সুপারি পাতার প্লেটের উপর এক তোড়া ফুলের ডিজাইন অংকন
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং করা শেয়ার করবো। আমি আগেও এই পোস্ট গুলো করেছিলাম।এই প্লেটগুলো রং করে দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। আমিও এই জন্য এই কাজ গুলো করছি। সময়ের অভাবে এগুলো একসাথে একবারে করতে পারছি না। সবগুলো শেষ হলে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি ঘরকে সাজিয়ে রেখেছি।এই জন্য আজকেও আপনাদের সাথে আরো একটি সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং শেয়ার করবো। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। নিম্নে নিচে ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে।
১. সুপারি পাতার প্লেট।
২. তুলি।
৩. রং।
প্রথমে আমি একটি সুপারি পাতার প্লেট নিব।
এবার সম্পূর্ণটা সাদা কালার রং দিয়ে রং করে নিব।
এবার গোলাপী কালার রং দিয়ে ছোট করে একটা ফুল আঁকবো।
এবার আমি হলুদ কালার, নীল কালার ,কমলা কালার, গোলাপি কালার এবং লাল কালার রং দিয়ে ছোট ছোট অনেকগুলো ফুল আঁকবো।
এবার খয়েরি কালার রং দিয়ে নিচে ডাল আঁকবো।
এখন পাশ দিয়ে বেশ কয়েকটা ডাল আঁকবো।দেখতে এরকম দেখাবে ছবির মতো।
এবার সবুজ কালার রং দিয়ে পাতা আঁকবো।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপনি সুপারি পাতার প্লেটের উপর রঙ আর তুলি দিয়ে অনেক সুন্দর ফুলের ডিজাইন অংকন করেছেন। কন্সেপ্ট টা সত্যিই অনেক ইউনিক। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে৷ প্রথমে পাতা কে রঙ করেছেন তারপর এক এক করে বিভিন্ন রঙের ফুল একেছেন। এতে সুন্দর একটি শোপিস তৈরী হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের এই ধরনের সুন্দর মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায়।এই গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে ভাইয়া।
ভাইয়া আপনি একজন সৌখিন মানুষ এটা বুঝতেই পারছি। তাইতো নিজের ঘর সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। হয়তো ব্যস্ততা কাটিয়ে উঠে আপনার সাজানো ঘরের চিত্রগুলো আমাদের মাঝে শেয়ার করবেন। আজকের পোস্টটিও অসাধারণ হয়েছে। সুপারি পাতার প্লেটের উপর এত সুন্দর ভাবে পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।
জি আপু এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে বেশ ভালো দেখায়। সবগুলো কমপ্লিট হলে ইনশাআল্লাহ চেষ্টা করবো দেখানোর। আজকের পেইন্টিং টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর গঠনমূলক সমালোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সুপারি পাতার প্লেটের উপর এক তোড়া ফুলের ডিজাইন অংকন বাহ্ দারুন হয়েছে। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। ফুলের তোড়া চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।কাজ শেষে ভালো মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায়।
সুপারি পাতার প্লেট এর উপরে পেইন্টিং গুলো দিয়ে সাজানো ঘরটি দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া। আপনার এই পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। রংবেরঙের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। পাতাগুলোও দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
জি আপু সবগুলো পেইন্টিং হলে ইনশাআল্লাহ শেয়ার করবো।এই গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ।
প্লেটের উপর আপনি অনেক সুন্দর পেইন্টিং করেছেন। এই পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। এরকম সুন্দর সুন্দর প্রিন্টিং আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য জন্য। চেষ্টা করছি আপু ভালো করার জন্য। এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখবো এই জন্য পেইন্টিং গুলো করা হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায়।
কি বলব ভাইয়া আপনার হাতের কারুকার্য আর তিক্ষ্ণ বুদ্ধির তারিফ নাহ করে থাকা যাচ্ছে নাহ । কি অসম্ভব সুন্দর একটা ডিজাইন করলেন ৫ মিনিট তাকিয়েই রইলাম খুবই সুন্দর হয়েছে ভাইয়া , যদিও সচরাচর সুপারি পাতা দিয়ে এমন ডিজাইন দেখি নাই বাট আপনার ডিজাইন টা অনেক ইউনিক হইছে । ধাপে ধাপে সুপারি পাতার ওপর রং এর আলোরন ঘটিয়ে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন উপহার দিলেন ভাইয়া , ধনবাদ ভাইয়া আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য জন্য। আপনাদের পজেটিভ কমেন্ট গুলো আরো অনুপ্রাণিত করে কাজ করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। দোয়া করবেন।
আপনি খুব অসাধারণ ভাবে সুপারি পাতার প্লেটের উপর এক তোড়া ফুলের ডিজাইন অংকন করেছেন। পেইন্টিং টি দেখে খুব ভালো লাগলো আমার। এক কথায় অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ আপু। পেইন্টিং টা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা জন্য।
খুবই ইউনিক একটা কাজ।আর এরকম শৌখিন কাজ গুলো দেখলে ভালই লাগে।চমৎকার হয়েছে আর্ট টি।আর তৈরীর ধাপ গুলোর উপস্থাপন ও সেরা ছিল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।জি ভাইয়া ঠিক বলেছেন ঘরের সৌন্দর্য বাড়াতে এই কাজগুলো করা।
সুপারি পাতার প্লেট গুলো খুবই চমৎকার দেখতে। আপনি সুপারি পাতার প্লেট এর উপর মনোমুগ্ধকর একটি আর্ট করেছেন যা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি এই সবগুলো শেষ হলে কিভাবে ঘরের টিকে সাজিয়ে রেখেছেন আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সেই অপেক্ষায় রইলাম।
সুপারি পাতার প্লেটের উপর পেইন্টিং করলে বেশ ভালো লাগে দেখতে।জি ভাইয়া সবগুলো শেষ হলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।