You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫
আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।
আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়।
আমি অনুভূতিগুলো রাখি গোপনে
মনের গভীরে শক্ত বাঁধনে
সখী তুমি শুধু আমারই হৃদয় গহীনে
তোমার ভালবাসায় সুবাসিত কাননে।
আমি দুরু দুরু বুকে এগিয়ে চলি
ভালোবাসার অমিও সুধা পান করি
সখী তোমার বাঁকা চোখের চাহনি
হৃদয়ে যাতনার বিদ্যুৎ ঝলকানি।
ভাই আপনি তো পাক্কা কবি বনে গেছেন, ছন্দগুলো সত্যি দারুণ লিখেছেন।
তোমার মুখের শ্রুতি মধুর বানীতে
হৃদয় হারাতে চায় অজানাতে,
সীমানার শেষ প্রান্তে দাড়িয়ে
আমি চাইবো তোমার কণ্ঠ শুনিতে।
অনেক ধন্যবাদ।
আপনি আমাদের অনুপ্রেরণা ভাই।
ভাইয়া আপনি কিন্তু দিনে দিনে কবি হয়ে যাচ্ছেন। কবিতার লাইন গুলো কিন্তু সত্যিই দারুণ হয়েছে। হয়তো সে আছে হৃদয় গহীনে। আর ভালোবাসায়। হয়তো তার সুবাসে আপনি মাতোয়ারা। আর তার বাঁকা চোখের চাহনিতে হৃদয় বিদ্যুৎ এর মত ঝলকায়।
ধন্যবাদ আপু, চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় লেগেছে এই কয়েক লাইন লিখতে।
দোয়া করবেন।