বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন celebration of 50th victory day

in আমার বাংলা ব্লগ3 years ago


IMG20211216090842.jpg

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো স্বাধীনতার 50 তম বিজয় দিবস। বরাবরের মতোই বিজয় দিবস মানেই হচ্ছে উদযাপন এবং বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। সাধারনত বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়ে থাকে। আমার কর্মস্থল শিক্ষাপ্রতিষ্ঠান হওয়াতে সেখানেও ব্যাপক পরিসরে আজকে আয়োজিত হয়েছে মহান বিজয় দিবস।

আয়োজন এর মধ্যে ছিল প্রীতি ক্রিকেট ম্যাচ, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন আরো বেশি ফলপ্রসু হয়ে ওঠে। ছাত্র শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সবাই একসাথে বিজয় দিবস উদযাপন করতে পারে।

এই আয়োজন গুলো প্রত্যেক বছরই বিজয় দিবসে আয়োজিত হয় এবং বছরের এই দিনটি এই কারণে সবার কাছেই খুব আনন্দ ঘন এবং উদযাপনের একটি বিষয়। দিনের শুরুতেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা হয় এবং এরপর বিজয়ের আনন্দ উদযাপন করা হয়।

আমি এখানে আমার কর্মস্থলের বিজয় দিবসের আয়োজন এর কিছু খন্ডচিত্র এখানে শেয়ার করছি এবং ভবিষ্যতে কোনো এক পোস্টে বিস্তারিতভাবে সবগুলো ইভেন্টের বর্ণনা শেয়ার করব। ধন্যবাদ।
IMG20211215213647.jpg

IMG20211216093626.jpg

IMG20211216093637.jpg

IMG20211216093652.jpg

IMG20211216120153.jpg

IMG20211216143531.jpg

IMG20211216144129.jpg

IMG20211215213521.jpg

IMG20211216094615.jpg

IMG-20211216-WA0022.jpg

IMG20211216143630.jpg

Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Sort:  
 3 years ago 

এবারের বিজয় দিবস টা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আমি আজকে ঢাকা থেকে সিলেটে আসলাম। পুরো রাস্তায় মনে হল যে লাইটিং করা। এত চমৎকার লেগেছে। সব লাল সবুজ লাইটিং ছিল। দেখতে অসাধারণ লাগছিল। আপনার কর্মস্থলে বিজয় দিবসের খুব সুন্দর উৎসব করেছে তা আপনার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে। খুব ভালো একটি সময় কাটিয়েছেন আপনারা।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি খেলাধুলার আয়োজন করেছেন। এই খেলাধুলা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং শেষে পুরস্কার বিতরণটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

প্রথমেই আপনাকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসে পুরো বাংলাদেশ একটি উৎসবে মেতে উঠে। নানারকম অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের এখানেও একটি ক্রিকেট ম‍্যাচের আয়োজন করা হয়েছিল। এই দিনটা সবাই একটু স্মরণীয় করে রাখতে চাই। পোস্ট টা খুব ভালো ছিল ভাই।

 3 years ago 

দারুন ছিল দিনটি। ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া প্রথমে আপনাকে মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের বাঙালির জাতীয় জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হল আজকের বিজয় দিবসের দিন। আপনার পোস্টটি পড়ে মনে হল খুবই সুন্দর ভাবে বিজয় দিবস উদযাপন করেছেন। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74