ঘরে তৈরি জৈব সার দিয়ে বারান্দা বাগানে সবজি লাগানো || Planting vegetable in balcony garden with homemade organic fertilizers.

in আমার বাংলা ব্লগ2 years ago
ঘরে তৈরি জৈব সার দিয়ে বারান্দা বাগানে সবজি লাগানো

ঘরে তৈরি জৈব সার দিয়ে বারান্দা বাগানে ক্যাপসিকাম লেটুস এবং বেগুন গাছ লাগানো.jpg

ছবিটি পলিস এপস এবং কেনভা দিয়ে তৈরি

শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ পোস্ট করতে বেশ বিপদে পরতে হয়েছে কারন দুপুর থেকে কারেন্ট নেই এবং মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছিল না। আবার আমি নিজেও আজ আমার বারান্দা বাগানে সবজি গাছ লাগিয়েছি, সবমিলিয়ে দেরি হয়ে গেছে পোস্ট করতে। আচ্ছা বাদ দিলাম দূর্যোগের কথা।

আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বারান্দায় ছোট্ট একটি সবজির বাগান রয়েছে। সেখানে রয়েছে পুঁইশাক, কলমি শাক, কাঁচামরিচ, এলোভেরা, পুদিনা এবং তুলশি গাছ।
গতকাল হঠাৎ চিন্তা আসলো আরো কিছু গাছ লাগাতে হবে সেখানে, যদিও জায়গা একদমই ছোট তবে চেষ্টা তো করাই যায়। কিন্তু আমি কোন কেমিক্যাল সার ব্যাবহার করবো না। সেখানে ব্যাবহার হবে ঘরে তৈরি জৈব সার। আমি সবজির উচ্ছিষ্ট, চা পাতা, ডিমের খোসা, কলার খোসা সব একটি ঢাকনাযুক্ত পাত্রে জমা করে এই সার তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে এই সারটি তৈরি করতে পারেন।

IMG20230114150036.jpg

চারা সংগ্রহ

IMG20230113182223.jpg

IMG20230113182229.jpg

Polish_20230114_175659679.jpg

গতকাল সন্ধ্যায় টংগী গিয়ে বেশ কিছু গাছের চারা কিনে আনলাম তার মধ্যে রয়েছে টমেটো, বেগুন, ক্যাপসিকাম এবং লেটুস। রাতে আর লাগাতে পারলাম না তাই সকালেই লাগিয়ে দিলাম। তো চলুন দেখে আসি কিভাবে ঘরে তৈরি জৈব সার দিয়ে সবজি গাছগুলো লাগালাম।

চলুন বারান্দায় সবজি গাছ লাগাই

IMG20230114141051.jpg

প্রথমেই যে পাত্র গুলোতে গাছ লাগাবো সেগুলো গুছিয়ে নিলাম।

IMG20230114150146.jpgIMG20230114150420.jpg
IMG20230114150618.jpgIMG20230114150551.jpg

এবার প্রথমেই কিছু নষ্ট হতে থাকা পুঁইশাক কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এটাও চমৎকার জৈব সারের মতো কাজ করবে।

IMG20230114150715.jpg

IMG20230114150914.jpg

এবার ঘরের তৈরি জৈব সার এবং পরিমাণমতো মাটি দিয়ে দিলাম।

IMG20230114151304.jpg

IMG20230114151833.jpg

IMG20230114151842.jpg

এবার ক্যাপসিকাম গাছের প্লাস্টিকের প্যাকেট কেটে ভেতরে দিয়ে দিলাম এবং মাটি দিয়ে দিলাম সবদিক দিয়ে। আমাদের ক্যাপসিকাম গাছ লাগানো শেষ।

IMG20230114154037.jpg

IMG20230114154952.jpg

এবার ঠিক একইভাবে টমেটো, লেটুস এবং বেগুন গাছ লাগিয়ে নিলাম।

IMG20230114161939.jpg

IMG20230114161952~2.jpg

IMG20230114162002.jpg

IMG20230114162108.jpg

সবশেষে তার দিয়ে গ্রিলের উপর ঝুলিয়ে দিলাম এবং এক কর্নারে চিকন কাঠ লাগিয়ে থাকের মতো তৈরি করে ক্যাপসিকাম গাছ আটকিয়ে দিলাম।

চলুন ছোট্ট বাগান দেখাই

IMG20230114162014.jpg

IMG20230114162034.jpg

IMG20230114162140.jpg

এই হচ্ছে আমার ছোট্ট বাগান যা আমি ধীরে ধীরে গড়ে তুলেছি। এখানে পুঁইশাক, কাঁচামরিচ, এলোভেরা, তুলশি , পুদিনা, লেটুস, বেগুন, টমেটো এবং ক্যাপসিকাম রয়েছে। কি অবাক হচ্ছেন ছোট্ট জায়গায় কিভাবে সম্ভব? আসলে চেষ্টা থাকলে সব সম্ভব। 🤗

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation.gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুঘরে তৈরি জৈব সার দিয়ে বারান্দা বাগানে সবজি লাগানো
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

বেশ ভালো একটা কাজ করেছেন।সবজির উচ্ছিষ্ট, চা পাতা, ডিমের খোসা, কলার খোসা এসব কিছু জমিয়ে খুব সুন্দর একটা সার তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো।এসব কিছু দিয়ে চারাগাছ লাগিয়েছেন এগুলো বেশ ভালো হবে। চারা গাছের জন্য বেশ উপকারী হবে। বারান্দায় চারা গাছ লাগালে দেখতেও ভীষণ ভালো লাগে। আর আপনি তো একদম খুব সুন্দর কিছু উপকারী চারা গাছ এনেছেন। দেখে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার বারান্দায় ছোট্ট সবজি বাগান দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে চেষ্টা বা ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। ঘরের তৈরি করা জৈব সার দিয়ে গাছ লাগিয়েছেন। ।এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী যা আমাদের কোন ক্ষতি করবে না। আপনার বারান্দার গাছ লাগানোর উদ্যোগ আমার কাছে খুবই ভালো লেগেছে বারান্দায় আমারও কিছু কিছু গাছ রয়েছে। এরকম বারান্দায় গাছ লাগাতে আমার কাছেও খুবই ভালো লাগে। সাথে ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
জি আপু এধরনের সবজিগুলো শরীরের ক্ষতি করবেনা।

 2 years ago 

বেশ সুন্দর লাগছে তো সবুজ গাছ গুলো।এর আগেও আপনার বাগান সম্পর্কে জানতে পেরেছিলাম। আচ্ছা ভাইয়া জৈব সার বানাতে কয়দিন সময় লাগে একটা পাএে জমা রাখলে।আসলে আমার ও অনেক শখ বারান্দায় গাছ লাগানো সমস্যা হচ্ছে আমার বারান্দায় কোন রোদ আসে না তাই লাগালেও গাছ পরে মারা যায়।মাশাআল্লাহ আপনার বারান্দায় গাছগুলোর ছবি এবং রং দেখে মনে হচ্ছে বেশ সুস্থ। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আপু একটি ঢাকনাযুক্ত কোনকিছুর মধে দশ থেকে পনেরো দিন থাকলেও সেটি আপনি ব্যাবহার করতে পারেন। পরি ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে এবং কেঁচো উৎপন্ন হবে যা গাছকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বারান্দায় গাছ লাগানো আমার প্রিয় একটি শখ আমারও অনেক রকমের গাছ আছে। আমি বাজার থেকে জৈব সার কিনে আনি সেগুলো গাছ লাগানোর সময় দেই, কিন্তু এভাবে যে বাসায় তৈরি করা যায় আগে জানা ছিলো না। ভাইয়া আপনার পোস্ট টি দেখে খুবই উপকৃত হলাম এখন থেকে এভাবে নিজে সার তৈরি করে গাছ লাগাবো।টমেটো ক্যাপসিকাম লেটুস আরও অনেক ধরনের গাছ গুলো দেখে খুবই ভালো লাগলো।অনেক উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
বাজারের সারের থেকে এটি বহুগুণ ভালো একটি সার, এর কোনরকম ক্ষতিকারক কিছু নেই। তাই আমি সবসময়ই এই সার ব্যাবহার করি।

 2 years ago 

বারান্দায় আপনি অনেক সুন্দর সবজির গাছ লাগিয়েছেন ভাইয়া। বাজারের সবজি গুলোর মধ্যে অনেক কেমিক্যাল থাকে। এভাবে বাসায় জৈব সার দিয়ে সবজি উৎপন্ন করে খেলে তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। মরিচ এর গাছ গুলো দেখতে সুন্দর লাগছে।

 2 years ago 

জি আপু বাজারের সবজি থেকে এগুলো অনেক নিরাপদ খাবার। হ্যা মরিচ গাছগুলো চমৎকার বেড়ে উঠেছে। আপনিও চাইলে এভাবে লাগাতে পারেন।

 2 years ago 

ভাইয়া আপনার ঘরে তৈরি জৈব সার দিয়ে গাছ লাগানোর প্রসেসটি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে এভাবে মাটি তৈরি করে তারপর গাছ লাগালে সেই গাছটি বেশ ভালোভাবে বেড়ে ওঠে। আমিও গাছ লাগানোর ক্ষেত্রে এরকম ডিমের খোসা ,চা পাতা ব্যবহার করি। আসলে বাড়িতে তৈরি জৈব সারগুলো গাছের জন্য বেশ পুষ্টিকর হয়ে থাকে। সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার বারান্দা বাগানটি। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
আমি এভাবে অনেকদিন থেকেই গাছ লাগিয়ে আসছি, বেশ সতেজ হয়ে ওঠে গাছগুলো।

 2 years ago 

রাসায়নিক সার থেকে জৈব সার ব্যবহার করা অনেক উত্তম। জৈব সার ব্যবহারের পরে গাছের দ্রুত বৃদ্ধি পায় এবং অধিক ফলন দেয়। আপনি তরু তরকারি অবশিষ্ট অংশ জমিয়ে রেখে জৈব সার তৈরি করেছেন। আপনি বেগুন গাছ টমেটো গাছ লাগিয়েছেন বেশ ভালো লাগলো দেখে। মরিচ গাছ গুলো খুবই সতেজ দেখতে খুব সুন্দর লাগছে । এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
না এখানে শুধুমাত্র টমেটো বেগুন না আরো রয়েছে ক্যাপসিকাম, লেটুস। জৈব সার সবসময়ই গাছের জন্য ভীষণ ভালো।

 2 years ago 

আপনি তো চমৎকার ভাবে ঘরে তৈরি জৈব সার দিয়ে বারান্দা বাগানে সবজি লাগিয়েছেন। চমৎকার আইডিয়া আপনার বাগানে তো বিভিন্ন ধরনের উপকারী গাছ লাগিয়েছেন। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ লিমন।
তুমি চাইলে এরকম অল্প জায়গায় অনেক কিছু লাগাতে পারো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62311.78
ETH 2418.00
USDT 1.00
SBD 2.67