স্বরচিত কবিতা : চাহিদার লাগাম || Original Poetry : Demand bridle.

in আমার বাংলা ব্লগ2 years ago
স্বরচিত কবিতা
চাহিদার লাগাম


স্বরচিত কবিতা (1).gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ এমন একটি কবিতা নিয়ে হাজির হয়েছি যা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবনে। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে বেশ বিপদে পরে যাচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষেরা। প্রতিদিন দাম বেড়ে চলেছে গতকালের তুলনায় আজ। আমাদের হাতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার ক্ষমতা মোটেই নেই তবে নিজের চাহিদার লাগাম টেনে ধরেছি। যে খাবারটা হয়তো কিছুদিন আগে খুব প্রিয় ছিল কিন্তু আজ খাওয়া ভুলে যাচ্ছি, কারন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তবুও নিরন্তর সংগ্রাম করা আর চেষ্টা চালিয়ে যাওয়ার নাম মধ্যবিত্ত।

"চাহিদার লাগাম"

দ্রব্য মূল্য আজ লাগাম ছাড়া
কেউ কেউ বলে রাঁধো তেল ছাড়া
তেলের দাম এখন বড়ই আগুন
ভাজি করে খাইনা আর বেগুন।

জ্বালানি তেলের দামের দাপট
দ্রব্যমূল্য দাঁড়িয়েছে বড়ই প্রকট,
দাম নিয়ে জনগণ করছে হাঁসফাঁস
গরিব মানুষের ছুটেছে নাভিশ্বাস।

বাজারের ব্যাগ হাতে নিয়ে দাড়িয়ে
ভেবেই পাইনা কিসে দেবো ভরিয়ে
ক্রয়ের ক্ষমতা আসছে যেন ফুরিয়ে
চাহিদার মুখে লাগাম দিলাম পরিয়ে।

মনের মাঝে আজ বেজায় কষ্ট
স্বাদের চিংড়ির দামে চোখ ছানাবড়া,
রুই মাছটাও হলো না কেনা,
কিনেছি সেই দামে তেলাপিয়ার পোনা।

দূরভিক্ষ যেন ধেঁয়ে আসছে
পাচ্ছি যেন ভারী আভাস,
খাবার অভাবে আজ কষ্টে মানুষ
তবুও তোমার হয়না যেন হুঁশ।



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

এটা শুধুমাত্র একটা কবিতা নয়, অজস্র মধ্যবিত্তে মনের ক্ষোভ আর কষ্ট। জানিনা কবে আবারো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তবে এ যুদ্ধ মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের ঘটনা। কবিতা কার কাছে কেমন লেগেছে জানাবেন দয়াকরে। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন এতে করে সামনে হয়তো ভালো কিছু উপহার দিতে পারবো। প্রতিটি মানুষকে উপর ওয়ালা স্বস্তিতে রাখুন, এই কামনায় বিদায় নিলাম।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বাস্তব মুখি একটি কবিতা লিখেছেন ভাই আপনি।আমাদের বর্তমান পরিস্থিতি সত্যি অনেক ভয়ংকর।জানিনা কবে এটা থেকে মুক্তি পাব।

 2 years ago 

এটা থেকে মুক্তি পাওয়া এতো সহজ হবেনা।
তবে চেষ্টা চালিয়ে যেতেই হবে এটা বড় বিষয়।
অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

একদম পারফেক্ট সময়ে পারফেক্ট একটা কবিতা লিখেছেন ভাইয়া। সত্যি বর্তমানে যত দিন যাচ্ছে তত বেশি জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আসলে এতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের বেশি সমস্যা করতে হচ্ছে। সমস্যাটা মূলত সমাধান করার উপায় নেই কিন্তু যেটা বলেছেন পছন্দের খাবার এখন খাওয়ার কথা ভুলে যেতে হচ্ছে। আপনার কথাগুলোতে আমি একদমই একমত। এই বিষয়টা নিয়ে কবিতা লিখেছেন কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আসলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আজ মনটা খুব খারাপ ছিল তাই কবিতাটি লিখে ফেললাম।

 2 years ago 

মনের মাঝে আজ বেজায় কষ্ট
স্বাদের চিংড়ির দামে চোখ ছানাবড়া,
রুই মাছটাও হলো না কেনা,
কিনেছি সেই দামে তেলাপিয়ার পোনা।

আপনি আজকে কবিতার মাধ্যমে বাস্তবতা তুলে ধরেছেন। দ্রব্যমূল্যের যে ভাবে দাম বাড়ছে মধ্যবিত্ত মানুষের জীবনে খুব কষ্টে কাটতেছে। নিজের খুব পছন্দের খাবার গুলো আগের মতো এখন আর খাওয়া হয়না। প্রতিনিয়ত যুদ্ধ করে এগিয়ে চলছি আমরা। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

বেশ চমৎকারভাবে কবিতার মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরেছেন আমাদের মাঝে। দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়ছে মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে উঠছে। সবকিছুর দামই এখন বেড়েই চলছে, আর একবার দাম বাড়লে তা কমার কোনো নাম নেই। অনেক সুন্দরভাবে কবিতার মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারাই আমার কবিতার অনুপ্রেরণা।

চেষ্টা করেছি নিজের ভেতরে থাকা কিছু ক্ষোভ প্রকাশ করতে, আমার কবিতার মাধ্যমে।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম যেহেতু আমাদের টেনে ধরার ক্ষমতা নেই। সেহেতু চাহিদার লাগাম টেনে ধরা ছাড়া কোন উপায়ও নেই। এখন সবকিছু ব্যালেন্স করে বেঁচে থাকার জন্য পছন্দের অনেক জিনিসকেই তালিকা থেকে বাদ দিতে হচ্ছে। নিজের কথাই বলি বড় চিংড়িগুলো লাস্ট কবে কিনেছিলাম ভুলে গিয়েছি। চিংড়ি মাছ খুব পছন্দ করি তো তাই ছোট চিংড়ি গুলো কিনে আনি। যাইহোক ভাই সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনার লেখা কবিতা মুগ্ধ হয়ে পড়লাম। তবে বাস্তব চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠায় মনটা খারাপ হয়ে গেল।

 2 years ago 

আসলে আমরা মধ্যবিত্ত বলে কথা, খারাপ লাগাটা প্রতিদিনের ঘটনা। আমাদের চাহিদার লাগাম টেনে ধরতেই হবে যেভাবেই হোক। চিংড়ি মাছ আমারও খুব পছন্দ কিন্তু পরিস্থিতির চাপে কেনা হয়না আরকি 😕

 2 years ago 

খাদ্য দ্রব্যমূল্য নিয়ে "চাহিদার লাগাম "খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার সাথে আসলেই বাস্তবতার মিল আছে বেগুন ভাজি সত্যিই অনেক তৈল দিয়ে করতে হয়।ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।
কবিতাটি বাস্তবিক পরিস্থিতি নিয়ে লিখা, আর বেগুন ভাজি সত্যিই আমার ভীষণ পছন্দের খাবার ছিল।

 2 years ago 

তবুও নিরন্তর সংগ্রাম করা আর চেষ্টা চালিয়ে যাওয়ার নাম মধ্যবিত্ত।

ভাইয়া, মধ্যবিও ফ্যামিলি গুলো এমন একটা ফ্যামিলি যে ফ্যামিলি লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না। আর এখন যেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবার গুলোর অবস্থা কেমন হবে সেটা আর কিছু বলার নেই। কয়েক দিন আগে মাছ কিনতে গিয়েছি যে মাছের দাম আগে ছিলো ১৫০ টাকা এই মাছের দাম এখন ২০০ টাকা হয়ে গিয়েছে।আমাদের ইনকাম বাড়ছে না কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ছে।তাই আমরা মধ্যবিত্তরা এটা নিয়ে এখন চিন্তা করছি।ভাইয়া,চাহিদা লাগান নিয়ে যে কবিতাটি লিখেছেন একদম বাস্তব কথা কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন।

দূরভিক্ষ যেন ধেঁয়ে আসছে
পাচ্ছি যেন ভারী আভাস,
খাবার অভাবে আজ কষ্টে মানুষ
তবুও তোমার হয়না যেন হুঁশ।

কবিতার এই কথাগুলো একদম বাস্তব।ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই তাই, এখনকার দিনে মধ্যবিত্তের অবস্থা সবথেকে খারাপ। জানিনা কবে দিনগুলো আবার স্বাভাবিক হবে। মন ভীষণ খারাপ ছিল, তাই কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63