স্বরচিত কবিতা : অপরাজিতা, আমার ভালোবাসার রচিতা || Original Poetry by @emranhasan.
অপরাজিতা, আমার ভালোবাসার রচিতা |
---|
কিছু ভালোবাসা অসহায় হয়ে যায় পরিস্থিতির চাপে। কিছু ভালোবাসা হারিয়ে যায় নির্মমতার শিকার হয়ে। ভালোবাসায় অর্থ সম্পদ আর প্রভাব প্রতিপত্তি বিশাল বাঁধা হয়ে দাঁড়ায়। আবির বুঝতে পারছিলো অপরাজিতাকে হয়তো তার কাছ থেকে কেড়ে নেয়া হবে। কিন্তু কিভাবে বেঁচে থাকবে সে অপরাজিতাকে ছাড়া? কিন্তু শত্রুর হুমকি জীবন কেড়ে নেয়ার, আবির অসহায় হয়ে অপরাজিতাকে সব জানায়। কিন্তু এই অবুঝ মেয়েটা বুঝতে চায় না তার অপারগতা। কেঁদে বুক ভাসিয়ে দুর্বল করে দেয় এক অসহায় হৃদয়। তখন আবির আর নিজেকে ধরে রাখতে পারে না। শপথ নেয় যদি মরতে হয় একসাথে মরবে আর বাঁচতে হলে একসাথে বাঁচবে। অপরাজিতা আঁকড়ে ধরে আবিরকে। আবির সায় জানায় যেকোন মূল্যে তার ভালোবাসাকে সে আঁকড়ে ধরবে। মূহুর্তেই শত্রুর থাবায় রক্তাক্ত হয়ে যায় আবিরের দেহ, অপরাজিতা চিৎকার করতে থাকে। একসময় আবির দেহ নিথর হয়ে মাটিতে পড়ে থাকে। নিস্তব্ধতা ঘিরে ধরে অপরাজিতাকে চিরতরে।
মনের দিক থেকে হওনি পরিণীতা
সেদিনের ছোট্ট কথায় দুফোটা জল
গড়িয়ে পরছিলো দু'চোখ বেয়ে।
তুমি বোঝনি কেন দিয়ে হৃদয়?
আমি করেছি নিজের সাথেই অভিনয়
আমাদের ভালোবাসার নেই পরাজয়।
তোমার মাঝে ভালোবাসার বিশুদ্ধতা
সাধ্য নেই কারো তোমায় কেড়ে নেয়
তুমি জুড়ে আছো পুরো হৃদয়।
তাইতো অশনি সংকেত দিয়েছি তোমায়,
ভয় পেয়ো না যতক্ষন রয়েছে দেহে প্রান
সাধ্য নেই কারো আলাদা করে তোমায়।
আমায় না পেলে পরবে যেন ফাঁসি
আছড়ে পরলে যেন আমার বুকে
আঁকড়ে ধরে ছিলে অন্তিম সুখে।
কিছু ভালোবাসা অমর এবং অক্ষয়। আবিরকে হারিয়ে অপরাজিতা চিরতরে নিস্তব্ধ হয়ে যায়। আর কখনো তার মুখে কথা শোনেনি কেউ। এযেন এক জীবন্ত পাথর মূর্তি।।।।।।।
ভুল ত্রুটি মার্জনা করবেন।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আমার কাছে কবিতা ভীষণ ভালো লাগে পড়তে। আপনার কবিতা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন মন ছোঁয়া ছিল। আপনার কবিতার নামও ঠিক তেমনি ছিল "অপরাজিতা, আমার ভালবাসার রচিতা"। আমার কাছে কবিতার বিষয়টি ভীষণ ভালো লেগেছে যে বিষয় তুলে ধরে আপনি কবিতাটি লিখেছেন। কবিতা লিখতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কবিতা অনেক ভাবনা চিন্তা করে লিখতে হয়। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু আমার কবিতাটি পড়ার জন্য। আমি জানি আপনিও কবিতা পড়তে ভালোবাসেন।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমাদের সমাজে এমন অহরহ প্রেম আছে,ভালোবাসা আছে যেগুলো টাকার কাছে অথবা অহংকারের কাছে বা শত্রুর থাবাই মুহুর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়।অপরাজিতার আবেগী মনের জন্য আজ আবিরকে প্রাণ দিতে হলো।অপরাজিতা যদি হইতো বুঝতে পারত আবিরের বলা কথা গুলো তাহলে আবির প্রাণে বেঁচে যেত।আবির ও অপরাজিতার সেই চোখের পানিতে নিজেকে নিমেষে শেষ করে দিল নিজের জীবনটাকে।অনেক মর্মাহত একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।কবিতা পড়ে আবির এবং অপরাজিতার জন্য খারাপ লাগতেছে।
সত্যিই তাই আপু। আবির বুঝিয়ে বলার চেষ্টা করেছে, বিপদ ঘুরছে তার আশেপাশে। কিন্তু অপরাজিতার ভালোবাসার কাছে হার মেনে যায় আবির।
ধন্যবাদ আপু আমার কবিতাটি পড়ার জন্য।
অপরাজিতা নিয়ে একটি ছবি ও গান রয়েছে। আমি দুটোই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেছিলাম। আর আজকে দেখতে পেলাম আপনার এই কবিতাটি। বেশ ভালো হয়েছে এবং প্রত্যেকটা লাইনেই ভালোবাসার আত্মপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য
অনেক ধন্যবাদ ভাই মনোযোগ দিয়ে কবিতাটি পড়ার জন্য। ভালো থাকুন দোয়া রইল।
আবিরকে হারিয়ে অপরাজিতা চিরতরে নিস্তব্ধ হয়েছে জেনে সত্যি খারাপ লাগলো। আসলে এরকম হাজার ভালোবাসা আড়ালে রয়ে যায়। কিংবা চিরতরে হারিয়ে যায়। হয়তো ভালবাসাগুলো অপূর্ন থেকে যায়। ভালোবাসা পূর্ণতা দেওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
সত্যিই এমন অজস্র ভালোবাসা অর্থ আর সম্পদের দম্ভের কাছে পরাজিত হয়ে যায়। ধন্যবাদ আপু কবিতাটি পড়ার জন্য।
বেশি ভালোবাসলে মনে হয় দুইজনকে নিয়তি আলাদা করে দেয়।যাই হোক দারুন কবিতা লিখেছেন।ভাইয়া ইদানিং ভালোবাসা নিয়ে গবেষণা করে,ব্যপারটা বেশ সন্দেহজনক😉।
দারুন ছিলো।ধন্যবাদ
আপু আমি কবিতা লিখতে ভীষণ পছন্দ করি। গল্পের মাঝে কবিতা আর কবিতার মাঝে গল্প খুঁজে বেড়াই।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
ভাইয়া আপনার কবিতার পটভূমি দারুণ হয়েছে। মনে হচ্ছে একটি নাটকের দৃশ্য আমার চোখে ভাসছে।সম্পূর্ণ কবিতার লাইন গুলোও এতটাই মনমুগ্ধকর যে আমি কয়েকবার দেখলাম।এক কথায় অসাধারণ কবিতা লিখেছেন।
আসলে আমি যখন কবিতাটি লিখছিলাম তখন আগে এই গল্পটি চিন্তা করেছিলাম। আর সত্যি বলতে এধরনের ঘটনা আমি একবার দেখেছি। তাই সবমিলিয়ে ভালোভাবে লিখার চেষ্টা করেছি।
ধন্যবাদ আপু 💌
আপনি ঠিক বলেছেন কিছু ভালোবাসা অমর এবং অক্ষয়। সত্যিই ভালোবাসা গুলো অদ্ভুত। একেক জনের ভালোবাসা একেক রকম। আবির ও অপরাজিতার প্রেমের কবিতা পড়ে খুব খারাপ লাগলো। কবিতার লাইন গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো সুখে শান্তিতে থাকুন এই কামনা রইলো 🤲।
ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য।
https://twitter.com/emranhasan1989/status/1605133627381383168?t=y-FyKnrUJywaqu7PhCazpw&s=19
আসলে সব ভালোবাসা পূর্ণতা পায় না ভাইয়া। কিছু ভালোবাসা কিন্তু চেষ্টা করলেও অপূর্ণই থেকে যায়। আবির কে হারিয়ে অপরাজিতা অনেক কষ্ট পায়। আসলে কষ্ট পাওয়ারই কথা । কবিতাটি বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আমার কবিতাটি উপলব্ধি করার জন্য। সত্যিই অনেক ভালোবাসা পূর্ণতা পায় না।