স্বরচিত কবিতা:) কষ্টের পাহাড়। Original Poetry by me.

in আমার বাংলা ব্লগ2 months ago
স্বরচিত কবিতা:) কষ্টের পাহাড়


ছবিটি আনস্প্লেস থেকে নিয়ে কেনভা দিয়ে তৈরি।

" পটভূমি এবং আলোকপাত "

পৃথিবীটা অনাচার আর পাপাচারে তার ষোল কলা পূর্ণ করতে চলেছে। চারিদিক থেকে যেন অন্যায় আর অবিচার ধেয়ে আসছে মানুষের দিকে। যেখানে ভালোবাসা নামক একটি পবিত্র জিনিস এখন মেকি নাটকীয়তা পরিণত হয়েছে। আর এই ভালোবাসা নামক দুর্বলতাকে পুঁজি করে চলছে নির্লিপ্ত কর্মকাণ্ড। সব মানুষ এটাকে প্রতিবাদ করতে পারে না অনেকে ভেতরে কষ্ট জমাট বেঁধে পাহাড়ে রূপ নেয়। আমি এটাকে কষ্টের পাহাড় হিসেবে আলোচনা করেছি। এই কষ্টের পাহাড় হয়তো ভালোবাসা নামক উষ্ণতায় গলে শীতল পানিতে পরিণত হতে পারতো। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। চরম স্বার্থপরতা এবং সীমাহীন লোভ লালসা মানুষকে ঠিক ভালবাসার উল্টো পথে নিয়ে যাচ্ছে। আজকাল আর সত্যিকারের ভালোবাসাটা খুব বেশি প্রখর নয়, দিন দিন হয়তো ভালোবাসার উষ্ণতা হারিয়ে যাবে। একটা সময় পুরো পৃথিবী দুঃস্বপ্নের মত অমানবিকতা এবং নির্লজ্জ বানিজ্যে হারিয়ে যাবে। যাইহোক কিছু মানুষ হয়তো কষ্ট সহ্য করতে করতে হৃদয়ে জমিয়ে যাবে সীমাহীন কষ্টের পাহাড়।

কষ্টের পাহাড়

পৃথিবীটা হয়তো একটা সময় আঁধারে
ছেঁয়ে যাবে, ঘন কালো আঁধারে।
কঠিনতার বিষবাষ্প ছড়িয়েছে বাতাসে
যা ধীরে ধীরে শুষে নেবে মানবিকতা।

চারিদিকে বেড়ে উঠেছে কষ্টের পাহাড়
না চোখে দেখা যায় না, এই পাহাড়।
অনুভব, শুধুই অনুভব করা যায়
বুকের ধুকপুকানির প্রতিটি ক্ষীন শব্দে।

বাইরের হাসিখুশি মুখখানি দেখে
সত্যিই বোঝার উপায় নেই,
কষ্টের পাহাড়টা ঠিক কতখানি বড়
তবে বোঝা যায় তার লম্বা টানের দীর্ঘশ্বাসে।

মুখোশের আড়ালে ভালোবাসার
বেচাকেনা হয়, নিরবে কৌশলে।
চাকচিক্যের ফাঁদে গড়ায় গভীর এক
মায়াজালে জড়িয়ে চরম মেকি নাটকীয়তায়।

নিয়ন আলোর মাঝে হারিয়েছে
রাতের জোনাকির মোহনীয় আলো।
ভেসেছো কারো রজনীর সঙ্গী হয়ে
ভাবোনি কালিমায় লেগেছে অসতীর কালি।

ধ্বংসের কাছাকাছি হয়তো পৃথিবী
পাপাচার ছুঁয়েছে মাত্রার আধিক্যে
কষ্টের পাহাড় নিয়ে বেঁচে থাকা
মানুষেরা কি রইবে হয়ে কিম্ভূতকিমাকার?



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

নিজের মত গুছিয়ে লিখার চেষ্টা করেছি। সব থেকে বড় বিষয় কবিতার আবেগ অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।




Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া এখন আর সত্যিকারের ভালোবাসা দেখা যায় না ভালোবাসা নিয়ে এখন সত্যিই নাটকীয়তা চলে। আপনার লেখাগুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো আর কবিতাটি তো চমৎকার লিখেছেন। দিন দিন আপনাদের দক্ষতা দেখে সত্যি মুগ্ধ হয়ে যায় ভাইয়া। এত চমৎকার একটি কবিতা আজকে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। এভাবেই সামনে এগিয়ে যান এই কামনা রইল।

 2 months ago 

আসলে আপনাদের মন্তব্যগুলো পড়লে ভীষণ ভালো লাগে এবং কাজ করার অনুপ্রেরণা পাই।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
দোয়া রইল।

 2 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটি মাঝে মানুষের জীবনে লুকায়িত কষ্টের কথাগুলো দারুন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এখন আর সত্যিকারের ভালোবাসা দেখা যায় না।মানুষ এখন স্বার্থের পিছনে ছোটে।এতে করে কষ্ট টা পাহাড় সমাম হয় বৈকি।আপনি দারুন একটা বিষয়ের উপর ভিত্তি করে কবিতা লিখেছেন। কবিতাটি অনেক সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা টি শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। ঠিক বলেছেন ভাই আপনি আসলে এই কষ্টের পাহাড় চোখে দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ছন্দবহুল একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

চারিদিকে বেড়ে উঠেছে কষ্টের পাহাড়
না চোখে দেখা যায় না, এই পাহাড়।
অনুভব, শুধুই অনুভব করা যায়
বুকের ধুকপুকানির প্রতিটি ক্ষীন শব্দে।

আপনার কবিতা মানেই হচ্ছে নতুন কিছু আয়োজন। এধরনের বাস্তবমুখী কবিতা পরতে আমি অনেক পছন্দ করি। উপরের লাইন গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। বর্তমান সময়ে ভালোবাসা গুলো বড় অদ্ভুত। সব মিলিয়ে আপনার লেখা পড়ে ভীষণ ভালো লাগলো। নতুন কবিতার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 months ago 

দিন দিন সত্যি কারের ভালবাসা গুলো হারিয়ে যাচ্ছে। আপনার লেখা কষ্টের পাহাড় কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আসলেই ভালোবাসা একটি পবিত্র জিনিস, কিন্তু ভালোবাসার ভিতরে নাটকীয় বেশি।যাই হোক আপনার ভালোবাসার এই অনুভূতি নিয়ে কষ্টের পাহাড় কবিতাটি পড়ে ভালো লাগলো। আমাদের মনের ভিতর অনেক কষ্ট জমা হয়ে থাকে। এ কষ্টগুলো আমরা প্রকাশ করতে পারি না। তবে তিলে তিলে যেন এ কষ্টগুলো আমাদের শেষ করে দেয়। যাই হোক আজকে আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাই।
আমার কবিতাটি পড়ে যথাযত মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।
ভালোবাসাকে ঘিরে কষ্টের অনুভূতি নিয়ে কবিতা লিখার চেষ্টা করেছি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলা সব সময় অসাধারণ লাগে। আজকে আপনি স্বরচিত কবিতা কষ্টের পাহাড় পড়ে মন জুড়িয়ে গেল। সুন্দর করে ছন্দ মিলিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন। আপনার কবিতা পড়ে আমি সব সময় অনুপ্রাণিত হই।

 2 months ago 

ধন্যবাদ নাজমুল।
আমি গুছিয়ে নিজের মতো কবিতাটি লিখার চেষ্টা করেছি।
তোমার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68516.58
ETH 3713.75
USDT 1.00
SBD 3.74