꧁ꕥ꧂ পাস্তায় তৃপ্তির নাস্তা || (Recipe of sweetest Pasta) ꧁ꕥ꧂

in আমার বাংলা ব্লগ3 years ago
❦︎ চাই স্বাদের নাস্তা ❦︎
IMG20211126184407_01.jpg
বিকেল হলেই পেট চোঁ চোঁ করে খিদের তাড়নায়। খাবার তো আমরা সবাই খাই কিন্তু মুখরোচক কিছু হলে বেশ তৃপ্তি লাগে ☺️। আমি সচরাচর বাসায় ফিরে কিছু হালকা নাস্তা খেতে পছন্দ করি। গতকাল পাস্তা তৈরি করেছিলাম যা পরিবারের সবাই মিলে খেয়েছি। পুরো পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নেবো। চলুন দেখি কিভাবে বানালাম পাস্তা

abstract-3166168_640.webp

꧁ꕥ꧂ সুস্বাদু পাস্তা তৈরির উপকরণ ꧁ꕥ꧂
যা যা লাগবে:-
উপকরণপরিমাণউপকরণপরিমাণ
পাস্তাএক প্যাকেটIMG20211126175146.jpgদুধএক কাপIMG20211126175209_01.jpg
আটাআধা কাপIMG20211126175200_01.jpgচীজআধা কাপIMG20211126183205_01.jpg
চিনিআধা কাপIMG20211126181126_01.jpgআপেল, আনার এবং আঙ্গুরIMG20211126181114_01.jpg

abstract-3166168_640.webp

༄ তৈরি প্রনালী ༄
IMG20211126174559_01.jpg
IMG20211126175246_01.jpgIMG20211126180056_01.jpg
প্রথমে কুলসন মেকারনি পাস্তা নিলাম এক প্যাকেট। এরপর একটি পাতিল নিয়ে এতে পানি এবং কিছুটা সোয়াবিন তেল দিলাম। সবশেষে এক চিমটি লবণ দিয়ে দিলাম।পানিটা গরম হলে পাস্তা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য।

abstract-3166168_640.webp

༆ তৈরি চলছে ༆
IMG20211126181000_01.jpg
পনেরো মিনিট সিদ্ধ করার পর পাস্তা গুলো একটি প্লাস্টিকের চালনিতে উঠিয়ে নিলাম।

abstract-3166168_640.webp

༆ তৈরি চলছে ༆
IMG20211126181008_01.jpgIMG20211126181030_01.jpg
IMG20211126181157_01.jpg
এবার পাস্তার সবথেকে স্বাদের জিনিসটা তৈরি করবো। প্রথমেই একটি পাতিল নিয়ে এতে পানি দিয়ে দিলাম। এরপর একে একে দুধ, আটা এবং চিনি দিয়ে জাল দিতে থাকলাম, ঘন হবার আগ পর্যন্ত জাল দিলাম।

abstract-3166168_640.webp

༆ তৈরি চলছে ༆
IMG20211126182448_01.jpgIMG20211126182515_01.jpg
IMG20211126183930_01.jpgIMG20211126183231.jpg
এবার পাস্তাগুলো ঘন মিশ্রনে দিয়ে দিলাম।আরো দশ মিনিট রান্নার পর চীজ দিয়ে দিলাম। এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

abstract-3166168_640.webp

༆ তৈরি চলছে ༆
IMG20211126183936_01.jpgIMG20211126183940_01.jpg
আমাদের রান্না শেষ হয়ে গেছে। চামচ দিয়ে উঠিয়ে দেখে নিলাম, সব ঠিক আছে। এখন পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

abstract-3166168_640.webp

༆ 🍇পাস্তা পরিবেশন 🍇༆
IMG20211126184407_01.jpg
IMG20211126184417.jpg
আপেল, আনার আর আঙ্গুর ছোট ছোট করে কেটে নিলাম। এবার পাস্তা একটি বাটিতে নিয়ে তার উপর ফলগুলো ছড়িয়ে দিলাম। পরিবেশনটা কেমন হলো ❓

abstract-3166168_640.webp

꧁𖠌꧂ স্বাদের বর্ননা ꧁𖠌꧂
noodles-1397128_640.jpg
সংগ্রহশালা
স্বাদের বর্ননা কি আর দেবো ঈলমা আর আমি মিলে দুই বাটি শেষ করে ফেললাম। তো বুঝেন কিরকম স্বাদের ছিল পাস্তা 😋

divider-5318187_640.webp

ছবির বিবরণ
বিষয়বস্তুপাস্তা তৈরি
ছবি তোলার যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন

divider-5318187_640.webp

Sort:  
 3 years ago 

দাদা পোস্টের সব চেয়ে স্ট্রং সাইড হলো আপনার ডেকোরেশন। এত দক্ষতা নিয়ে এই কাজটা করেন যেটা সব সময় মন ছুয়ে যায়। পাস্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কম। অনেক মজাদার একটি খাবার। আর সব শেষে নানান রকমের ফল যোগ করে স্বাদ টা আরো বাড়িয়ে দিয়েছেন দাদা। এত সুন্দর লাগছে সব কিছু ইচ্ছে করছে বাটিতে তুলে একটু খেয়ে নেই 🥰🥰😊😊😊। অনেক ভালো থাকবেন দাদা।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি।
খুব চমৎকার এবং হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্যের জন্য 🥀
যদি কখনও সত্যিই খাওয়াতে পারতাম ভালো লাগতো।
ভালো থাকবেন সবসময় 💌

 3 years ago 

আপেল, আনার আর আঙ্গুর ছোট ছোট করে কেটে নিলাম। এবার পাস্তা একটি বাটিতে নিয়ে তার উপর ফলগুলো ছড়িয়ে দিলাম। পরিবেশনটা কেমন হলো

পাস্তায় তৃপ্তির নাস্তা দারুন হয়েছে। আসলে স্যার আপনি যে ভাবে পরিবেশন করছেন। দেখেই খিদে পেলো লোভনীয় স্বাদ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুস্বাদু হয়েছে পাস্তায় তৃপ্তির নাস্তা। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো স্যার ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ লিমন ♥️
তৈরি করে খাবে, খুব স্বাদ কিন্তু ☺️

প্রতিদিন যদি এমন খাবারের সাথে থাকতাম, তাহলে আরও চিকন হয়ে যেতে পারতাম।

 3 years ago 

হা হা হা 😄
অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য ♥️

 3 years ago 

আপনি আজকে পাস্তা তৈরি করেছেন। আসলেই পাস্তা তৈরির প্রক্রিয়া টি আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ভাইয়া দারুন ছিল

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

ভাইয়া, পাস্তা আমরা সচরাচর একটু ঝাল করে খেয়ে থাকি। তবে আপনার এই রেসিপিটি দেখে আমার কাছে একদম নতুন নতুন লাগছে। আমি এরকম ভাবে কখনো পাস্তা তৈরি করে খায়নি।তবে পাস্তা রেসিপি খুবই লোভনীয় এবং সুস্বাদু লাগছে। ভাইয়া,আপনার রেসিপিটি একদিন ঘরে তৈরি করে খেয়ে দেখব। আশা করে অনেক সুস্বাদু হবে কারণ আপনার রেসিপি ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ভাইয়া, মিষ্টি পাস্তা রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 3 years ago (edited)

পাস্তায় তৃপ্তির নাস্তা
কথাটি দারুন হয়েছে। আমি কখনও আগে এমন নাস্তা খাইনি। তবে ফালুদা খেয়েছি। মনে হচ্ছে একই।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
বিষয়টি আসলেই দারুন ছিল 😋

খুবই ভালো লাগছে আমার, আপনি বরাবরই ইউনিক কিছু নিয়ে আসেন। এই জন্য আরও বেশি আগ্রহ থাকে। পাস্তার এমন রেসিপি সত্যি কথা আমি আগে কখন ভাবিওনি। সচরাচর লবন ঝাল এর এর পাস্তা রেসিপি করে খাই আমরা। কিন্ত এটা বেশ লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য । খুব কাজে দিবে আমার।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️
তৈরি করবেন ভীষণ স্বাদের জিনিস 😋

 3 years ago 

ভাইয়া আপনার নাস্তার রেসিপিটা সত্যিই অসাধারণ হয়েছে। পাস্তা দিয়ে এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায় আমি জানতাম না। আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। খেয়ে দেখলে বুঝতে পারতাম তবে সেটা তো আর সম্ভব না ।আপনার রেসিপি দেখে শিখে নিয়েছি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

এই রেসিপিটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হল। সবাই কত কিছু রেসিপি শেয়ার করে কিন্তু আপনার এ রেপিটি সবার থেকে একটু আলাদা মনে হচ্ছে আমার কাছে। এটি আমি প্রথম বারের মত দেখলাম, এবং আপনার এই রেসিপি থেকে অনেক কিছু জানতে পারলাম। যা আগে আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য 💌
আপনার স্টীমিট ভ্রমন সুন্দর হোক।
এই কামনা করছি 💖

 3 years ago 

দারুন রেসিপি শেয়ার করেছেন ‌ভাই। অনেক সুন্দর করে পরিবেশন করেছেন যার কারণে দেখতে অনেক লোভনীয় লাগছে। পাস্তার এই রেসিপিটি অনেক ইউনিক ছিল। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনার জন্য অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60429.37
ETH 2327.68
USDT 1.00
SBD 2.52