কেন এত অপচয়? আমরা অসীম সম্পদ পেয়ে গেছি!! Why to waste resources? [10% @shy-fox[

in আমার বাংলা ব্লগ3 years ago


পৃথিবীর ধনী দেশগুলোর দিকে কিংবা উন্নত সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেক বেশি অপচয় দেখতে পাই। যেখানে লাইট এর প্রয়োজন নেই সেখানেও অতিরিক্ত লাইট ব্যবহার করা হয়। যেখানে যতটুকু পানি খরচ করার কথা তার চেয়ে কয়েকগুণ বেশি পানি খরচ করা হচ্ছে। যেখানে একটু হেঁটে কিংবা সাইকেলে করে যাওয়া সম্ভব হলে সেখানেও মোটর চালিত যানবাহন ব্যবহার করছে।

IMG20211223183616.jpg

পৃথিবীতে যে সম্পদের বন্টন ও ভারসাম্য রয়েছে সেটি কিন্তু একেবারে অঢেল নয় অর্থাৎ পৃথিবীতে আমাদের আশেপাশে যেসকল সম্পদ রয়েছে এই সবকিছুই হচ্ছে সীমাবদ্ধ। যদি আমরা প্রাকৃতিক গ্যাসের খনির দিকে তাকাই তাহলে দেখতে পারবো বিভিন্ন দেশে যে সকল প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে সেগুলোতে যথেষ্ট পরিমান গ্যাস নেই যেমন বাংলাদেশে যে হারে গ্যাস ব্যবহার হচ্ছে হয়তোবা আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে যাবে। তারপরও আমাদের এ ব্যাপারে কোন চিন্তা নেই এবং উন্নত সমাজে অবলীলায় গ্যাস অপচয় করা হচ্ছে।

আবার আমরা যদি পেট্রোলিয়ামের খনির দিকে তাকাই তাহলে দেখতে পাব বিশ্বের যেসব অঞ্চলে পেট্রোলিয়াম খনি পাওয়া গিয়েছে সেখানেও যথেষ্ট পরিমান কাচা তেল নেই অর্থাৎ আগামী ৩০/৪০ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। যেহেতু পৃথিবীর এই সকল সম্পদগুলো সীমাবদ্ধ তাই একটা সময় শেষ হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের প্রযুক্তি এবং সভ্যতা বিনষ্ট হয়ে যাবে কারণ যেই সমাজ এবং সভ্যতায় গাড়ি চলবেনা, আলো থাকবে না, মিল কারখানা চলবে না সেই সমাজ ব্যবস্থা এবং সভ্যতা কেমন হবে সেটা আপনারা অবলীলায় চিন্তা করতে পারছেন।

IMG20211223183500.jpg

আবার আমরা যদি পানির লেয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো পানির যে ভূগর্ভস্থ লেয়ার রয়েছে সেটি দিনে দিনে নিচের দিকে নেমে যাচ্ছে এবং এ ব্যাপারে আমাদের আসলে তেমন কোনো চিন্তা নেই কারণ আমরা আমাদের আশেপাশে দেখতে পাই প্রচুর পরিমাণে পানির অপচয় করা হয়।পানি একটি সীমিত সম্পদ এবং যখন সুপেয় মিষ্টি পানি ভূগর্ভ থেকে সংগ্রহ করা যাবেনা তখন মানুষের মাঝে একটি হাহাকার নেমে যাবে কারণ অঢেল ধন-সম্পদ কিংবা অনেক প্রাচুর্য বা প্রযুক্তি তখন পানি এনে দিতে ব্যর্থ হবে। তখন সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা অবলীলায় ভাবতে পারেন।

বাংলায় একটি কথা রয়েছেঃ দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝতে পারি না। যখন কারো দাত ব্যাথা হয় কিংবা দাঁতে পোকা ধরে তখনই কেবল দাঁতের মর্ম সে বুঝতে পারে। ঠিক একই রকমভাবে আমরা বর্তমান বিশ্বের দিকে তাকালে এই রকমই একটি মন মানসিকতা দেখতে পারবো। এই সমস্যাটা তৃতীয় বিশ্বের দেশগুলোর চেয়ে আমি মনে করি উন্নত বিশ্বে অনেক বেশি প্রবল।

IMG20211223183359.jpg

উন্নত বিশ্বের যে সকল মোড়ল দেশ গুলো রয়েছে তারা মনে করে তাদের অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি কিংবা সেনাবাহিনী দিয়ে তারা যেকোন দেশ থেকে যে কোন সম্পদ সবসময় আরোহন করে তাদের অবস্থা অনেক ভালো রাখতে পারবেন। কিন্তু আসলে এটি একটি ভুল ধারণা যেটা একটা ধোঁয়াশা তৈরি করেছে উন্নত দেশগুলোর মধ্যে। তারা যতই ছলচাতুরি কিংবা অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে কিংবা ডলারের মাধ্যমে বহির্বিশ্ব থেকে সম্পদ এবং এ সকল প্রয়োজনীয় উপকরণ আহরণ বা ক্রয় করুক না কেন যখন প্রাকৃতিক ভাবে সম্পদ ফুরিয়ে যাবে তখন পৃথিবীতে একটা ডিজাস্টার বা বিপর্যয় নেমে আসবে। সেই সময় কোন অস্ত্রশস্ত্রের খেলা কিংবা খবরদারি চলবে না কারণ বেশির ভাগ মানুষকে তখন এই সকল সম্পদের অভাবে কষ্টে দিনাতিপাত করতে ও সভ্যতা কে বিনষ্ট হতে দেখা যাবে।

তাই পৃথিবীর যেকোনো দেশের উচিত অন্তত সেই দেশের জায়গা থেকে এই সকল অপচয় রোধ করা যাতে করে সম্পদ আরো বেশি সময় ধরে ব্যবহার করা যায়। প্রয়োজনের অতিরিক্ত লাইটিং করে জাঁকজমক করার মতো অবস্থায় আমাদের পৃথিবী এখনো যায়নি কারণ আমাদের হাতে অঢেল সম্পদের প্রাচুর্যতা ও অসীমতা নেই। বরং যেকোনো দেশের কথা চিন্তা করলেই আমরা দেখতে পাই সেই দেশের কোন রকম সমস্যা এবং ঘাটতি রয়েছে।

IMG20211223183353.jpg

তাই অপচয় করার মন মানসিকতা থেকে সকল দেশকে বের হয়ে আসতে হবে। হয়তো আমরা দেশের হয়ে কাজ করতে পারবো না কিন্তু আমরা যে সমাজে বসবাস করি কিংবা যে পরিবারে বসবাস কর সেখানে থেকেই আমরা একটা ছোট পরিবর্তন বা বিপ্লব আনতে পারি সেটা হয়তোবা সবার সম্মিলিত প্রয়াসে আমূল পরিবর্তন নিয়ে আসবে সমাজে, দেশে এবং আমাদের এই পৃথিবীতে। আসুন নিজের জায়গা থেকে একটু চেষ্টা করি অপচয় রোধ করার কারণ আমরা যত বেশি অপচয় করবো সৃষ্টিকর্তা আমাদেরকে ততবেশি লাঞ্ছিত করবেন এবং সম্পদ কমিয়ে দিবেন কারন আপনারা জানেন পানির লেয়ার মানুষ কখনো ধরে রাখতে পারবে না কারন এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটি দান।

Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার সম্পূর্ণ লেখাগুলো পড়েছি। অনেক কিছু জানতে পারলাম আজকে, হয়তো মনে হয়েছিল আমিও কোন কিছু অপচয় করেছি। কিন্তু আপনার পোস্ট দেখার পরে অনেক চিন্তাভাবনা চলে আসছে।

এই লেখাটি আমার খুবই ভালো লেগেছে
""(পানি একটি সীমিত সম্পদ এবং যখন সুপেয় মিষ্টি পানি ভূগর্ভ থেকে সংগ্রহ করা যাবেনা তখন মানুষের মাঝে একটি হাহাকার নেমে যাবে কারণ অঢেল ধন-সম্পদ কিংবা অনেক প্রাচুর্য বা প্রযুক্তি তখন পানি এনে দিতে ব্যর্থ হবে। তখন সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা অবলীলায় ভাবতে পারেন।)""

আবারো ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য যা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বোঝা যাচ্ছে আপনি পোস্টটি খুব মনোযোগ দিয়ে পড়েছেন এবং অপচয় এর ব্যাপারে সাবধান হয়ে গিয়েছেন এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আবারো ধন্যবাদ।

 3 years ago 

গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখেছেন ভাই। প্রাকৃতিক সম্পদ সীমিত কিন্তু মানুষ যে হারে এর অপচয় করছে তা বলার বাইরে। বিশেষ করে বাংলাদেশের অনেক অঞ্চলে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। গ্রীষ্মকালে টিউবওয়েল গুলোতে পানি পাওয়া যায় না।

এরপরও মানুষের পানির অপচয় বন্ধ হচ্ছে না। এছাড়াও এই যে উন্নত দেশগুলো সর্বক্ষেত্রে অপচয় করছে। দারুণ ছিল পোস্ট টা ভাই।।

 3 years ago 

অপচয় এর কারণে আমরা একসময় খুব বেশি সাফার করব কারণ প্রয়োজনের অতিরিক্ত লাইটিং করা হচ্ছে এবং সেই লাইটিং করতে গিয়ে মাটির নিচ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে। মাটির নিচে তেল গ্যাস পানি এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার দান এবং এগুলো অফুরন্ত নয়। সেই কথাটা কামরা ভুলে যাচ্ছি সভ্যতার দোহাই দিয়ে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ব্যাপারটা হচ্ছে কি দাদা গরীব মানুষ গুলো যখন ধনী মানুষগুলোর সাথে প্রতিযোগীতা করে তাদের অনুরুপ চলতে চায় তাহলে গরীব মানুষগুলো আরো গরীব হয়ে যায়। এটা যেকোনো দেশের ক্ষেত্রেও একই। সামর্থ্যের বাইরে গিয়ে চললে সুফলের চাইতে কুফল বেশি

 3 years ago 

যার যেরকম সামর্থ্য সে সামর্থের জায়গা থেকে চেষ্টা করা উচিত এবং অপচয় রোধ করা উচিত। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

লেখনীত সমাজ সংস্কার বিষয়টী, তুলে ধরার প্রক্রিয়া সহজ ছিলনা। সাবাশ আপনাকে। আপনী তা পারছেন।

 3 years ago 

গতকাল রাতে আমি আর আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটার সময় এই অপচয় নিয়ে কথা বলছিলাম। সত্যি বলতে আমরা সবাই এখন অপচয় বেশি বেশি করছি। কোন জিনিস যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি আমরা অপচয় করছি৷ এভাবে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে।

 3 years ago 

ঠিক বলেছেন। এভাবেই শেষ হবে তখন কাদব আমরা

 3 years ago 

দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝতে পারি না। যখন কারো দাত ব্যাথা হয় কিংবা দাঁতে পোকা ধরে তখনই কেবল দাঁতের মর্ম সে বুঝতে পারে।

ভাইয়া আপনার পুরো পোস্টটি পড়েছি অনেক ভালো লাগলো । আপনার পোস্টে খুবই মহামূল্যবান কথা উপস্থাপন করেছেন। সত্যি ভাইয়া আমরা সভ্যতার দোহাই দিয়ে আমাদের দেশের সীমিত সম্পদ কে অপচয় করে দেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছি। তাই আমাদের এই অপচয় করা থেকে বিরত থাকা উচিত। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

জি আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45