ভিডিওগ্রাফি: বিড়ালের খাবার খাওয়ার মূহুর্ত। || Videography: PUSS Eating chicken 😄
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
ইদানিং চারিদিকে শুধু $PUSS নিয়ে শোরগোল তাই আজ চিন্তা করলাম আমাদের পুশ নিয়ে একটা ভিডিওগ্রাফি পোস্ট করলে কেমন হয় 😄। যেই চিন্তা সেই কাজ আমাদের এক নিকট আত্মীয়ের বেশ কিছু বিড়াল রয়েছে, তাদের ওখানে গিয়ে ওদের খাবার খাওয়ার দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম।
ওদের বাসায় যখন পৌঁছলাম তখন তাদের বিড়ালের খাবার সময় ছিল। মজার ব্যাপার হলো এরা চিকেন বা মুরগির মাংস সিদ্ধ এবং কেট ফুড ছাড়া অন্য কোন খাবার খায় না।
আমাদের ইয়ান ওদের দেখে এতোটাই খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। ওদের সেকি টানা হেঁচড়া শুরু করে দিলো। 😄
যাইহোক কিছু সময় পর ওরা আবারো খাবারে মনোযোগ দিতে পারলো, আর আমিও সুযোগ বুঝে ভিডিও করে নিলাম। বিড়াল গুলো কি চমৎকার মিলে খাবার খাচ্ছে, সত্যিই দারুন একটা দৃশ্য। যাইহোক ভিডিওটি একটু গুছিয়ে মিউজিক যুক্ত করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিওগ্রাফি।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ভিডিও গুলো ভিন্ন ধরনের সুন্দর হয়। আপনি ভিন্ন ধরনের টপিকস নিয়ে ভিডিওগুলো করেন। বিড়ালের খাবার খাওয়া দেখে তো খুবই ভালো লেগেছে। এমন সুন্দর একটি ভিডিও দেখার সুযোগ করে দিলেন অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু।
আপনারা উৎসাহ দেন বলেই তো পোস্ট করতে পারি 😄
ভালো থাকবেন আপু।
আজকে ভাইয়া আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন। বিড়ালের এমন খাবার খাওয়ার মুহূর্ত দেখে আমি মুগ্ধ হয়েছি। বিড়াল আমি খুবই পছন্দ করি। ওদের বাড়িতেও দুই তিনটা বিড়াল রয়েছে।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আমি নিজেও বিড়াল ভীষণ পছন্দ করি, তাইতো চেষ্টা করলাম ভিডিও করার।
বিড়ালের খাবার খাওয়ার মূহুর্ত দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে সঙ্গে মিউজিক যুক্ত করে ভিডিও শেয়ার করেছেন। তবে আপনার বিড়ালের খাবার রুটিন দেখে আমি অবাক হয়েছি। চিকেন বা মুরগির মাংস সিদ্ধ, একদম রাজকীয় খাবার। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য।