ইতিবাচক চিন্তা করুন, এটা জীবনকে বদলে দেবে।|| Think positive and be positive.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)
ইতিবাচক চিন্তা করুন, এটা জীবনকে বদলে দেবে

সংগ্রহশালা

আমরা মানুষজন কোন কিছু ঘটলেই চিন্তা করতে বসে যাই। অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক বা দুশ্চিন্তা সবসময়ই ঘিরে ধরে, মানেটা হচ্ছে কোন কাজে যাওয়ার আগেই আমাদের মন এবং মস্তিষ্ক আমাদের হারিয়ে দেয়। আর নিজের ভেতরে কেমন যেন দূর্বলতা ছড়িয়ে পরে। সত্যি বলতে এধরনের পরিস্থিতিতে আমাদের শারীরিক এবং মানসিক শক্তি একদমই আর কাজ করতে চায় না।

ধরুন আপনি কোন একটা কাজে যাবেন ঠিক তার আগেই আপনি চিন্তা করলেন আপনি কাজটি করতে পারবেন না। তাহলে কাজটি করার সক্ষমতা থাকলেও আপনি কখনই সেই কাজটি আর করতে পারবেন না। আপনার নেতিবাচক চিন্তা চেতনা আপনাকে এমনভাবে দুর্বল করে দেবে আর কখনো সেই কাজ করার সাহস কিংবা সামর্থ্য আপনি পাবেন না।

অনেক সময় আমরা মানুষকে নিয়ে নেতিবাচক চিন্তা করি এবং তাদের কাছ থেকে দূরে থাকি। কিন্তু এমন অনেক সময় দেখা যায় সেই মানুষটি বিপদের সময় সবার আগে এগিয়ে এসেছে এবং আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে। অথচ মানুষটিকে ঘিরে আপনার খারাপ চিন্তার কারনে এতোদিন একটা দুরুত্ব ছিল।

আমরা অনেক সময় নতুন পরিবেশে গেলে ঘাবড়ে যাই এবং আকাশ পাতাল চিন্তা করতে করতে সেই পরিবেশে নিজেকে আর মানিয়ে নিতে পারিনা। দেখুন আমাদের পরিবর্তন হতেই হবে সেটা হতে পারে নতুন কর্মস্থল, নতুন বাসা কিংবা নতুন মানুষ। তবে আমরা যদি সেই পরিবর্তনটা ইতিবাচক হিসেবে নেই তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আমরা সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো এবং আত্মবিশ্বাস থাকলে সেই নতুন পরিবেশ হয়ে উঠবে স্বপ্নের ঠিকানা।

আসলে আমরা নিজেকে নিয়েই ইতিবাচক চিন্তা করি না। যদি তাই হতো তাহলে সবসময়ই আমরা হাসিখুশি থাকতাম এবং নিজের সাধ্যমতো সব কাজে ঝাঁপিয়ে পরে সর্বোচ্চ আউটপুট অর্জন করতাম।
আমাদের সবকিছুতে ইতিবাচক চিন্তা করতে এবং যেসমস্ত মানুষ সত্যিই আপনজন বাছাই করে তাদের সাথে বেশি সময় দিতে হবে। একটা সময় আপনি নিজেই আত্মবিশ্বাসী হয়ে যেকোন কাজে সফলতা লাভ করতে পারেন।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য সব সময় ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত। আসলে আমাদের মধ্যে এক ধরনের স্বভাব বিস্তার করে যে কোন কাজ করার পূর্বে আমরা ইতিবাচা চিন্তা না করে। সব সময় নেতিবাচক চিন্তা ভাবনা করে থাকি ফলে আমরা কোন কাজে অগ্রগতি হয় না। নেতিবাচক চিন্তা ভাবনার কারণে আমরা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারি না। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারলে যে কোনো কাজে সফলতা অর্জন বা, ভালো সম্পর্ক বজায় রাখা যায়।

 11 months ago 

আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে, এতে সমাজ এবং নিজেকে বদলে দেয়া সম্ভব।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 11 months ago 

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন নেতিবাচক চিন্তাগুলো মানুষের সক্ষমতা বা মানুষের দ্বারা যে কাজটি করা সম্ভব সেটাও সফল হতে দেয় না। সেজন্য সব সময় সাহসিকতা নিয়ে ইতিবাচকভাবে যেকোনো কাজের ক্ষেত্রে এগিয়ে চলা উচিত। এই ধরনের চিন্তা মাথায় ঢুকলে সে কখনোই সফল হতে পারেনা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

নেতিবাচক চিন্তা মানুষের কাজের উদ্যম নষ্ট করে দেয়। এতে একটা সময় মানুষ আর এগিয়ে যেতে পারে না, তাই আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে।

 11 months ago 

আমাদের জীবনে ভালো ভাবে উপভোগ করতে হলে সত্যি আমাদের প্রত্যকের ইতিবাচক চিন্তা করা দরকার। তাহলে সুন্দর ভাবে সব জায়গায় আমরা পরিবেশ এর সাথে খাপ খাওয়াতে পারবো। একদমই ঠিক বলেছেন আপনজন খুঁজে বের করে আমাদের উচিত তাদের সাথে কথা বলা। আপনার এধরনের লেখা গুলো সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

একমাত্র ইতিবাচক চিন্তা চেতনা আমাদের এগিয়ে নিতে পারে, তাই ভালো চিন্তাগুলো বেশি করতে হবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এই কথাটা আমি নিজেও বিশ্বাস করি একটি কাজ করতে হলে আগে নিজের মনে কনফিডেন্স জাগাতে হবে যে এ কাজটা অসম্ভব হলেও আমার দ্বারা সম্ভব । তাহলে সেই কাজে সফলতা বয়ে নিয়ে আসা সম্ভব।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত ভাই। মানুষ যদি পজিটিভ কিছু চিন্তা ভাবনা করে তাহলে সেখানে সমাধান থাকে। কিন্তু বর্তমানে মানুষ কোন কিছু পজিটিভ নিতে জানে না। অল্প কিছুতেই বেশি চিন্তাশীল হয়ে পড়ে। নতুন কোন পরিবেশ পেলে আমরা একটু ঘাবড়ে যাই। কিন্তু সেটাকে ঠান্ডা মাথায় নিতে পারি না। এগুলোকে যদি একটু চিন্তাধারা মধ্য দিয়ে ধৈর্য ধরে থাকতে পারি,তাহলে এই ধৈর্য আমাকে বা আপনাকে বদলে দিতে পারে।

চমৎকার লিখেছেন ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দুনিয়াতে যা কিছু ঘটে যাক না কেন, পজিটিভ থাকতে হবে। আর এই ইতিবাচক মানসিকতার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45