বাবা মেয়ের টেবিল টেনিস | যখন খেলার সাথী নেই তখন মেয়েই প্রতিযোগী | My daughter [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago


IMG20211130201558.jpg

বিকেল কিংবা সন্ধ্যাবেলায় খেলাধুলা করা এখন একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন কিংবা হাঁটাহাঁটি করাটা নিয়মিত ভাবে করার অভ্যাস গড়ে তুলেছি। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেই চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি ডাক্তার বলেছে নিয়মিত শরীরচর্চা করে বেশি করে পানি খেতে যাতে করে আমার যে সমস্যাটার কথা আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম সেটা সমাধান হয়। এছাড়াও আমি আমার সহকর্মীদের সাথে সন্ধ্যাবেলা কিংবা বিকেল বেলা যেকোনো ধরনের একটিভিটি করতে পছন্দ করি।
IMG20211130201530.jpg

IMG20211130201535.jpg

সপ্তাহ শেষে কিংবা বড় কোন ছুটিতে বেশিরভাগ সহকর্মী তাদের গ্রামের বাড়িতে কিংবা পরিবারের কাছে চলে যান তাই সেই সময়টাতে খেলার মত সঙ্গি পাওয়া হয়না। তখন এই সময়টা আমার জন্য একটু একাকিত্বের কিন্তু আমি তখন আমার মেয়ের সাথে সময় কাটানোর পরিমানটা আরো বাড়িয়ে দেই। আগে যেখানে বিকেলে মেয়ের সাথে সময় কাটাই সেখানে এই দিনগুলোতে মাঝে মাঝে সন্ধ্যার পরেও মেয়ের সাথে সময় কাটানো হয় এবং আমি সময়গুলো খুব উপভোগ করি।

IMG20211130201555.jpg

IMG20211130201618.jpg

IMG20211130201605.jpg

সপ্তাহ শেষে কিছুদিন আগে যখন কোন খেলোয়ার ছিলনা তখন একা একাই সন্ধাবেলা টেবিল টেনিস রুমে গিয়ে মেয়ের হাতে টেবিল টেনিস ব্যাট বল তুলে দেই। সেও মনে হয় কি না কি পেয়ে গেল এবং খুব আনন্দের সাথে এই বল ব্যাট নিয়ে খেলা শুরু করলো। আরেকটু বেশি বয়স হলে হয়তবা খেলা শুরু করে দিত কিন্তু তারপরও তার খুনসুটির যেন কমতি নেই এবং খুব উপভোগ করেছে সময়টাকে। যেমনটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই খেলার চেষ্টা করছিলো কিন্তু আসলে এই খেলাটা এখনো তার জন্য নয় তাই কিছুক্ষণ বল নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করে খেলা সম্পন্ন করেছে।
IMG20211130201614.jpg

IMG20211130201602.jpg

টেবিল টেনিস খেলা টেবিলের নিচে দাঁড়িয়ে খেলতে হয় কিন্তু আমার প্রতিপক্ষ খেলোয়ার অর্থাৎ আমার মেয়ে একেবারে বোর্ডের উপরে উঠে গেছে খেলার জন্য। সবথেকে বড় বিষয় হচ্ছে, যখন পড়া শেষ করে বাসায় ফিরে যাচ্ছিলাম তখন তার খুব মন খারাপ ছিল এবং সেখানে থেকে যেতে চেয়েছিল এবং খেলাটাকে কন্টিনিউ করতে চাইছিল কিন্তু তা আর হয়নি। শেষ পর্যন্ত তার পিরাপিরির কারণে পুরনো ফেটে যাওয়া দুটি বল বাসায় নিয়ে গিয়েছিলাম এবং তা দিয়েই বাসায় খেলার চেষ্টা করছিল এবং সাথে ব্যাট খুঁজছিল বারবার। বাচ্চারা এমনই।
IMG20211130201600.jpg

মোটামুটি এই ছিল আমার মেয়ের সাথে টেবিল টেনিস খেলার অভিজ্ঞতা ও অনুভূতি যা আপনাদের মাঝে আজকে ছবিসহ শেয়ার করলাম। ধন্যবাদ।


Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর মুহূর্ত কেটেছে। মেয়ের সাথে দিন কাটানোর বিষয়টা অনেক ভালো লেগেছে। এটা প্রতিটি বাবার উচিত। এতে সন্তান আরও খুশি হয় 🥰

 3 years ago 

জি একদম ঠিক বলেছেন আপনি ধন্যবাদ

সাইফুল ভাইয়া অসাধারণ একটা মুহুর্ত কাটিয়েছেন মেয়ের সাথে... আমিও আমার ইউনিভার্সিটি হলে প্রায় টেবিল টেনিস খেলে থাকি। একটা কথা ভালো লাগছে ভাইয়া প্রতিপক্ষে থাকে টেবিলের নিচে কিন্তু মামনি আমার উপরে বসে খেলে।

সত্যি অসাধারণ সময় কাটিয়েছেন,ভালো লাগলো ভাইয়া সুন্দর একটা সময় মুহুর্তে আমাদের মাঝে তুলে ধরেছেন💗💗

 3 years ago 

বাবা মেয়ের খুবই সুন্দর এই মুহুর্তটা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলেই পৃথিবীতে বাবা মেয়ের ভালোবাসার মতো ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। আপনি খুবই সুন্দর ভাবে আপনার ছোট মেয়ের সাথে খেলাধুলা করছেন এটি সত্যিই অনেক সুন্দর মুহূর্ত। আপনার এবং আপনার মেয়ের জন্য ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

বাবা মেয়ে দুজনের জন্যই ভালোবাসা। ভালোবাসার মায়ায় দুজনই ভালো থাকুন।শীত আসলে টেবিল টেনিস খেলতে মজাই লাগে। আমিও খেলি মাঝে মাঝে। আশা করি আপনার সময় টা অনেক সুন্দর কেটেছে।

 3 years ago 

শীতকালে টেবিল টেনিস খেলা টা তো দারুন লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ দারুণ একটি মূহুর্ত ভাই। আমাদের নিয়মিত খেলাধুলা কলা উচিত। এতে করে আমাদের শরীরের ফিটনেস ঠিক থাকে। খেলার সাথী না থাকায় নিজের বাচ্চা মেয়ের সাথে টেবিল টেনিস। দুজনেরই সময়টা নিশ্চিত দারুণ কেটেছে। দেখে এবং পড়ে আমারও দারুণ লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

জি, সময়টা অনেক ভালো কেটেছে এবং ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Visita nuestro Discord

 3 years ago 

বাবা মেয়ের একসাথে টেবিল টেনিস খেলা দেখে ভালো লাগলো। মামনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। মামনি বড় হচ্ছে আর আপনার অবসর সময় কাটানোর জন্য আপনার সাথে খেলাধুলা করছে এই দিকটি অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য

 3 years ago 

মেয়ের সাথে সুন্দর একটি দিন কাটিয়েছেন। মাসাআল্লাহ আপনাদের দেখে ভালই লাগছে। দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন সকলেরই উচিত হাঁটাহাঁটি করা বা খেলাধুলা করা। এর ফলে মানুষ সুস্থ থাকতে পারে।

 3 years ago 

জি, অনেক ধন্যবাদ

 3 years ago 

বাবা মেয়ের এমন সুন্দর মুহূর্ত আর ছবিগুলো বাধাই করে রাখার মতো ❣️
আমি নিজেও একজন মেয়ের বাবা, অনুভূতি গুলো সত্যিই অনেক আনন্দের ♥️
যখন মেয়েটা সাথে থাকে সত্যিই খুব ভালো লাগে ❤️
অনেক অনেক শুভকামনা রইল মামুনির জন্য 💌

 3 years ago 

আপনার এবং আপনার মেয়ের জন্য শুভকামনা রইল

 3 years ago 

টেবিল টেনিস আমার প্রিয় খেলা। কলেজ লাইফে বহু খেলেছি। আপনার বাবা মেয়ের খেলা দেখে আমার দারুণ লেগেছে। এটা কি আপনার পার্সোনাল টেবিল টেনিস রুম?ধন্যবাদ

 3 years ago 

না। ডর্মের কমন রুম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45