তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে ☠️ || World War III is raging ☠️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

☠️ তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে ☠️


World War III is raging.gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি করা

আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে। সেখানে প্রতিমুহূর্তে অসংখ্য গোলাবারুদ এবং মিসাইল ইউক্রেন বাসীর বুক ঝাঁঝরা করে চলেছে। ইউক্রেনে প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ মানুষ রয়েছে যাদের প্রান এখন সংকটাপন্ন। এছাড়াও পুরো পৃথিবীর মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে যেখানে সবাই প্রার্থনা করছেন এই যুদ্ধটা শুধুমাত্র স্থানীয়ভাবেই আলোচনার মাধ্যমে শেষ হয়।

ekg-2753763_640.webp

☠️ ইউক্রেন যুদ্ধের কারণ ☠️

logo-2297855_640.webp

সংগ্রহশালা

মূলত ইউক্রেন যুদ্ধের দুটি কারন রয়েছে। প্রথমত ২০১৪ সালে রাশিয়ার পুতিন সমর্থিত কিছু লোক ইউক্রেনে প্রবেশ করে বল পূর্বক পূর্বাঞ্চল দখল নেয়। এর পরবর্তী সময়ে ওই অংশে উগ্রপন্থীরা বসবাস শুরু করে এবং অধিকাংশ সময়ে ইউক্রেন সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী সময়ে উগ্রপন্থীরা ইউক্রেনের আরো কিছু অঞ্চলকে নিজেদের এলাকা বলে দাবি করতে থাকে। কিছু শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয় কিন্তু তা কখনোই কার্যকর হয়নি। আসলে পুতিনের মূল উদ্দেশ্যই হচ্ছে পুরো ইউক্রেন কে তার আওতায় নিয়ে আসা।
দ্বিতীয় কারণ হচ্ছে ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্টের মূলকথা হলো ইউক্রেন কখনোই প্রকৃত রাষ্ট্র নয়, সে ইউক্রেনকে রাশিয়ার একটি অংশ মনে করে। এর কারণ হিসেবে সে বলেছে ইউক্রেনের সামাজিক অবস্থা এবং ঐতিহ্য অনেকটাই রাশিয়ার সাথে মিলে যায়। তাছাড়াও ইউক্রেনের কিছু অংশের মানুষ রাশিয়ান ভাষায় কথা বলেন। তাই পুতিন কোনদিনই চাননা ইউক্রেন ন্যাটোতে অংশীদারিত্ব পাক এবং প্রকৃত রাষ্ট্র হিসেবে সম্মান পাক। সবথেকে আসল কথা হচ্ছে রাশিয়া চায় ইউক্রেন তাদের একটি অঙ্গরাজ্য হোক এবং ইউক্রেনে বেশকিছু তেজস্ক্রিয় সমৃদ্ধ এলাকা রয়েছে যেগুলো তাদের আওতায় চলে আসুক।

ekg-2753763_640.webp

☠️ইউক্রেনের বর্তমান অবস্থা ☠️

dark-1720324_640.jpg

সংগ্রহশালা

এখন বর্তমান ইউক্রেনের অবস্থা হচ্ছে রাশিয়ান সেনাবাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলেছে এবং সমুদ্রপথের আক্রমণ শুরু করেছে। এক কথায় বলা যায় চতুর্দিক থেকে ইউক্রেন আক্রান্ত গ্রস্থ। সেখানে প্রতিনিয়ত মিসাইল আর গুলিবর্ষণ চলছে। আকাশ থেকে মুহুমুহু বোমা হামলা হচ্ছে, একের পর এক সুউচ্চ বিল্ডিং নিমজ্জিত হচ্ছে মাটিতে। মানুষজন প্রাণ সংশয়ে দিকবিদিক ছুটে ছুটে যাচ্ছেন। আশেপাশের সব দেশ সীমান্ত খুলে দিয়েছেন যাতে করে ইউক্রেনের মানুষ প্রান নিয়ে বাঁচতে পারেন। এরপরেও প্রতিদিনই শত শত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদিকে ইউক্রেনের রেসিডেন্ট যতক্ষণ সামর্থ্য আছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশার কথা হচ্ছে শক্তিধর রাষ্ট্র গুলো অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্স সব দেশ ইউক্রেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। আজ সংবাদে আরো একটি খবর আমার হৃদয় ছুঁয়ে গেছে তা হল যে সমস্ত ইউক্রেনের নাগরিক দেশের বাইরে ছিলেন তাদের মধ্যে অনেকেই দেশে ফিরে আসছেন যুদ্ধ করার উদ্দেশ্যে। তাদের কথা হচ্ছে রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করে যাবেন।

ekg-2753763_640.webp

🙏 আমরা শান্তি প্রত্যাশা করি 🙏

peace-529380_640.jpg

সংগ্রহশালা

আমরা যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা করি। এই দুঃসময়ে পুরো পৃথিবীর মানুষ তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা গ্রস্থ এবং যা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই আমরা মনে প্রাণে এই প্রার্থনা করছি এই যুদ্ধ যাতে স্থানীয়ভাবে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে এবং কোটি কোটি মানুষের জীবন বেঁচে যায়। আসুন আমরা সবাই মিলে এই প্রার্থনা করি। 🙏

GIF-220228_003734.gif

ডিসকর্ড থেকে সংগৃহীত

💚 বিদায় নিলাম 💚

Sort:  
 2 years ago 

ইউক্রেনে যুদ্ধ নিয়ে লেখা আপনার পুরো পোস্টি আমি ভালো করে পড়ে অনেক তথ্য জানলাম, আমি খুব সুন্দর করে বিষয় গুলোকে তুলে ধরেছেন।দোয়া করি তারাতারি যেন ইউক্রেনে যুদ্ধ শান্ত হয়, ইউক্রেনের মানুষ যাতে করে তাদের জীবশান্তি ফিরে পায়। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀 আমরা সবাই চাই এই যুদ্ধটা যাতে খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি মন্তব্যের জন্য। ❣️
সত্যিই উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 
খুবই খারাপ লাগে যুদ্ধের কথা শুনলে। আমি মনে করি যুদ্ধবাদেও অনেক ভাবে সমাধানে আসা যায়। শান্তিময় পরিবেশ নষ্ট করতে যুদ্ধ হয়। যুদ্ধ কখনোই শান্তি দিতে পারে না। দোয়া করি যাতে যুদ্ধ থেমে যায়। সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বিশেষ কর প্রবাসী বাংলাদেশীদের জন্য শুভকামনা রইলো।
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই খুব চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀 খুব ভালো থাকুন দোয়া রইল।

 2 years ago 

যুদ্ধ কখনোই মানুষের জন্য শান্তি বয়ে আনতে পারে না। কতিপয় লোভী রাষ্ট্রনায়কের জন্য আজ পৃথিবীজুড়ে এত যুদ্ধ। আমার মনে হয় ইউক্রেন কে নিজের দখলে রাখার জন্যই রাশিয়ার এই যুদ্ধ। এত বড় আর শক্তিধর একটি দেশের বিরুদ্ধে ইউক্রেনের মত ক্ষুদ্র একটি দেশের যুদ্ধ করার কোন সামর্থ্য নেই বললেই চলে। শুধু ভরসা কেবল আন্তর্জাতিক চাপ আর ভীতি প্রদর্শন। তবে এতেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। যাই হোক আমাদের সকলের প্রত্যাশা শান্তিপূর্ণ উপায়ে যেন এই সমস্যার সমাধান হয়।

 2 years ago 

আসলে খারাপ মানুষের ক্ষমতা পৃথিবীতে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকবে না ইনশাল্লাহ ।ওপরওয়ালা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

যুদ্ধ মানবতার শত্রু । সবার ভিতর পজেটিভ চিন্তার উদয় হোক এই কামনাই করি ।

 2 years ago 

সত্যিই উপরওয়ালার কাছে এই প্রার্থনা করছি এই যুদ্ধের যেন খুব তাড়াতাড়ি একটি শান্তিপূর্ণ মীমাংসা হয় । অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা করি। এই দুঃসময়ে পুরো পৃথিবীর মানুষ তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা গ্রস্থ এবং যা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই আমরা মনে প্রাণে এই প্রার্থনা করছি এই যুদ্ধ যাতে স্থানীয়ভাবে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে এবং কোটি কোটি মানুষের জীবন বেঁচে যায়। আসুন আমরা সবাই মিলে এই প্রার্থনা করি। 🙏

ঠিক বলেছেন স্যার আমরা যুদ্ধ চাইনা শান্তি চাই। আমরা সবাই মিলে এই প্রার্থনা করি যাতে যুদ্ধ না হয়। অনেক সুন্দর করে সাজিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে উপস্থাপনা করেছেন। যদিও আমি এত কিছু জানতাম না। আপনার পোস্টটি ভিজিট করে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ লিমন খুব চমৎকার একটি মন্তব্যের জন্য ❣️ পাশেই থাকো।

 2 years ago 

আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই যুদ্ধের হাত থেকে। আমরাও শান্তি প্রত্যাশা করি।আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74