$PUSS পলোনিক্সে লিষ্টিং, পুশ কেনা এবং আমাদের প্রত্যাশা। ||$PUSS shaking crypto world.

in আমার বাংলা ব্লগ12 hours ago
$PUSS পলোনিক্সে লিষ্টিং, পুশ কেনা এবং আমাদের প্রত্যাশা

20240928_113204.jpg

পলোনিক্স সাইট থেকে নেয়া

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি সবাই ভালো আছেন, আর আজকে একটু বেশি ভালো থাকার কথা। কারনটা মোটামুটি সবার জানা, আমাদের কমিউনিটির একমাত্র কয়েন $PUSS আজ পলোনিক্স এক্সচেঞ্জে লিষ্ট হয়েছে। তারমানে আজ থেকে ঝামেলা ছাড়াই আমরা $PUSS কেনা এবং বিক্রি করতে পারবো। আসলে সকাল থেকেই ব্যাপারটা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম এবং অধির আগ্রহে অপেক্ষা করছিলাম।

Screenshot_2024-09-28-16-59-47-17_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

পলোনিক্স সাইট থেকে নেয়া

ঠিক পাঁচটায় লিষ্ট হবে তাই অধির আগ্রহে বসে ছিলাম। যাইহোক অবশেষে পাঁচটায় শুরু হলো ট্রেডিং। আমি প্রথমেই কেনার চেষ্টা করলাম না। কারন দামটা কেমন কি হয় বলা যায় না, আমি বেশ সময় নিয়ে ব্যাপারটা দেখছিলাম।

Screenshot_2024-09-28-17-04-40-22_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2024-09-28-17-00-03-43_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

পলোনিক্স সাইট থেকে নেয়া

আমার চোখ রীতিমতো চড়কগাছ 🤯 দামটা হুট করেই যেন আকাশে উঠে গেছে। আর একটা ব্যাপার খেয়াল করলাম বিক্রি করার চেয়ে কেনার লোক অনেক বেশি। মানে প্রচুর মানুষ অপেক্ষায় ছিল কখন কয়েনটা লিষ্ট হবে।

Screenshot_2024-09-28-17-37-12-26_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

Screenshot_2024-09-28-17-37-54-40_2059a8b20a7d0a97c2945a7548960b78.jpg

পলোনিক্স সাইট থেকে নেয়া

যাইহোক পুরো ব্যাপারটা বুঝতে বুঝতে দামটা অনেক উপরে উঠে গেছে, কি আর করা। আমি কিছু কয়েন কিনবো বলে সামান্য ডলার জমিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়েই পলোনিক্স আর পুশের সাথে নতুন যাত্রা শুরু করলাম 😍
আসলে ব্যাপারটা না যতটা আবেগের তার থেকে বেশি ভালো লাগার। যাইহোক অনেক দাম দিয়ে কিছু পুশ কিনতে পেরে বেশ ভালো লাগলো।

IMG_20240928_195829.jpg

পলোনিক্স সাইট থেকে নেয়া

তবে একটা ব্যাপার খেয়াল করলাম, যেকোন কয়েন লিষ্ট করার পর দামটা উঠে হঠাৎ পরে যায়। কিন্তু পুশ অনেক লম্বা সময় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। যাইহোক এই মুহূর্তে হয়তো কিছুটা দাম পরেছে কিন্তু আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আবার উপরে উঠে যাবে।

এখন আমাদের প্রত্যাশা হলো পুশ সবাই মিলে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা, মানে আপাতত সেল না করা। কারন দামটা পরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসুন সবাই পুশ হোল্ড করি এবং আগামীর পথচলা পুশের সাথে সুখকর করি।
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। ❤️



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 5 hours ago 

$PUSS পলোনিক্স এক্সচেঞ্জে লিষ্ট হয়েছে আমরা সকলেই ভীষণ খুশি। পুশ এভাবেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল আমিও সামান্য পরিমাণ পুশ কয়েন কিনলাম পলোনিক্স থেকে। আসলে আমাদের সবার মনে পুশ জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। আমরা সকলেই পুশ কয়েন হোল্ড করবো এত করে আমাদের জন্য ভালো হবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 hours ago 

আমিও লক্ষ্য করে দেখলাম পোলনিক্স এ লিস্টেড হওয়ার পর ব্যাপক হারে দাম বেড়েছে। তবে সত্তরের আশেপাশে ঘোরাঘুরি করছে। আমরা আশাবাদী এর দাম ব্যাপক হারে বাড়বে। তাই আমাদের এখনো সুযোগ কিনে রাখার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65834.12
ETH 2676.99
USDT 1.00
SBD 2.89