আমার জীবনের কিছুটা গল্প আর আমার একটি কবিতা "কবির আবির্ভাব" || (My Poetry just for you)

in আমার বাংলা ব্লগ3 years ago

"শুভ কামনা অবিরাম"



বাংলা ভাষার সম্মানে প্রতিষ্ঠিত চমৎকার একটি সম্প্রদায় হলো "আমার বাংলা ব্লগ"। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ব্লগ একদিন এক অনবদ্য ইতিহাস রচনা করবে। তবে অবশ্যই আমাদের সবোর্চ্চ ভালো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি একজন যান্ত্রিক প্রকৌশলী। যন্ত্রের সঙ্গে আমার সদা বসবাস কিন্তু বিশ্বাস করুন, মনকে কখনও যন্ত্র হতে দেয়নি। নিরন্তন ছুটে চলেছি মনের কিছুটা সমৃদ্ধি আর শান্তির উদ্দেশ্যে। তার মাঝেই স্টীমিটকে খুঁজে পাওয়া আর নতুন করে মনের মতো বাঁচতে শেখা। বিশ্বাস করুন যখন থেকে আপনাদের সাথে পথচলা তখন থেকে নিজেকে একটি বারের জন্যও একা অনূভূত হয়নি। কখনও মনে হয়নি আমি যান্ত্রিক শহরে একা একজন মানুষ। যাক শতকষ্ট আর ক্লান্তির মাঝেও মনের খোরাক জুগিয়ে চলছি যার প্রধান রসদ রয়েছে "আমার বাংলা ব্লগে"।

"এই পথ চলা যেন‌ শেষ না হয়"🚶🚶🚶🚶


চলুন আমার কবিতাটি দেখে আসি। আমার বাংলা ব্লগে নতুন এই কবির আবির্ভাব ঘটেছে। তাই আমি আমার কবিতার নাম দিয়েছি -
"কবির আবির্ভাব"।



IMG-20210701-WA0010.jpg

ছবি তোলার স্থানমোবাইল এমআই নোট-৩

divider-5318234_640.png

"কবির আবির্ভাব"

✍️ ইমরান হাসান

কবিতার অরচিত আবদার,
আমি শুনি তার হা-হা-কার।
কবিতার কবি নয়,
কবি হোক মানবতার।

কাব্য রচনা করতে সূচনা,
অবচেতন থাকে মন।
কবিতার মানে শুধু কাব্য নয়,
কবিতার মাঝে সমাজের অভিনয়।


কবিতার মানে সুমিষ্ট বাক্য নয়,
কবিদের অনুভূতির প্রকাশ হয়।
পৃথিবীটা সাজানো কবিতা আর গল্পে,
লিখা হয়না সময় সংক্ষিপ্তে।

divider-5318234_640.png

আসলে একটা সময় ছিল যখন বিদ্যালয়ে পড়তাম, আমি প্রচুর কবিতা লিখতাম আর বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকতাম। আবার আরও একটা বিষয় ছিলো নতুন কিছু তৈরি করার নেশা, যা থেকেই পরবর্তীতে প্রকৌশলী হয়ে ওঠা। যাক সে অনেক বড় গল্প না হয় আর একদিন বলবো।
"ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন" ।
অনেক রাত হয়ে গেল, আবার কাল কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায়। ও আরও একটা বিষয় ধন্যবাদ অভিভাবক @rme আমাকে আপনাদের সম্প্রদায়ে কিছুটা মত প্রকাশের জায়গা করে দেওয়ার জন্য।

floral-1751088_640.png

"🌛শুভ রাত্রি🌜"

sleep-5655423_640.png

সংগ্রহশালা

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া কবিতা নিয়ে সুন্দর মনের ভাব ব্যক্ত করেছেন কবিতাটিতে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে 💗
চেষ্টা করছি আপনাদের সাথে কিছুটা মনের ভাব প্রকাশ করার।
সবসময়ই আপনার সুচিন্তিত মতামত আশা করি।
@green015 🥀

 3 years ago 

স্যার আপনার কবিতা অসাধারণ হয়েছে। পরে অনেক ভালো লাগলো ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য ♨️

 3 years ago 

আপনাকে স্বাগতম স্যার

 3 years ago (edited)

লেখার ভাব এবং শব্দ চয়ন দুটোর দক্ষতাই ভালো দেখা যাচ্ছে, তো মশাই কবিতাটি আরো একটু লম্বা হলে ভালো হতো, আমাদের এখানে আবার লম্বা ছেলে বেশী পছন্দ করে সবাই, হা হা হা হা

ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। তবে একটা প্রশ্ন আছে কদম ফুলের সাথে হাতটি মনে হচ্ছে মেয়েদের, সে কে ভাই?

 3 years ago 

হা হা হা ☺️☺️☺️
কিছু কিছু জিনিস ঘোমটার আড়ালে থাকলে ব্যাপারটা আকর্ষণীয় থাকে ☺️
ভাই কবিতার ঐ কয়েকটি লাইন দুই রাতের নির্ঘুম কষ্টের ফসল 🙂 ভাই বের হতেই চায়না।
ভাই টেনে টুনে ছেলেটাকে বড় করা যায় নাকি দেখেন 😊
আর বাকিটা উপর ওয়ালার ইচ্ছা🥀

"শুভ কামনা অবিরাম"

 3 years ago 

অসাধারন কবিতা ও উপস্থাপনা। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ, প্রিয় ভাই @alsarzilsiam 💗

আপনার জন্য ও অনেক শুভকামনা রইল 🥀।

 3 years ago 

"কবিতার মানে সুমিষ্ট বাক্য নয়,
কবিদের অনুভূতির প্রকাশ হয়।
পৃথিবীটা সাজানো কবিতা আর গল্পে,
লিখা হয়না সময় সংক্ষিপ্তে।" যযার্থ বলেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার কবিতাকে উপলব্ধি করার জন্য ♨️
শুভ কামনা অবিরাম 🥀

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26