You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮১

in আমার বাংলা ব্লগ3 months ago

কিছু অনুভূতি থাকুক
আড়ালে-হৃদয়ের গভীরে
কিছু চিঠি থাকুক
অন্ধকারে, মেঘের গভীরে।

তুমি ছিলে- তুমি আছো
হৃদয়ের মাঝে মিশে,
অনুভূতির যত কথা
থাকুক না অপ্রকাশিত, অন্ধকারে।

কিছু আবেগ থাকুক
হৃদয়ের গুপ্ত মনিকোঠায়
কিছু খুনসুটি থাকুক
আড়ালে, তোমার হাসিতে।

তুমি ছিলে - তুমি আছো
নিঃশ্বাসের অক্সিজেনে,
কষ্টের যত তীব্রতা
ভস্মীভূত করুক সুখগুলো, অঙ্গারে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55