রঙিন কাগজে তৈরি নকশা গুলো দেখতে অনেক সুন্দর লাগে। যদিও এ নকশাগুলো তৈরি করতে বেশ ভালই সময় লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে তৈরি নকশাটি অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ, স্কেল, কাঁচি ও পেন্সিল দিয়ে খুবই নিখুঁতভাবে নকশাটি তৈরি করেছেন। অনেক সুন্দরভাবে সাথে থাকার মাধ্যমে নকশাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি নকশা টা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে তো নকশার ডিজাইন টা অনেক বেশি ভালো লেগেছে দেখতে। এই নকশাগুলো একটু সাবধানে কাঁটা লাগে। না হলে যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম নকশা ঘরের মধ্যে লাগালেও খুব ভালো লাগে দেখতে। আপনি অনেক সাবধানতার সাথে কেটে এটি আমাদের মাঝে ভাগ করে নিলেন। দেখে অসম্ভব ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
রঙিন কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এ ধরনের নকশাগুলো সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই নকশাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।