স্বরচিত কবিতা: অভিনেতা। || Original Poetry: The actor.

in আমার বাংলা ব্লগ2 years ago
স্বরচিত কবিতা: অভিনেতা


স্বরচিত কবিতা.jpg

সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

প্রতিনিয়ত আমরা অভিনয় করে চলেছি। কখনও নিজের সাথেই নিজে কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষের সাথে। কিছু মানুষ তো নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন কিছু ঘৃন্য অভিনয় কিংবা ছলচাতুরির আশ্রয় নেয় যা অনেকের বিপদ বয়ে আনে। একটি লক্ষনীয় ব্যাপার হলো মানুষগুলোর মাঝে নুন্যতম আক্ষেপ দেখা যায় না। এমন মানুষও দেখা যায় হাসতে হাসতে মানুষ খুন করে ফেলছে ভীষণ ঠান্ডা মাথায়। বলতে কষ্ট লাগে স্বার্থের নিপুণ খেলায় স্নেহ মমতা যেন দাড়ি-পাল্লায় মাপ যোগ চলছে, অবাক হচ্ছেন কথাগুলো শুনে তাই না? বর্তমান প্রেক্ষাপটে এগুলো হরহামেশাই ঘটে চলেছে।

এতো কিছুর মাঝেও আরেক ধরনের অভিনয় আছে তা হলো নিজের সাথে নিজের। হাড়ভাঙ্গা খাটুনি খেটে সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিয়ে নিজের কষ্ট গোপন করার অভিনয়। আবার ছেড়া জামা-জুতো নিয়েও সন্তানের গাঁয়ে নতুন জামা জড়িয়ে অসম্ভব তৃপ্তির হাসি হেসে ওঠে কিছু মানুষ।

কিছু স্বার্থপর মানুষের অভিনয় এতোটাই কৃত্রিমতা প্রকাশ পায়, তখন সত্যিই বলতে ইচ্ছে করে নশ্বর পৃথিবীতে তোমার সময়কাল কতটুকু ?

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

অভিনেতা

পৃথিবী এক বিস্তর রঙ্গমঞ্চ
মানুষগুলো যেন বড় অভিনেতা,
নিজের জায়গাটা করতে পোক্ত
মেলে ধরেছে নিজের অভিনয় হেতা।

মিথ্যা কথায় ঝুলি ভরেছে আজ
মুখে হাসি অন্তরে স্বার্থের ভাজ
হাসতে হাসতে হয়ে যায় খুন
বিশ্বাস হয়েছে যেন মিছে গুন।

স্বার্থের দুনিয়ায় ভালোবাসা মিছে মায়া
কষবে হিসাব তোমার সম্পদের কায়া।
ভালোবাসাও হারিয়েছে বিশুদ্ধতা
মিছে কথায় শুধুই তোমার মুগ্ধতা।

স্নেহ মমতা মাপা হয় দাড়ি আর পাল্লায়
তৈরি হয় বিভেদ এক ছাদের তলায়
স্বার্থের বেড়াজালে ভাঙ্গে রক্তের বাঁধন
দিনশেষে ভাবতে হয় কে কার আপন?

কিছু অভিনয় একান্ত নিজের আবার
হাড়ভাঙ্গা খাটুনি জোটায় পেটের খাবার
ছেড়া জামা-জুতো বাড়ায়নি ব্যাকুলতা
সন্তানের নতুন জামা এনেছে তৃপ্ততা।

মিছে দুনিয়ায় কিছু দিনের বাহাদুরি
সেরা অভিনয় আর করছো ছলচাতুরি
ভেবেছো কি মাটি খেয়েছে কত শত লোক
ধন কুবের আর বিস্তর বড়লোক।

তবুও বলি তুমিই সেরা অভিনেতা
জানি নেই তোমার কোন সততা,
ভাবতে পারো একটু ক্ষনকাল
রঙিন দুনিয়ায় যদি না থাকো কাল?

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png



Black and White Modern Company Presentation.gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

ঠিক ভাই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। এবং আমরা সবাই সেই মঞ্চের অভিনেতা। যার অভিনয় যত নিপুন সে তত বেশি সুখি। মানুষ যেন প্রতিটা মূহুর্তে অভিনয় করে চলেছে। আপনার কবিতার মধ্যে দিয়ে দারুণ একটা বিষয় ফুটে উঠেছে। দারুণ লিখেছেন ভাই খুব ভালো লেগেছে কবিতা টা।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আসলে এই পৃথিবীটা একটা রঙ্গ মঞ্চ। এখানে মানুষগুলো আসলেই তাদের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে। মিথে এই দুনিয়ার অভিনয়, স্বার্থপরতা আর ছলচাতরি নিয়ে বেশ সুন্দর বাস্তবমুখী একটি কবিতা আজকে আপনি আমোদের কে উপহার দিলেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার কবিতার মর্মার্থ বোঝার জন্য।

 2 years ago 

দুনিয়াটাই এমন ভাইয়া, স্বার্থ হাসিলের জন্য কত অভিনয় করে যাচ্ছে মানুষ! কেউ স্বার্থ হাসিলের জন্য খুন করতেও দ্বিধাকরে না! আবার দেখি ভালোবাসার সাথেও অভিনয় করে, মিথ্যে অভিনয়! দিনশেষে স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে! দুনিয়াটাই যে এমন হয়ে গেছে। চমৎকার একটি কবিতা লিখলেন ভাইয়া 🌼

 2 years ago 

সত্যিই দুনিয়া এখন স্বার্থপরদের দখলে চলে গেছে। তবুও আমাদের টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতাটি বাস্তবমুখী আসলে এই কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

কিছু স্বার্থপর মানুষের অভিনয় এতোটাই কৃত্রিমতা প্রকাশ পায়, তখন সত্যিই বলতে ইচ্ছে করে নশ্বর পৃথিবীতে তোমার সময়কাল কতটুকু ?

আপনি সব সময়ই চমৎকার চমৎকার পোস্ট আমাদের কে উপহার দিয়ে আসতেছেন। আপনার আজকের লেখা কবিতা অভিনেতা পড়ে ভীষণ ভালো লাগলো। বাস্তবতা তুলে ধরেছেন। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের একদিন না হয় একদিন স্বার্থপর দুনিয়ার মানুষদের রেখে চলে যেতে হবে। তাই আমাদের উচিত মানুষের সাথে স্বার্থপর না করা। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ লিমন কবিতার মর্মার্থ বোঝার জন্য।

 2 years ago 

এখন তো মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। নিজের স্বার্থ হাসিলের জন্য সবাই কত যে অভিনয় করে বলা যাবে না। হাসতে হাসতে মানুষের খুন ও করতে পারে তারা। আপনি কিন্তু খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। প্রত্যেকটি লাইন পড়ার সাথে সাথে মনটা ভরে গেল। এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা যায়। খুবই ভালো ছিল এই কবিতাটিও।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
মানুষ এখন মুখোশের আড়ালে বড্ড স্বার্থপর।

 2 years ago 

সত্যি ভাইয়া কিছু কিছু মানুষের অভিনয় দক্ষতা এতটাই বেশি যে অভিনয়ের আড়ালের বর্বরতা বুঝতেই পারা যায় না। আসলে সবাই সেরা অভিনয় করে। ক্ষুদ্র জীবনে অনেক মানুষই তো দেখলাম। তাদের অভিনয়ের মাত্রা যখন বেড়ে যায় তখন মনে মনে ভীষণ অবাক লাগে। আসলে মানুষ কতটা বদলে যায়। হাসতে হাসতে মানুষ খুন করতেও হাত কাঁপে না কারো। ভাইয়া আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
কিছু মানুষের স্বার্থ আর অভিনয়ের আড়ালে বহু মানুষের স্বপ্ন হারিয়ে যায়।

 2 years ago 

এটাই তো রঙিন দুনিয়ার খেলা। সবাই যদি পরে কি এটা ভাবতো তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর ভাবে সাজাতে পারতো। কিছু কিছু মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নেই। সবাই শুধু অভিনয় করতে যানে। যাই হোক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64