"চিকেন আলু রোল" আমার প্রথম রেসিপি 👨‍🍳 || একবার খাবেন বারবার চাইবেন || (My Home Made Recipe Chicken potato Roll with Steemit logo roll)

in আমার বাংলা ব্লগ3 years ago

"রান্না একটি শিল্পকর্ম"



আমার বাংলা ব্লগের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আশাকরি সবাই ভালো আছেন ❣️। আজ আপনাদের সামনে হাজির হলাম আমার খুব প্রিয় এবং মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি আমি নিজে কিছুটা পরিবর্তন কিংবা বিবর্তন ঘটিয়ে তৈরি করেছি। চলুন দেখে আসি আমার রেসিপিটি।



" 🍗চিকেন আলু রোল 🍠"



IMG_20210702_220624~2.jpg

divider-2461548_640.png

সংক্ষিপ্ত বিবরণ 👨‍🍳:-


চিকেন আলু রোল মূলত মুরগির মাংস এবং আলু সম্বলিত একটি রোল। রেস্তোরাঁয় যেসমস্ত চিকেন রোল পাওয়া যায় সেগুলোতে শুধুমাত্র মুরগির মাংস ব্যাবহার করা হয় এবং এগুলো অধিকাংশ অস্বাস্থ্যকর। আমি মুরগীর মাংস আর আলুর সংমিশ্রণে নতুন একটা চিকেন আলু রোল তৈরি করে দেখাবো।

রেসিপিটি তৈরির উপকরণ 👨‍🍳:-


IMG_20210702_192011~2.jpg

IMG_20210702_192054.jpg

IMG_20210702_192039.jpg



উপকরণপরিমাণ
মুরগির মাংস২৫০ গ্রাম
আটা৩ কাপ
আলু২৫০ গ্রাম
পেঁয়াজ২ টি
কাঁচা মরিচ৪-৫ টি
শুকনো মরিচ৪ টি
সোয়াবিন তেল১ কাপ
সরিষার তেল১ চামচ
পাঁচ ফোড়ন১ চামচ
কালোজিরা১/২ চামচ
লবণস্বাদ মতো

peppers-575843_640.png

রেসিপিটির ধাপ সমূহ 👨‍🍳:-


১ম ধাপ 👨‍🍳:-

IMG_20210702_193505.jpg

IMG_20210702_193738.jpg

প্রথমে আলু গুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে হবে । এবার পেঁয়াজ তেলে ভেজে নিতে হবে, যতক্ষন না বাদামী রঙের হচ্ছে। এটি মূলত আলু ভর্তার জন্য করা। তারপর মুরগীর মাংস ছোট ছোট টুকরো করে এটিকে মসলা মিশিয়ে তেলে ভেজে নিতে হবে।

২য় ধাপ 👨‍🍳:-

IMG_20210702_192110.jpg

IMG_20210702_194314.jpg

IMG_20210702_194715.jpg

IMG_20210702_194538.jpg

এখন আমাদের আলু ভর্তা করার পালা। প্রথমে সেদ্ধ আলু গুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। এবার এটির সাথে পেঁয়াজ, সরিষার তেল, শুকনো মরিচ, পাঁচ ফোড়ন মশলা, লবণ এবং মাংসের টুকরোগুলো ভালো ভাবে মিশিয়ে আলু ভর্তা করে নিতে হবে। এটি হলো আমাদের চিকেন আলু রোলের পুর।


৩য় ধাপ 👨‍🍳:-

IMG_20210702_195002.jpg

IMG_20210702_195448~2.jpg

IMG_20210702_194751.jpg

তিন কাপ আটা একটি বাটিতে নিয়ে এরমধ্যে কিছুটা পানি, সোয়াবিন তেল এবং একটু কালোজিরা মিশিয়ে রুটির আটা / কাই করে নিতে হবে। এখানে আরও একটা বিষয় হলো কিছুটা আটা পানির সংমিশ্রণে গুলিয়ে নিতে হবে। এটি মূলত রোল করার সময় রুটির কোনায় লাগাতে হবে যাতে রোল খুলে না যায় এবং রোল তেলে ভাজার ঠিক আগ মুহূর্তে রোলের প্রান্তগুলো চুবিয়ে নিতে হবে।


৪ র্থ ধাপ 👨‍🍳:-

IMG_20210702_200802.jpg

IMG_20210702_200952.jpg

IMG_20210702_200955.jpg

IMG_20210702_201011.jpg

IMG_20210702_201048.jpg

এবার রোলের রুটি তৈরি করার পালা। রুটি তৈরির আটা পিড়ি এবং বেলোনের সাহায্যে রুটি তৈরি করতে হবে। চেষ্টা করুন রুটিটি যাতে গোল হয়। এবার একটি ছুরি দিয়ে কেটে নিতে হবে চারটি ভাগে।


৫ ম ধাপ 👨‍🍳:-

IMG_20210702_201145.jpg

IMG_20210702_201208.jpg

IMG_20210702_201245.jpg

এবার রুটির টুকরো গুলোর মধ্যে আলু আর মাংসের পুর ভরে মুড়িয়ে নিতে হবে। মোড়ানোর সময় রুটির একটি কোণ গুলিয়ে রাখা আটায় ভিজিয়ে নিয়ে শক্ত করে রোলটি আটকিয়ে দিতে হবে না হলে এটি খুলে যাবার সুযোগ থাকে।

৬ ষ্ঠ ধাপ 👨‍🍳:-

IMG_20210702_203628~2.jpg

IMG_20210702_204258.jpg

IMG_20210702_204736~2.jpg

IMG_20210702_205015~2.jpg

IMG_20210702_205247.jpg

এটি হচ্ছে আমার পুরো রেসিপির সবথেকে মজার এবং আকর্ষণীয় অংশ। এখানে আম আমাদের প্রিয় স্টিমিটের লগোটি রোলের সাহায্যে তৈরি করেছি। বিষয়টি খুব কষ্টসাধ্য ছিল কিন্তু আমি পেরেছি। প্রথমে রুটির উপরে পুর দিয়ে লগো বানিয়েছি তারপর আর একটি রুটি এর উপর দিয়েছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পুরো আকৃতিটি দিয়েছি। অবশেষে একটি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটি থালায় সব একসাথে ভেজে নেবার জন্য সাজিয়ে নিলাম।

৭ ম ধাপ 👨‍🍳:-

IMG_20210702_210837.jpg

IMG_20210702_210847.jpg

IMG_20210702_210903~2.jpg

IMG_20210702_210720~2.jpg

IMG_20210702_210702.jpg

এবার রোলগুলো তেলে ভেজে নেবার পালা। শুরুতেই গোলানো আটায় রোলের প্রান্তদেশ চুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। ছবিতে আমি আমার প্রিয় স্টিমিট লগো ভাজছি। রোলগুলো বাদামী রঙের হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিতে হবে।

👨‍🍳 পরিবেশন 👨‍🍳:-

IMG_20210702_220624~2.jpg

আসলে পরিবেশনটি নিজের কাছে, যে যেভাবে সাজাতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে লগো এঁকেছি, স্টিমিট লগো সবার উপরে দিয়েছি আর সবদিকে রোলগুলো ছড়িয়ে দিয়েছি। একটু সৌন্দর্যের জন্য ধনিয়া পাতা আর সসা কেটে দিয়েছি।

"এখানে আমি বোঝাতে চেয়েছি স্টিমিট উদিয়মান আর আমরা ঐ রোলগুলোর মতো ঘিরে আছি স্টিমিটকে। আর লাল সসে, ভালোবাসি তোমায় স্টিমিট।"

আপনি আপনার মতো সাজিয়ে নেবেন, অবশ্যই যাতে আমার থেকে ভালো হয় ☺️।

👨‍🍳 ছবি তোলা পর্ব 👨‍🍳:-

IMG_20210702_221757.jpg

কষ্ট করলাম যার জন্য তাকে নিয়ে ছবি না তুললেই নয়। "ভালোবাসি তোমায় স্টিমিট"।

IMG_20210702_221431.jpg

একটু ছবি তুললাম আপনাদের জন্য। দেখতে যদিও তেমন সুদর্শন আমি নই তারপরেও সাহস করে আপনাদের সামনে আসা আরকি।



পরিশেষ 👨‍🍳:-

আমার এটা প্রথম রান্নার রেসিপি। আমি সত্যিই জানিনা আমি কতটুকু সুন্দর উপস্থাপন করতে পেরেছি। কিন্তু আমি চেষ্টা করেছি আর চেষ্টা করেই যাবো। ভুল ত্রুটি মার্জনা করবেন। পরিশেষে অভিভাবকে @rme ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কিন্তু ফিরে আসছি শিঘ্রই।

chef-1417239_640.png

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টে ব্যবহার করা মার্কডাউন খুবই সুন্দর ছিল। উপস্থাপনা গুলো প্রফেশনাল লেভেলের ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে স্টিমেট এর লোগো বানানোর ব্যাপারটি। লোগোটি একদম আসলের মতই হয়েছে। তবে এই লোগোটির মধ্যে একটা পার্থক্য হলো এ লোগোটি আপনি খেতে পারছেন 😅

 3 years ago 

জি ভাই অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ভাই লগোটি খেতে খুব খারাপ লাগছিল 😭
মনে করছিলাম সাজিয়ে রাখবো কিন্তু নষ্ট হবে ভেবে খেয়েই ফেললাম 😊
এটার স্বাদ ভাই বলে বোঝানো যাবে না।😊

 3 years ago 

Amader khawassen kobe

 3 years ago 

ইনশাআল্লাহ ভাই 💗
একদিন অবশ্যই খাওয়াবো।

 3 years ago 

আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে স্যার 💓

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য ♨️

 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি বানিয়েছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ 💗
লগোটা আপনার কাছে কেমন লেগেছে?

 3 years ago 

লগোটির আকৃতিও ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ 💗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55