আপনার জীবনে সুখের দাম কতটুকু?|| What is the price of happiness in your life?
সুখ, সুখ আর সুখের পেছনে অবিরাম ছুটে চলা।
আসলে আমরা সুখের সঠিক মানে জানি না, তাইতো অবিরত এই মোহের পেছনে ছুটতে থাকি। দিনরাত মানুষের মাঝে সীমাহীন আক্ষেপ আর হতাশা বিরাজ করে এবং এই হতাশার শেষ হয়তো মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এখন আসুন একটু সুখের সংঙ্গা নিয়ে আলোচনা করি। সুখের ব্যাপারটা আসলে ব্যাক্তি বিশেষের জন্য আলাদা হতে পারে। ধরুন একজন অনাহারে থাকা মানুষের কাছে এক থালা ভাত মানে স্বর্গ সুখ, একজন গৃহ হীন মানুষের কাছে মাথার উপর একটা ছাদ মানেই শান্তির নীড়। জমির মালিকের কাছে দশ তলা একটা দালান করতে পারা সুখের ব্যাপার, আবার কারও কাছে কারি কারি টাকা ব্যাংকে রাখা ভীষণ সুখের ব্যাপার।
আবার কিছু অকৃত্রিম সুখের ব্যাপার রয়েছে যেমন ধরুন সন্তান লাভ করলে ভীষণ সুখ অনুভব হয়, আবার কেউ দীর্ঘদিন অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠলে স্বস্তি বোধ করে। কেউ সুন্দরী বউ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে, আবার কেউ কেউ একা থেকে নিজেকে সুখী অনুভব করে।
যার আছে তার আরো চাই, যে অবস্থানে রয়েছে তার থেকে আরো একটু ভালো থাকতে চাই, সমাজের মানুষের কাছে আরো একটু বেশি সম্মান পেতে চাই, ব্লা ব্লা ব্লা।
আসলে সুখ হচ্ছে একটা অত্যন্ত আপেক্ষিক একটি ব্যাপার যেখানে নিজের অবস্থান থেকে আর একটু ভালো থাকার ইচ্ছে শক্তিকে বোঝায়। এটা হতে পারে কোন প্রাপ্তি, অর্থবিত্ত, সামাজিক অবস্থান ইত্যাদি। সুখ অনুভব হয় মনের একটি অংশে যেখানে পার্থক্য তৈরি করা হয় অবস্থানের।
এখন অনেকেই মনে করেন একমাত্র টাকা থাকলেই সুখি কিংবা টাকা দিয়ে সুখ কেনা যায়। এটা নেহাত আপনার কাছে টাকা নেই তাই মনে হচ্ছে। কথাটা যদি বাস্তব হতো তাহলে যার কয়েকশো কোটি টাকা রয়েছে সে কেন রাতের ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট কিনে খায়? আর তার সন্তান মাতাল হয়ে রাস্তায় পরে থাকে? আবার স্বর্ন দিয়ে মুড়িয়ে রাখা স্ত্রী কেন অল্প বয়সী ছেলের হাত ধরে স্বামী, সন্তান আর সম্পদ রেখে পালিয়ে যায়? আবার সব থেকেও কেন কিছু মানুষ সন্যাসী জীবন বেছে নেয়?
যদি সুখের দামের কথা বলতে হয় তাহলে বলতে চাই ছোট্ট শিশুর সুখ এক টাকার চকলেট, গরিব বাবার কাছে ঘাম ঝড়ানো উপার্জনের একশো টাকায় চাল ডাল কেনা সুখ, স্ত্রীর জন্য মেলা থেকে বিশ টাকার কাঁচের চুড়ি হাতে পরিয়ে দেয়ার সুখ, টিউশনির টাকা জমিয়ে বাবার ভাঙ্গা চশমাটা কিনে দেয়ার সুখ, আর মায়ের ছেড়া আঁচলে মুখ মুছে তাকে নতুন একটা শাড়ি কিনে দেয়ার সুখ, আর সবশেষে নিজের কাফনের কাপড় জোগাড় করে সৃষ্টি কর্তার কাছে ফিরে যাওয়ার শান্তি। এগুলোই হলো সবথেকে নিখাদ সুখ আর দাম দিয়ে কেনা সুখ। আর সবকিছু আপেক্ষিক।।।।।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আসলে ভাইয়া সুখ একেক জনের কাছে একেক ধরনের। তবে টাকা থাকলে যে সুখ থাকে তা কিন্তু নয় আবার টাকা না থাকলে ও সুখে থাকা যায় না। আসলে সুখ অনেক বড় একটা জিনিস। আসলে যার অনেক আছে সে আরো চাই কিন্তু যার নেই সে শুধু খেয়ে পরে বেঁচে থাকতে চাই। আসলে আমাদের চাহিদার শেষ নেই। সবচেয়ে বড় কথা হলো আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলেই সুখে থাকা যাবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1749137119912870213?t=JlWXvzMP3t2rgsUP-7JnnA&s=19
ভাই চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আসলে সুখের সংজ্ঞার কোনো শেষ নেই। একেক জনের কাছে সুখের সংজ্ঞা একেক রকম। তবে আমি মনে করি, যার চাহিদা যত কম, সে হচ্ছে তত বেশি সুখী। কারণ অতিরিক্ত চাহিদা থাকলে কখনোই মানুষের মন ভরে না। অনেক কিছু পাওয়ার পরেও মনে হয় যে কিছুই পায়নি। এতে করে প্রাপ্তির খাতা শূন্য মনে হয় এবং হতাশা বাড়ে। সুতরাং জীবনে সুখী হতে হলে চাহিদা কমানোর কোনো বিকল্প নেই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি ঠিক বলেছেন সুখ অনুভব হয় মনের একটি অংশে যেখানে পার্থক্য তৈরি করা হয় অবস্থানের। আপনার এধরনের পোস্ট গুলো সব চেয়ে বেশি ভালো লাগে। কারন এধরনের পোস্ট গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। টাকা থাকলেই কখনো সুখী হওয়া যায় না। আপনার শেষের কথা গুলো যুক্তি সম্ভবত ছিলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বেশ সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। আসলেই সুখের কোন সংজ্ঞা হয় না। সুখ একেক জনের কাছে একেক রকম। নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেই সুখ।চাহিদা বেশি থাকলেই মানুষ অসুখি থাকে। কেননা সকল চাহিদা পূরন করা এক জীবনে সম্ভব না। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আসলে সব সময় প্রত্যেকটা মানুষ সুখের পিছনেই দৌড়াদৌড়ি। তারা শুধু এটাই মনে করে সব কিছুর মধ্যে দিয়ে হলেও তারা যেন সুখে থাকে। তবে সেগুলোর মধ্যে সত্যি সুখ নেই। সুখ তো রয়েছে সেই চশমা কিনে দেওয়ার মধ্যে। শাড়ি কিনে দেওয়ার মধ্যে। চুড়ি, চকলেট এগুলোই দেওয়ার মধ্যে। এগুলো কিন্তু সত্যি অনেক বেশি দামি। যাদের মধ্যে অতিরিক্ত চাহিদা থাকে তারা কখনো সুখী হতে পারে না। একটা মানুষ যত বেশি পায় তত বেশি চায় শুধু। অনেক বেশি ভালো লাগলো আপনার লেখা সম্পূর্ণ এই পোস্ট।
আসলে ভাই আপনার পোস্ট পড়ে আমি সুখের ব্যাখ্যা দিতে পারলাম না। যে ব্যাখ্যাগুলো আমি দিব সেই ব্যাখ্যাগুলো আপনি আগেই দিয়ে দিয়েছেন। তবে বলতেই হয় আপনি খুবই চমৎকার লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তবে প্রত্যেকটা মানুষের সুখের দাম নিজের কাছে কতটুকু তার মনকে প্রশ্ন করলে সে উত্তর পেয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই।
আমি আমার জীবনের প্রতিটি অংশে শিখতে শিখতে বড় হয়েছি। মাঝে মাঝে সুখের সংঙ্গা খুঁজতে গিয়ে হতাশায় ডুবেছি, তবে এখন বুঝি সুখ বলতে কিছু হয়না। এটা খুব সামান্য আর আপেক্ষিক একটা ব্যাপার। সবার সাথে একসাথে সম্মানের সাথে থাকতে পারাটাই বড় সুখের ব্যাপার। টাকা শুধুমাত্র একটা প্রয়োজন ছাড়া কিছুই নয়।
বেশ অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের অনেকের জীবনে সুখ রয়েছে এবং অনেকের কাছে অনেক ধরনের সুখের সংজ্ঞা রয়েছে৷ এর মধ্যে সবচেয়ে মূল্যবান এবং যথার্থ সংজ্ঞাটি হলো সেই ব্যক্তির সংজ্ঞা, যে ব্যক্তিটির চাহিদা একেবারেই কম৷ যার চাহিদা যত বেশি তার সুখ ততটাই কম। যার চাহিদা যত কম তার সুখ অনেকটাই বেশি৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷