বৃষ্টিস্নাত ছুটির দিনে সহকর্মীদের সাথে প্রকৃতি ভ্রমনের অভিজ্ঞতা [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20211020172144.jpg
গত কিছুদিন ধরে বাংলাদেশের লঘুচাপ চলছিল আর এ কারণে প্রায়ই বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। গতকাল ছিল শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন তাই হঠাৎ করেই কিছুটা হালকা বৃষ্টির মধ্যেই আমরা কয়েকজন সহকর্মী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সাগরের পাড়ে কিছুটা সময় কাটানোর। হঠাৎ করেই বিকেল তিনটার দিকে সবাই রওনা হয়ে গেলাম একেবারে তাৎক্ষণিকভাবে। আর আজকের এই পোস্টের মাধ্যমে আমি সেই ভ্রমণের কিছু ছবি এবং সে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করছি।

আমি যে স্থান ভ্রমণ করেছে সেটি হচ্ছে মিরসরাই উপজেলায় এবং চট্টগ্রাম জেলায় অবস্থিত। অনেকেই জানেন চট্টগ্রাম জেলার মিরসরাইতে সমুদ্রের পারে প্রায় 30 হাজার একর জায়গার ওপর দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে এবং সেখানে এখনো অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। আর সেই কার্যক্রম যেহেতু এখনো চলমান রয়েছে তাই সমুদ্রপাড়ের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষ ছুটে যান কারণ এই সমুদ্রতীরবর্তী জায়গাটি অনেক বেশি চমৎকার যেখানে কোন জনবসতি নেই। হয়তোবা আগামী বছরগুলোতে অনেক বেশি শিল্প-কারখানা এখানে গড়ে উঠবে তখন এই জায়গাটি এত বেশি উন্মুক্ত থাকবে না। প্রায় ছয় মাস আগে আমি যখন এই স্থানটিতে বেড়াতে গিয়েছিলাম তখন বেশ কিছু অংশ পানির নিচে ছিল কিন্তু বর্তমানে সেগুলো বালি দিয়ে ভর্তি করা হয়েছে। অর্থাৎ সহজেই বোঝা যাচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি এবং অন্যান্য রাস্তাঘাটসহ অবকাঠামোর কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যায় এই কাজগুলো সমাপ্ত হওয়ার পরে এখানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে।

আমরা যেহেতু একেবারে তাৎক্ষণিক পরিকল্পনা করেছিলাম ব্যাপারটি এরকম ছিল যে, আমাদের কলিগরা গাড়ি নিয়ে আমার বাসার নিচে এসে আমাকে ফোন দিয়ে বললেন কেবলমাত্র নিচে নামতে এবং আমি আসলে যেহেতু এ ধরনের সুযোগ মিস করি না তাই তিন মিনিটের মধ্যে রেডি হয়ে তাদের সাথে যোগদান করি।

সচরাচর আমরা ড্রাইভার এর মাধ্যমে ড্রাইভিং করেই যাই কিন্তু হঠাৎ করে একজন সহকর্মী ড্রাইভিং করার জন্য বললেন এবং সে মাঝে মাঝে ড্রাইভিং করতে পারে। আমাদের কর্মস্থল থেকে এটি প্রায় 20 কিলোমিটার এর মতো দূরত্বে অবস্থিত এবং পুরো পথ আমাদের সহকর্মী ড্রাইভিং করে নিয়ে গিয়েছিলেন যা একটি ছবিতে দেখানো হয়েছে। তারপরও ব্যাপারটি আমাদের জন্য অনেকটা ভয়েরও ছিল কারণ দক্ষ ড্রাইভার এবং অকেশনাল ড্রাইভার এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেহেতু শুক্রবার এবং রাস্তাঘাট অনেকটাই ফাকা ছিল তাই আমরা ব্যাপারটিকে খুব বেশি মনোযোগ দেইনি। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই আমরা এই স্থানটিতে পৌঁছেছিলাম এবং যেহেতু আসার সময় সন্ধা হয়ে গিয়েছিল তাই সে রিস্কটি আমরা নিতে চাইনি।

সর্বোপরি এটি আমাদের জন্য 1 আনন্দ ভ্রমণ ছিল কারণ আমরা যখন পৌঁছে ছিলাম তখন প্রায় 40 মিনিটের মত দিনের বাকি ছিল। আপনারা জানেন এই সময়টা খুবই মনমুগ্ধকর এবং উপভোগ্য কারণ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং অস্ত যাওয়ার পূর্ব মুহুর্তে আকাশকে একটা সুন্দর রং ফুটে ওঠে। আমরা সেই মুহূর্তগুলো উপভোগ করছিলাম এবং সমুদ্রের তীরের নান্দনিক সৌন্দর্যকে উপভোগ করছিলাম। যদিও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তারপরও আমরা গাড়ী থেকে কিছুক্ষণ পরপর নেমে সৌন্দর্য উপভোগ করি এবং কিছু ছবি তোলার চেষ্টা করি। সমুদ্রের পাড়ে হাটাহাটি করাটা সম্ভব ছিলনা কারণ বৃষ্টির জন্য আসলে বের হওয়ার পরিবেশ ছিল না।
তাছাড়া সমুদ্রপাড়ের অত্যাধিক বাতাসের কারণে ছাতা নিয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না কারন প্রায়শই ছাতা উল্টো যাচ্ছিল। তারপরও যখন বৃষ্টির গতিবেগ কিছুটা কমে আসলো তখন আমরা আশেপাশের এলাকা থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবং সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে আমরা আবার ফিরে আসি কারণ জায়গাটি যেহেতু একেবারে জনমানব শূন্য তাই লোকালয়ের কাছাকাছি সূর্যোদয়ের সময়টা তে চলে আসাই ভালো।

সর্বোপরি এটি একটি আনন্দঘন এবং অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার জন্য এবং আমার সব শহকর্মীদের জন্য। আজকে আমি আপনাদের মাঝে কছু ছবি এখানে শেয়ার করছি। কিছু ছবি বর্ণনা সহ আপনাদের মাঝে শেয়ার করলাম এবং ছবিগুলো তোলা হয়েছে আমার স্মার্ট ফোন Realme 6i এর ক্যামেরা দিয়ে। ছবির স্থান মিরসরাই চট্টগ্রাম এবং সময়কাল হচ্ছে ২১ অক্টোবর, ২০২১

IMG20211020172140.jpg

IMG20211020172135.jpg

উপরের দুটি ছবিতে দেখতে পাচ্ছেন সূর্যাস্তের অনেকটা কাছাকাছি অবস্থানে চলে গিয়েছে এবং এটি হচ্ছে আমাদের ভ্রমণের একেবারে শেষ দিক কার ছবি। তখনো টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তাই আমরা উন্মুক্ত পরিবেশে দাঁড়াতে পারছিলাম না এবং একটি ঘরের আশেপাশে আশ্রয় নিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম।

IMG20211020170226.jpg

IMG20211020170220.jpg
উপরের দুটি ছবিতে সমুদ্রতীরের বিপরীত পাশে কিছু অংশ ক্যামেরাবন্দি করেছিলাম যেখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে চলছে।

IMG20211020165659.jpg
ছাতা মাথায় নিজের একটি সেলফি তুলে নিলাম।

IMG20211020160752.jpg
আমাদের এক সহকর্মী যাত্রাপথে ড্রাইভিং করছেন।

IMG20211020160952.jpg
যাত্রাপথে সিএনজি পাম্প থেকে তোলা একটি আলোকচিত্র

IMG20211020163300.jpg
যাত্রাপথে গ্রামে ধান চাষের জমির অপরূপ সুন্দর মুহূর্ত।

IMG20211020163938.jpg
আমাদের গন্তব্য স্থানে একেবারে কাছাকাছি সময়ে গাড়ি থেকে তোলা এটি আলোকচিত্র।

IMG20211020165411.jpg

IMG20211020165559.jpg

IMG20211020165625.jpg

IMG20211020165653.jpg

উপরের চারটি ছবিতে দেখতে পাচ্ছেন আমি এবং আমার কিছু সকলে মিলে আমরা দর্শনীয় স্থান কে উপভোগ করছি এবং কিছু খুনসুটি করছি যেখানে টিপ টিপ বৃষ্টি অব্যাহত।


Sort:  
 2 years ago 

সূর্য ডুবে যাচ্ছে সাথে টিপ টিপ বৃষ্টি, সেইসাথে ঠান্ডা হওয়া সব মিলিয়ে পরিবেশটা কেমন হতে পারে তা আমি চোখ বন্ধ করেই টের পাচ্ছি। আশাকরি আপনার ওই সময়টাতে নিশ্চয় অনেক বেশি ভালো লাগছিল। এত সুন্দর একটা পরিবেশে আর সহকর্মীদের সাথে একসাথে ঘুরতে গেছেন ব্যাপারটা দেখে অনেক ভালো লাগলো। কারন সহকর্মীদের মাঝে এমন একটা বন্ডিং অনেক বেশি ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনি সব সময় আমাদের অনেক সুন্দর সুন্দর পোষ্ট উপহার দেন।

 2 years ago 

আমাদের বন্ডিং একেবারে পরিবারের মর আর বয়সের পার্থক্য ৩/৪ বছর। তাই খুব আড্ডা ও মজা হয়। আমি অনেক খুশি এই জবে

 2 years ago 

চট্টগ্রাম নাম মানেই যেন সমুদ্র। যাইহোক অনেকদিনের একঘেয়েমি কাটাতে বৃষ্টি বিঘ্নিত বিকেলটা বেশ ভালো উপভোগ করেছেন ভাই। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63585.64
ETH 3035.86
USDT 1.00
SBD 3.84