DIY- (এসো নিজে করি) নারিকেল গাছের দৃশ্য অংকন || ১০% লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুয়ালাইকুম"

হ্যালো প্রিয় বন্ধুগণ!!!

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি! আমি @engtariqul ঢাকা বাংলাদেশ থেকে বলছি ।
আজকে চলে এলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আপনাদের মাঝে আজকের শেয়ার করবো একটি নারিকেল গাছের দৃশ্য অংকন। আসলে এই গুলো দৃশ্য অংকন করতে এবং রং করতে অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়। বিশেষ করে আমার কাছে বেশি ধৈর্য মনে হয় এই কাজ করতে। একসাথে বসে একবারে শেষ করতে পারি না কখনো।যখন বসি তখন একটু অংকন করি শুধু ।পড়ে আবার যখন ভালো লাগে তখন আবার বসে রং করি। কারণ আপনাদের সাথে যখন এই গুলো পোস্ট শেয়ার করি যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এর মাধ্যমে এই কষ্ট গুলো একদম ভুলিয়ে দেয়। তখন সেই কষ্টের কথা আর মনে থাকে না। চলুন তাহলে ঘুরে আসি আজকের দৃশ্য অংকন পোস্ট থেকে।

IMG-20220804-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220805_090639.jpg

  • পেন্সিল ✏️।
  • রাবার।
  • সাদা কাগজ।
  • রং।

প্রস্তুত প্রণালী

ধাপ:-০১

IMG-20220804-WA0000.jpg

প্রথমে আমি একটা সাদা কাগজ নিব।


ধাপ:-০২

IMG-20220804-WA0001.jpg

এরপর কমলা কালার রং দিয়ে রং করে নিব।


ধাপ:-০৩

IMG-20220804-WA0002.jpg

এরপর হলুদ কালার রং দিয়ে রং করে নিব।


ধাপ:-০৪

IMG-20220804-WA0003.jpg

এখন আবার কমলা কালার রং দিয়ে রং করে নিলাম।


ধাপ:-০৫

IMG-20220804-WA0004.jpg

এবার আমি সবুজ কালার রং দিয়ে রং করে নিলাম।


ধাপ:-০৬

IMG-20220804-WA0005.jpg

এরপর আবার আমি নারিকেল গাছের আকৃতি দিয়ে নিলাম।


ধাপ:-০৭

IMG-20220804-WA0006.jpg

এখন নারিকেল গাছের আকৃতি গুলো কালো কালার রং দিয়ে রং করে নিলাম।


ধাপ:-

IMG-20220804-WA0007 (1).jpg

এবার নারিকেল গাছটিকে গাছের পাতা দিয়ে দিব।


শেষ ধাপ:-

IMG-20220805-WA0002.jpg

এই তো হয়ে গেলো আমার আজকের নারিকেল গাছের দৃশ্য অংকন। আশা করি আমার আজকের দৃশ্য আঁকানো সবার ভালো লাগবে। পরবর্তীতে আবার ও আসবো নতুন কিছু নিয়ে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

খুবই চমৎকারভাবে নারকেল গাছের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চেষ্টা করতে থাকুন এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ওয়াও মোম রং দিয়ে আপনি অসাধারণ নারিকেল গাছের দৃশ্য এঁকেছেন। নারিকেল গাছগুলো এক একটি একেক দিকে কাত হয়ে আছে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। সম্পূর্ণ চিত্রটি আপনি অনেক ধৈর্য সহকারে করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago (edited)

আপনাকে আন্তরিক মোবারক বাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার নারিকেল গাছের দৃশ্য অংকন দেখে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যিই বেশ ভালো লেগেছে আমার কাছে আপনার নারিকেল গাছের দৃশ্য অংকন। এত সুন্দর একটি দৃশ্য অংকন দক্ষতা সহকারে আমাদের সাথে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাই আমি আপনার কয়েকটি পেইন্টিং দেখেছি। আসলে আপনি খুব সুন্দর পেইন্টিং করেন। আজকে আপনি নারিকেল গাছের পেইন্টিং করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে এভাবেই এগিয়ে যান দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আমার সবগুলো পোস্ট পড়েন এবং সুন্দর মন্তব্যে করেন। এইজন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপনার নারিকেল গাছের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে । আসলে এই ধরনের কিছু চিত্র অংকন দেখতে খুবই ভালো লাগে। যেটা অনেক সময় নিয়ে ধাপে ধাপে অঙ্কন করে দেখালেন।

 2 years ago 

আপনার পোস্টটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নারিকেল গাছের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। নারিকেল গাছ গুলো দেখতে দারুণ লাগছে। গোধূলি লগ্নে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মোম রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। পেইন্টিং টি দারুন লাগছে দেখতে। বিশেষ করে নারকেল গাছগুলো খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও আন্তরিক ধন্যবাদ আপু সুন্দর ভাবে পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

খুব সুন্দর একটি পেন্টিং করেছেন। বিশেষ করে নারিকেল গাছ আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশন টা কিন্তু দুর্দান্ত দিয়েছেন। এরকম সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটা ভালো লাগছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অয়েল পেস্টেল কালার দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন, যেখানে সূর্য অস্ত যাওয়ার সময় নারিকেল গাছ গুলো খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর নারকেল গাছের ছবি এঁকেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার কথা সত্য এ ধরনের ছবি অঙ্কন করতে অনেক সময়ের অনেক ধৈর্যের প্রয়োজন হয়।

 2 years ago 

জি ভাইয়া অনেক ধৈর্য্য প্রয়োজন হয় এই ধরনের রং করতে। আসলে এটা জল রং দিয়ে করা হয় নাই।মোম রং দিয়ে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86