400 স্টিম পাওয়ার আপ || প্রতিযোগিতা -৫ এ অংশগ্রহণ || 400 Steem Power Up this week [10% for Shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago


এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি। আরো একটি বছর প্রায় শেষের দিকে। বছরের শুরুতে সবার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে আবার বছরের শেষদিকে এই লক্ষ্যমাত্রাকে হিসেবের খাতার মত মিলিয়ে দেখা হয়। গত বছরের শুরুতে স্টিম পাওয়ার এর ক্ষেত্রে আমার তেমন কোনো লক্ষ্যমাত্রা ছিল না তবে টার্গেট ডিসেম্বর ইনিশিয়েটিভে অংশগ্রহণের মাধ্যমে আমি আমার লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছিলাম।

Thumbnails.jpg

সেই লক্ষ্যমাত্রা মোতাবেক এ বছর ডিসেম্বর মাসের মধ্যে 2000 স্টিম পাওয়ার আপ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু মাঝের সময়টাতে আমি কোন উইথড্র করিনি বরং এখানে যা অর্জিত হয়েছে তার পুরোটাই পাওয়ার আপ করেছি। এর মাধ্যমে আমি আমার এই বছরের লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করে বরং লক্ষ্যমাত্রাকে বাড়িয়ে 3000 করে নিয়েছিলাম এবং সেটাও ডিসেম্বর মাসের 15 তারিখ অর্থাৎ আজকের মধ্যেই এসপ্তাহে অর্জন করে ফেলেছি।

যেকোনো কাজের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে গেলে খুব ভালোভাবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। আমি গত প্রায় পাঁচ মাস ধরে নিয়মিত পাওয়ার আপ করে চলেছি যেটার তালিকা আপনারা নিজে দেখতে পাচ্ছেন।

সপ্তাহপাওয়ার আপ এর পরিমাণ
১ম১২.৫
২য়১২.৫
৩য়১২.৫
৪র্থ১২.৫
৫ম১২.৫
৬ষ্ঠ১২.৫
৭ম১২.৫
৮ম২৫
৯ম২০
১০ম৯০
১১তম২৩
১২তম৯৩
১৩তম১৮৪
১৪তম১৩৭
১৫তম১৪২
১৬তম২৫৫
১৭তম২৬০
১৮তম২৩০
১৯তম২৩৬
২০তম৪০০

এভাবে পাওয়ার আপ করার মাধ্যমেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং আরও দুই সপ্তাহ বাকি আছে এই বছরের এবং এই বাকি সময়টাতে আমি আরো কিছু পাওয়ার আপ করে 3500 স্টিম পাওয়ার অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। সর্বোপরি এটি আমার জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত ছিল এবং আমি সফলভাবে আমার লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।

তাই আমি সবাইকে বলব, আপনারা নিয়মিত পাওয়ার আপ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের লক্ষ্যমাত্রা খুব সহজেই অর্জিত হবে এবং আপনারা খুব দ্রুত একটা ভালো অবস্থানে পৌঁছে যেতে পারবেন যেটা দীর্ঘমেয়াদে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই সপ্তাহে দুইবার আমি পাওয়ার আপ করেছি। এবং বেশিরভাগ পাওয়ার আপ আমি আসলে এখান থেকে যা আয় করেছি তা থেকে পাওয়ার আপ করেছি এবং কিছু অংশ বাইরে থেকে নিয়ে এসেছি। সব মিলিয়ে ৪০০ (চারশত) স্টিম পাওয়ার আপ করেছি এবং এটি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার আপ যেকোন সপ্তাহে আমার জন্য। এবং আমি পাওয়ার আপ করার মাধ্যমে একটা আনন্দ উপভোগ করছি যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেকোন কাজে যখন আমরা ভালোলাগা এবং আনন্দ খুঁজে পাই তখন সেই কাজ করার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি।

পরিশেষে আমি আমার এ সপ্তাহের পাওয়ার আপ এর স্ক্রিনশটগুলো শেয়ার করছি।

পাওয়ার আপ এর পূর্বেঃ

Before Power Up.png


পাওয়ার আপ এর সময়ঃ

Friday 260 SP.png


140 SP.png


পাওয়ার আপ এর পরঃ

After Power Up.png


Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Sort:  
 3 years ago 
আপনি দারুন উদ্যোগ নিয়েছেন ভাইয়া। আমি আপনার উদ্যোগকে সম্মান জানাই। আসলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি ভালো এমাউন্টের পাওয়ার আপ করেছেন। আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছেন। দোয়া করি আপনার লক্ষ্য যেন পূরণ হয়। আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। আমরা পাওয়ার আপ কে ভালবাসি
 3 years ago 

পাওয়ার আপ করা মানে নিজের ক্ষমতাকে শক্তিশালী করা। আপনার পাওয়ার আপ এর অনুপ্রেরণায় আমিও পাওয়ার আপ শুরু করে দিয়েছি। পাওয়ার আপ এর মাধ্যমে আপনি যেমন ক্ষমতাবান হচ্ছেন ঠিক তেমনি আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

একাউন্টঃ @engrsayful
পাওয়ার বৃদ্ধিঃ = 13.6477%

 3 years ago 

ভাইয় বিশাল অংকের স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়ে অনেকেই পাওয়ার বৃদ্ধি করতে অনেক উৎসাহিত হবে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79