নতুন বছরে আমার ৩ টি পরিকল্পনা বা প্রত্যয় || Three planning this year [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

নতুন বছর আসলেই আমরা সব সময় পরিকল্পনা করে থাকি এবং আমরা চেষ্টা করি গত বছরের ভুলগুলোকে শুধরে নিয়ে এমন পরিকল্পনা করতে যাতে আগামী বছর তা আমরা ঠিকভাবে পরিকল্পনা মোতাবেক সাজিয়ে নিয়ে এগিয়ে যেতে পারি। আজকে বছরের প্রথম দিন এবং আমি নিজেও কিছু পরিকল্পনা করেছি। আজকের পোস্ট এর মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি এই বছরে আমার নির্ধারণ করা তিনটি পরিকল্পনা অথবা প্রত্যয়।

IMG_20220101_230403.jpg
Source of background

গতবছরের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি যে কাজগুলো তে সবচেয়ে বেশি ঘাটতি মনে করেছি সেগুলোকে শুধরে নেয়ার জন্যই এবছর পরিকল্পনা সাজিয়েছি। আমি মাত্র তিনটি পরিকল্পনা হাতে নিয়েছি এবং চেষ্টা করব সারা বছর ব্যাপী এই তিনটি কাজ যাতে নিয়মিত করে যেতে পারি। আশা করছি এই কাজগুলো নিয়মিত করে গেলে আমার পক্ষে ভালোভাবে বছরটি শেষ করা সম্ভব হবে। তো চলুন দেখে নেয়া যাক কি সেই পরিকল্পনা বা প্রত্যয়গুলো।

প্রথমতঃ দৈনিক কাজ দৈনিক শেষ করা

আমি সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি এবং যেকোনো কাজ গুছিয়ে করে থাকি। কোন কাজের রুটিন না থাকলে কিংবা গোছানো না থাকলে সেই কাজ আমি সহজে করতে পারি না এবং আমার কাছে সবকিছু অগোছালো মনে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার রুটিনে যে কাজগুলো রয়েছে এবং দিনের শুরুতে আমি যে কাজগুলো করব বলে সিদ্ধান্ত নেব সেই কাজগুলো যেকোনো ভাবে ওই দিন শেষ করব।

অনেক সময় আমরা দৈনিক কাজ দৈনিক শেষ করতে পারি না আর এ কারণে কাজের ইফিসিয়েন্সি কমে যায় ও প্রোকাস্টিনেশন হয়। অর্থাৎ এক দিনের কাজ আরেকদিন এভাবে একদিন এর কাজ তারপরের দিন জমতে থাকে এবং গুরুত্ব অনুযায়ী কাজ কে না সাজানোর কারণে আমাদের কাজের গতি অনেক কমে আসে। তাই এ বছরে আমি লক্ষ্য রাখবো এমনভাবে দৈনিক কাজগুলো সাজাবো যাতে করে দিনের কাজটা যে কোনোভাবে ওই দিন শেষ করা যায়। প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন শেষ করতে পারলে খুব সহজেই চিন্তামুক্ত এবং ভালো থাকা যাবে যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়তঃ সকল কাজ মনোযোগের সাথে সম্পন্ন করা

এ বছরে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমি আমার স্বাভাবিক কাজ যেমন অফিস, প্রার্থনা, পরিবার, স্টিমিট ইত্যাদি তে কাজ মনোযোগ দিয়ে একাগ্রতা নিয়ে করতে পারিনি। আমি কাজ করেছি সারাদিন কিন্তু একাগ্রতা বা মনোযোগ দিয়ে কাজ না করার কারনে কাজগুলো কেমন যেন নিরস ও অগোছালো ছিল। আমি আমার প্রার্থনা বা অন্য কাজগুলো একটা আরেকটার সাথে মিলিয়ে ফেলতাম তাই মূল কাজটা ঠিকঠিক হয়ে উঠত না। আর এ কারনেই আমার সমস্যা হচ্ছিল যা আমি এ বছর ঠিক করতে চাচ্ছি। আশা করছি, এ বছরে আমি এইভাবে নিজের কাজগুলো আরো গুছাতে পারব। পাশাপাশি অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ কাজে কম সময় দেয়ার পরিকল্পনা করছি।

তৃতীয়তঃ স্টিমিটে প্রতিদিন অন্তত একটি পোস্ট করা

আমি আরেকটি প্রত্যয় রাখতে চাচ্ছি আর তা হল প্রতিদিন অন্তত একটি পোস্ট করার। যেহেতু লক্ষ্য স্থির করে কাজ করলে কাজ করাটা অনেক সুন্দর ও গোছানো হয় তাই আমি চাচ্ছি এই লক্ষ্যটি নির্ধারণ করতে যাতে প্রতিদিন অন্তত একটি পোস্ট করতে পারি। আশা করছি, আগেই লক্ষ্য স্থির করার কারনে এ বিষয়টি আমি আরো ভালভাবে সম্পন্ন করতে পারব।

শেষকথাঃ

আপনারাও নিশ্চই অনেকে অনেক নতুন নতুন পরিকল্পনা ও প্রত্যয় নিয়ে নতুন বছর শুরু করছেন। আমি আমারগুলো খুব সংক্ষেপে আপনাদের মাঝে শেয়ার করলাম। কারো সাথে মিলে গেলে বা উপকৃত হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।


Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Sort:  
 3 years ago 

পরিকল্পনা ছাড়া আমাদের আসলে এক পা ও অগ্রসর হওয়া উচিত নয়। বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতামূলক যুগ। আমাদের প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হওয়া উচিত। তবে দেশ কাল পাত্রভেদে পরিকল্পনা অনেক সময় ব্যর্থ হতে পারে। আর যে কারণেই কিছু ব্যাকআপ পরিকল্পনা রাখা উচিত। অর্থাৎ এ যদি বি তে রূপান্তরিত না হয় তবে এ যেন এ তে রূপান্তরিত হয়ে আসে । ধন্যবাদ।

 3 years ago 

জি, ঠিক বলেছেন। প্ল্যান বি ও থাকা চাই

 3 years ago 

ভাই আপনার পরিকল্পনাগুলো খুব ভালো লাগলো। আমিও মোটামোটি আপনার পরিকল্পনার মতোই আমার চলার চেষ্টা করি। আমি মনে করি প্রতিটি মানুষের লাইফে কিছু রুলস ফলো করা চলা উচিত তাহলেই জীবন গুছানো থাকে। এলোমেলো লাইফ স্টাইলে সফলতা আসে না এই ক্ষেত্রে আমি নিজে প্রমাণ।
যাক, আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগছে। আমি সপ্তাহে আমার বাংলা ব্লগে ৭ টি পোস্ট করি টানা ১ মাস হলো।
ভাই আপনার জন্য শুভকামনা রইলো। 💓💓

 3 years ago 

পরিকল্পনা মোতাবেক সামনে এগিয়ে গেলে আমাদের কাজ গুলো অনেক সহজে হয়ে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

💞💞💞

 3 years ago 

আসলেই ভাইয়া। যেই কাজ মনোযোগ দিয়ে করা তাড়াতাড়ি শেষ করা যাবে আমি দেখছি সেই কাজ আমি সারাদিন করছি তো করছি,শেষ ও হচ্ছেনা, আনন্দ ও পাচ্ছিনা।
সুন্দর পরিকল্পনা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে পরিকল্পনাটা হচ্ছে সব কাজের শুরু।

 3 years ago 

ভাইয়া পরিকল্পনা ছাড়া জীবন সম্পূর্ণরূপে অচল। আর অচল জীবন নিয়ে কোন সময় সফলতা প্রত্যাশা করা যায় না। নতুন বছরের আপনার এই তিনটি পরিকল্পনা আমাদের সকলের হওয়া উচিত বলে আমি মনে করি। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য ভাইজান আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45