চলুন মামুনের হলুদের স্টেজ বানাই। || Younger brother marriage celebration.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
চলুন মামুনের হলুদের স্টেজ বানাই

IMG20230505190431~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে সুসম্পন্ন হয়েছে তাই পোস্ট করতে বড্ড দেরি করে ফেললাম। এইতো মাত্র কিছুক্ষণ আগে ছোট ভাইয়ের বউ নিয়ে আমাদের বাসায় ফিরলাম। তবে আজকে আর এই বিষয়টি নিয়ে পোস্ট করছি না, আজকের পোষ্টের বিষয়বস্তু হচ্ছে গতকালকে মামুনের হলুদ সন্ধ্যা নিয়ে।
আমরা গতকাল আমাদের কিছু আত্মীয়-স্বজন নিয়ে মামুনের হলুদ সন্ধ্যার আয়োজন করেছিলাম।
আমার অনেকদিনের ইচ্ছে ছিল ছোট ভাইয়ের বিয়েতে সমস্ত আয়োজন আমি নিজের হাতেই সম্পন্ন করব, আর তাইতো হলুদের স্টেজটি আমি নিজের হাতে তৈরি করলাম। তো চলুন দেখে আসি কিভাবে গায়ে হলুদের স্টেজটি তৈরি করলাম।

IMG20230505153733.jpg

IMG20230505153614.jpg

IMG20230505153824.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

প্রথমেই ফুলের দোকান থেকে আমার প্রয়োজনীয় ফুলগুলো কিনে নিলাম। এরপর চিকন পাতলা বিভিন্ন কালারের নেট কিনে নিলাম। এবার প্রয়োজনীয় উপকরণ হিসেবে সুতা টেপ এবং কাঁচি নিয়ে নিলাম।

IMG20230505153424.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এটা হচ্ছে গায়ে হলুদের স্টেজটি করার জায়গা। আমার পরিকল্পনা হচ্ছে একটি সোফা আর জানালা কেন্দ্র করে পুরো কাজটি করবো। প্রথমেই একটি সোফা রেখে বাকিগুলো সরিয়ে নিলাম। এবার মূল কাজ শুরু করলাম।

IMG20230505160132.jpgIMG20230505161829.jpg

IMG20230505163643.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার নেটগুলো দিয়ে জানালায় বেশ কিছু কাজ করলাম। আমার প্লেন হলো নেটগুলো জানালায় একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। প্লেন মোতাবেক কাজ এগিয়ে চলছে। এরপর জানালার মাঝ থেকে সোফার পাশ বরাবর নেট ঝুলিয়ে দিলাম দুপাশে। এরপর আবারো সোফার পেছন দিক থেকে নেট ছড়িয়ে দিলাম।

IMG20230505163759.jpg

IMG20230505173653.jpgIMG20230505175542.jpg

IMG20230505181528.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার ফুলগুলো জায়গা মতো বসানোর পালা। প্রথমেই মাঝ বরাবর একটি ফুল বসিয়ে দিলাম। এরপর মামুনের হলুদ সন্ধ্যা লিখা ব্যানারটা বসিয়ে দিলাম। এবার অবশিষ্ট দুটো বড় ফুল দুপাশে ঝুলিয়ে দিলাম।

IMG20230505183605.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার কিছুটা লাইটিং করে দিলাম। এখন কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে পুরো স্টেজটি। 😊

IMG20230505190516~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছোট ভাই নিজের হলুদের স্টেজটি পর্যবেক্ষণ করছে। 😍 সে তো অবাক রিতিমত।

IMG20230505190554~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার মামুনকে আমার তৈরি করা স্টেজে বসিয়ে দিলাম। ভীষণ খুশি হয়েছে ছোট ভাই। এটাই আমার সবথেকে বড় পাওয়া। এরপর আমরা হলুদের অনুষ্ঠান করেছি সেটা নিয়ে ইনশাআল্লাহ পোস্ট করবো খুব তাড়াতাড়ি। আর আগেই বলেছি নতুন বউ নিয়ে বাসায় পৌঁছেছি, সবাই দোয়া করবেন। প্রতিটি ধাপের আনুষ্ঠানিকতা নিয়ে পোস্ট করবো ইনশাআল্লাহ।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনি তো ভালই মজা করছেন মনে হচ্ছে । ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। ভাই বোনের বিয়েতে আসলে অনেক মজা হয়। আর নিজের হাতে হলুদের স্টেজ সাজিয়েছেন তাহলে তো আপনার আরো আনন্দ লাগার কথা। খুবই সুন্দর লাগলো আমার কাছে স্টেজটি । আর যার জন্য সাজিয়েছেন সে পছন্দ করেছে এবং খুশি হয়েছে আসলে এটিই সবচেয়ে বড় সার্থকতা।

 2 years ago 

জি আপু সত্যিই সবাই বেশ আনন্দ করছি।
আর হলুদের স্টেজটি তৈরি করতে পেরেছি তাই আরো ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক দারুন আইডিয়া ভাই, আপনি অনেক ইউনিক ভাবে ছোট ভাইয়ের গায়ে হলুদের স্টেজ টি সাজিয়েছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুরো স্টেজটি লাইটিংয়ের ব্যবস্থার পর আরো অনেক দারুন লাগছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
আমার তৈরি করা স্টেজটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর করে আপনার ছোট ভাইয়ের হলুদের স্টেজ সাজিয়েছেন। ঘরোয়া ভাবে তৈরি স্টেজ গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কালারফুল নেট দিলে বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমরাও আমার মামাতো বোনের বিয়েতে এইভাবে নেট দিয়ে ঘরোয়া ভাবে একটি স্টেজ সাজিয়েছিলাম অনেকটাই সেরকম দেখাচ্ছে। আশা করি আস্তে আস্তে আমরা বিয়ে বউ ভাত অন্যান্য পর্বগুলো দেখতে পাবো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
এধরনের কাজগুলো নিজের হাতে করতে পারলে দারুন লাগে।

 2 years ago 

ছোট ভাইয়ের বিয়ের আয়োজন নিজ হাতে করছেন ৷ দারুন ছিল অনেক ভালো কিছু ক
পারেন আপনি ৷ গায়ে হলুদের স্টেজ বানানো অস্তির লাগছিল ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি মূহুর্ত শেয়ার করলেন ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আমার কাজটি পছন্দ করার জন্য। সত্যিই বেশ সুন্দর হয়েছে স্টেজটি।

 2 years ago 

নতুন বউ নিয়ে এসেছেন জেনে খুশি হলাম।আপনার ছোট ভাইয়ের বিয়েতে আপনি নিজেই চমৎকার ভাবে একটি হলুদের স্টেজ তৈরি করেছেন। দেখতে অসাধারন লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনার ছোট ভাই ভীষণ খুশি হয়েছে। ভালো লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ লিমন। দোয়া করবে ওদের জন্য।

 2 years ago 

স্টেজটি আসলেই খুব সুন্দর হয়েছে। আপনার নিজের হাতে ভাইয়ের জন্য এরকম গায়ে হলুদের স্টেজ সাজানো এই আইডিটা আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। দোয়া রইল।

 2 years ago 

আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি তো পুরো অবাক। শুরু সুন্দর বললে ভুল হবে, এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে ডেকোরেশন টা। আর এত সুন্দর আয়োজন দেখে যে কেউ তাক লেগে যাবে এটাই স্বাভাবিক। এবার বিয়ের পর্ব দেখার পালা। 😊

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। 🤗
আজ গায়ে হলুদের অনুষ্ঠান কভার করার চেষ্টা করেছি, আগামীকাল বিয়ের অনুষ্ঠান কভার করার চেষ্টা করবো ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04