⚧️ হিজরাদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ❓|| অনেকেই আমার পোস্টটি এড়িয়ে যাবেন 🧬(Writing about Transgender ⚧️)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
⚧️হিজরাদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ❓

bisexual-683960_640.jpg

সংগ্রহশালা ⚧️

সকলের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এতোক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি জানি আমার আজকের পোস্টটি অনেকেই এড়িয়ে যাবেন। কারন এধরনের পোস্ট অনেকেই পড়তে চায়না।কারন হিসেবে যা বুঝতে পারি একটু সময় দিয়ে পড়তে হয়। আর কমমেন্ট করতে চাননা। আসলে সবার এধরনের পোস্ট পড়া উচিত। এতে মনের জানালা খুলে যেতে পারে। যাক অনেকক্ষণ বকবক করলাম এবার মূল টপিক এ আসি।

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

⚧️ হিজরাদের কি আপনার মানুষ বলে মনে হয় ❓ ⚧️

gender-4640644_640.png

সংগ্রহশালা ⚧️

আমাদের সমাজে যদি কোন হিজড়া সন্তান জন্ম নেয় অধিকাংশ পরিবার তাকে কোন হিজড়া সম্প্রদায়ে দিয়ে দেয়। নিজের পরিবারে আর রাখতে চায়না কারন সমাজ তাকে কটাক্ষ করবে এই ভয়ে।তখন সেই হিজড়া সন্তান বড় হয় হিজরা পল্লিতে। বড় হয়ে সে হয় ভিক্ষাবৃত্তি করে না হয় যৌনকর্মী হয়ে ওঠে। সে তার পিতা মাতাকে আর চেনেনা এবং পিতা-মাতার তো তাকে চেনার আর প্রয়োজনই নেই। সমাজ তখন ঐ হিজড়াকে ঘৃণা করতে থাকে এবং হাসি মজাকের পাত্র বানিয়ে ফেলে।

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

⚧️ হিজড়াদের ভিন্ন গল্প ⚧️

communication-6188939_640.jpg

সংগ্রহশালা ⚧️

আপনি জানেন কি? গত কিছু দিন আগে ঝিনাইদহের কালীগঞ্জে একজন তৃতীয় লিঙ্গের মানুষ উপজেলা চেয়ারম্যান পদ পেয়েছেন। এটা একমাত্র কর্মগুনে এবং সরকারের দৃষ্টিভঙ্গির কারণে সম্ভব হয়েছে। অপর দিকে কিছু ব্যার্থতার গল্প রয়েছে। উচ্চমাধ্যমিক পাশ করার পর একজন হিজড়াকে আর কোন কলেজে ভর্তি নেয়নি। অবশেষে সে ছেলে সেজে একটি পোষাক কারখানায় চাকরি নেয় পুরুষ পরিচয়ে। কিন্তু দূরভাগ্য সে সেখানেও পরিচয় বেশিদিন চাকরি করতে পারেনি। তার কথা বার্তায় যখন সবাই বুঝে যায় তখন তাকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করতে থাকে। এক সময় সে চাকরি ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে সে চাঁদাবাজি এবং ভিক্ষাবৃত্তি শুরু করে।

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

⚧️ তৃতীয় লিঙ্গের স্বীকৃতি লাভ ⚧️

man-6882812_640.png

সংগ্রহশালা ⚧️

সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে হিজড়াদের। আপনারা জেনে খুশি হবেন তাদের জন্য সরকারিভাবে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। আরো একটা ব্যাপার হচ্ছে ষাটোর্ধ্ব হিজড়াদের বিশেষ ভাতা দেয়া হচ্ছে। কিছুদিন আগে খবরে দেখলাম এক হুজুর মাদ্রাসা খুলে বিনামূল্যে আরবি শিক্ষা দিচ্ছেন। এছাড়াও আরো কিছু দারুন খবর হচ্ছে, এক শিক্ষক একজন তৃতীয় লিঙ্গের মানুষকে লেখাপড়া শিখিয়েছেন, গাড়ি চালানো শিখিয়েছেন এবং অবশেষে চাকরি দিয়েছেন ☺️ সবথেকে বড় বিষয় ঐ ভদ্রলোক বলেছেন যে এই তৃতীয় লিঙ্গের মানুষটি তার পরিবারের একজনের মতো।

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

⚧️ নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন 🙏

transvestite-146836_640.png

সংগ্রহশালা ⚧️

দেখুন আমি জানি আমাদের অনেকেই আছেন যারা এদের চাঁদাবাজির শিকার। কিন্তু একটা বার চিন্তা করেছেন এরা চাঁদাবাজি কেন করে? উত্তরটা হলো খাবারের অভাবে। যাক সমাজে পরিবর্তন হচ্ছে এখন অনেক মানুষ আছেন যারা সত্যিই মনে করেন এরা মানুষ। যাক সবার প্রতি আহ্বান এদের মানুষ হিসেবে মনে করবেন অন্তত আর যদি সম্ভব হয় একটু সহযোগিতা করবেন। দেখবেন এরাও ঠিক আপনার আমার মতো বেড়ে উঠবে ❣️

GIF-220219_232350.gif

ডিসকর্ড থেকে সংগৃহীত

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ধর্মী একটি টপিক নিয়ে আলোচনা করেছেন । আসলে ভাইয়া এখন হিজড়ারা শিক্ষিত হচ্ছে পাশাপাশি নিজের কর্মসংস্থান সৃষ্টি করছে । কিছুদিন আগে আমি দেখেছিলাম তৃতীয় লিঙ্গের একজন নিউজ বলছে । যেটা আমার কাছে শুনে অবশ্য খুবই ভালো লেগেছে । কিন্তু আমাদের উচিত হিজড়াদের সাথে সহযোগীতা মূলক আচরণ করা । তবে এই সমাজের পরিবর্তন সম্ভব ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

প্রথম এবং শেষ ফটোর সোর্স লিংক ঠিক করুন।

 2 years ago 

ধন্যবাদ ভাই ঠিক করে দিচ্ছি

 2 years ago 

আরো একটা ব্যাপার হচ্ছে ষাটোর্ধ্ব হিজড়াদের বিশেষ ভাতা দেয়া হচ্ছে। কিছুদিন আগে খবরে দেখলাম এক হুজুর মাদ্রাসা খুলে বিনামূল্যে আরবি শিক্ষা দিচ্ছেন। এছাড়াও আরো কিছু দারুন খবর হচ্ছে, এক শিক্ষক একজন তৃতীয় লিঙ্গের মানুষকে লেখাপড়া শিখিয়েছেন, গাড়ি চালানো শিখিয়েছেন এবং অবশেষে চাকরি দিয়েছেন ☺️ সবথেকে বড় বিষয় ঐ ভদ্রলোক বলেছেন যে এই তৃতীয় লিঙ্গের মানুষটি তার পরিবারের একজনের মতো।

স্যার আপনি আজকে চমৎকার ভাবে হিজরাদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ তা সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন পড়ে অনেক ভালো লাগলো। এবং নতুন কিছু তথ্য জানতে পেলাম। ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

অনেক ধন্যবাদ লিমন চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

একটি ব্যতিক্রমধর্মী পোস্ট করেছেন। আসলে হিজড়াদের নিয়ে তেমন একটা বেশি বলার নেই। আসলে এদের নিয়ত উদ্দেশ্য অনেক সময় ঠিক থাকে না। এরা মানুষকে হয়রানি করে। তবে হ্যাঁ সবাই না কিছু কিছু এদের মধ্যে থাকে ভদ্র। সরকার যথাযথ এখনো এদের বিষয়ে কোনো প্রকার দায়িত্ব বা কোন প্রকার শক্ত আইন নিয়োগ করে নি। যার কারণে এদের বিশৃংখলা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি আমার পার্সোনাল মতামত থেকে বললাম একেক জনের মতামত একেক রকম হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সবসময়।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আপনি জানেন কি? গত কিছু দিন আগে ঝিনাইদহের কালীগঞ্জে একজন তৃতীয় লিঙ্গের মানুষ উপজেলা চেয়ারম্যান পদ পেয়েছেন।

এই বিষয়টা আগে জানতাম না। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। তবে কিছুদিন আগে একটা ভিড়িও ভাইরাল হইছিলো সেখানে দেখা যাচ্ছে বৈশাখী টিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে একজন হিজরা সুযোগ পেয়েছে। এখনো সে চাকরি করে যাচ্ছে। ইইউটিউব এ সার্চ দিলেই দেখতে পারবন।
যাইহোক, আমি মনে করি আমরাও মানুষ তারাও মানুষ তাই হিজরা না আমাদের মানুষ হিসেবে তাদের মূল্যায়ন করা উচিত। তাহলে তাদের ব্যবহারও খারাপ থেকে ভালো হয়ে যাবে।
 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

স্যার আপনি খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন আজকে।আসোলেই এখন বেশির ভাগ হিজরা শিক্ষা নিয়ে নিজের কর্মসংস্থান তৈরি করে ফেলতেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এতো সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। ❤️❤️❤️💞💞💞

 2 years ago 

ধন্যবাদ তোমাকে খুব চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️

বন্ধু তোমার চিন্তাধারা অন্য সবার থেকে আলাদা। তুমি যেসব করে দেখাও সেটা অনেকের কল্পনাতেই আসেনা। এই পোস্টটি তার বাস্তব প্রমান। তৃতীয় লিঙ্গের মানুষগুলো বর্তমানে অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন করতে পারি তাহলে এরা আরো অনেক দূর এগিয়ে যাবে। শুভকামনা রইল বন্ধু তোমার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 💌

 2 years ago 

শুরুতেই একটি ব্যতিক্রমধর্মী পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যেহেতু নিজের ইচ্ছায় কেউ হিজড়া হয়ে জন্মগ্রহণ করে না তাই প্রত্যেকেরই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।একজন হিজরা চেয়ারম্যান হয়েছে বা একজন ইমাম সাহেব হিজড়াদের আরবি শিক্ষা দিচ্ছে এটা নিশ্চয়ই একটা ভালো দিক তবে সরকারের এ বিষয়ে আরো বেশি যত্নবান হওয়া উচিত। যাতে মানুষগুলোকে ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মত পেশায় নামতে না হয়। আমি মনে করি সব চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কমিউনিটিতে একটি পরিবেশ তৈরি করা যাতে সবাই এ ধরনের পোস্টগুলো পড়ার ব্যাপারে আগ্রহী হয়। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আসলে আমিও চাই এধরনের পোস্ট সবাই পড়ুক, এতে হয়ত মনের চোখ খুলে যেতে পারে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.027
BTC 55213.27
ETH 2919.78
USDT 1.00
SBD 1.95