আমার তোলা আলোকচিত্র: প্রানীর সান্নিধ্যে || My photography: In the presence of Animals.

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা আলোকচিত্র
প্রানীর সান্নিধ্যে

আমার তোলা আলোকচিত্র.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। অনেকেই হয়তো জানেন শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফী পোস্ট করে থাকি। সত্যি বলতে ছবি তুলতে ভীষণ ভালো লাগে আমার, আর কিছু মনের মতো ছবি পেলেই চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপন করার। আজো আমার কিছু ব্যাতিক্রমধর্মী ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ কিছু প্রানীর ছবি ভাগ করে নেবো যাদের আমরা সচরাচর দেখে থাকি। তবে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশাকরি ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করা যাক।

IMG20220831113235~2.jpg

IMG20220831113243~2.jpg

IMG20220831113227~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

বড়লোক বেড়াল, হয়তো তার ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন বিড়ালটা একটু ভিন্ন ধাঁচের। সে আমাদের পাশের একটি বিল্ডিংয়ের মালিকের একমাত্র বিড়াল। মোটেও ময়লা খাবার পছন্দ করে না। সে ভালো খাবার ছাড়া মুখে অন্য কিছু দেয়না। তার গল্প বলতে গেলে আমার পুরো একটি পোস্ট লিখতে হবে। সে সদা গম্ভীর এবং শান্ত স্বভাবের। এককথায় বললাম সে সাধারণ কোন বিড়াল নয়।

IMG20220831121457~2.jpg

IMG20220831121158~2.jpg

IMG20220831121143~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

মিষ্টি বিড়াল, ভীষণ কিউট দেখতে বিড়ালটি আমাদের ছাদে বসবাসরত এক পরিবারের। নাম তার মিনি, তবে আকারেও বেশ ছোট্ট এখনো। ভীষণ দুষ্টুমি করে পুরো সিড়ি জুড়ে। মাঝে মাঝে ছাদে গিয়ে ঈলমা খাবার দিয়ে আসে আর তার সাথে দুষ্টুমি করে আসে।

IMG20220913194113~2.jpg

IMG20220913194022~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ছোঁচা বেড়াল নামটা ঈলমার দেয়া। দরজা খুলে যখন তখন তাকে দেখতে পাওয়া যায়। আর মিও মিও করে জানান দেয় খাবার আছে আমার জন্য? খুদা পেয়েছে যে।।
কি আর করা তাকে মাঝে মাঝেই আমরা সিঁড়ির ধারে খেতে দেই। তবে মাঝে মাঝে সুযোগ বুঝে বাসায় খাবারের জন্য হানা দেয়, তাইতো সে ঈলমার ছোঁচা বিড়াল।

IMG20221215160851~3.jpg

IMG20221228155443~3.jpg

IMG20221228155447~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ভেড়া সাবক, ভেড়ার সাবক গুলো কিছুদিন আগেই জন্মলাভ করছে। সামনেই এই লোক এদের লালন পালন করে। দুটো সাবক গুলো ভীষণ সুন্দর, সারাক্ষণ ছুটোছুটি করে। আমি তাদের ছবি ভালোভাবে তুলতেই পারলাম না, তারা খাবার খেতে ভীষণ ব্যাস্ত।

IMG20230113172112~2.jpg

IMG20230113172117~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

কুকুর ছানা, অনেকেই হয়তো এই সময়টাতে দেখে থাকবেন। ভালোই লাগে ছোট্ট এই কুকুর ছানাদের দেখতে। আমার জন্য বিপদ হয় ঈলমাকে নিয়ে স্কুলে যাওয়ার সময়। সে বায়না ধরে, বাবা আমরা কি একটি কুকুর ছানা বাসায় নিতে পারি? ভীষণ জেদ করে মাঝে মাঝে তো মন খারাপ করে থাকে। যাক বাসায় তো আর আনা যায় না, তবে দূর থেকে দেখাই কারন ওদের মা আবার ক্ষেপে গেলে মুশকিল হয়ে যাবে।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

ভাইয়া আমার মত একটা গরীব এমন একটা বিড়ালের ছবি দিলেন না কেন,দেখতাম একটু😉😉।ছোঁচা বিড়াল টা আসলেই ছোঁচা 😉।তবে কিউট আমার কাছে বেশি ভালো লেগেছে।কুকুরের অত্যাচারে আমি অতিষ্ঠ। ভেড়াগুলো সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

হা হা 😄
বিড়ালরা এখন আর গরিব নেই আমাদের মতো 🤓 ওদের কোন চিন্তা নেই, যেখানে সেখানে খাবার পেয়ে যায় ।

অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলোর প্রশংসা করার জন্য।।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

বড়লোক বিড়ালটি দেখেই বোঝা যাচ্ছে শান্ত স্বভাবের। তবে বিড়ালটি দেখে অনেক ভালো লাগলো। বিড়াল আমার কাছেও ভীষণ ভালো লাগে। আমাদের বাসার ও বিভিন্ন ধরনের বিড়াল রয়েছে। আপনার ফটোগ্রাফি ও উপস্থাপনা ভালো ছিলো। ভেড়া সাবক অনেক দিন পরে দেখলাম। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

হ্যা তোমাদের এদিকে বেশ বিড়ালের অত্যাচার রয়েছে দেখেছি। ধন্যবাদ তোমায় চমৎকার মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

বড়লোক বিড়ালের গল্প শুনে খুবই ভালো লাগলো। তার সাথে বড়লোক বিড়ালের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে। সত্যি দেখে বুঝতে পারছি বিড়ালটি কিরকম ধরনের। আর ছোঁচা বেড়াল নামটা কিন্তু ঈলমা দারুন দিয়েছে। আমাদের ঘরেও একটা রয়েছে এরকম বিড়াল, মাঝেমধ্যে আসে। ভেড়ার ফটোগ্রাফি তাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদিও দুইটা বেড়ার সাবককে দেখতে পারলাম না। কুকুরের ছবি সব মিলিয়ে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলোর প্রশংসা করার জন্য। বিড়ালগুলো সত্যিই খুব সুন্দর। ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 2 years ago (edited)

আপনার কাছ থেকে বড়লোক বিড়ালের গল্প একদিন শুনতে হবে ভাইয়া। বিড়াল গুলো দেখতে অনেক কিউট লাগছে। সবগুলো বিড়াল অনেক শান্ত স্বভাবের মনে হচ্ছে। আমাদের বাসায় বিড়াল নেই তবে আমাদের পাশের বাসায় এক আন্টির রয়েছে। বিড়াল টি স্বভাব অনেক ভালো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
বিড়াল আমার কাছে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ভাই বরাবরের মতই আপনার ভিন্ন ধরনের উপস্থাপন বেশ ভালো লাগলো। তবে বেশি ভালো লেগেছে আপনার দেয়া কেপশন গুলো যেমন বড়লোক বিড়াল, মিষ্টি বেড়াল, ছোচা বেড়াল হাহাহা।

 2 years ago 

ধন্যবাদ ভাই, বরাবরের মতো চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। হ্যা ক্যাপশন গুলো পোস্টের মান বৃদ্ধি করেছে।

 2 years ago 

এতগুলা প্রাণীর ছবি কোথায় থেকে ফেলেন ভাইয়া কতদিন লেগেছে আপনার।তবে আপনি শুক্রবার দিনে ফটোগ্রাফি শেয়ার করেন কিন্তু ফটোগ্রাফি গুলো ভিন্ন ধরনের হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে।আপনি বিভিন্ন ধরনের বিড়ালের ফটোগ্রাফি বেড়ার ফটোগ্রাফি এবং কুকুর ছানার ফটোগ্রাফি শেয়ার করেছেন।প্রত্যেকটি প্রাণীর ছবি দেখতে অনেক সুন্দর হয়েছে।এই ধরনের প্রাণী গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

যেমন আপনার ফটোগ্রাফি তেমনি আপনার প্রাণী গুলোর নাম।বড়লোক বেড়াল দেখে বোঝা যাচ্ছে সে অনেক কিউট। এবং বড়লোক বেড়াল ময়লা খাবার খায় না। মিষ্টি বিড়াল ও ছোঁচা বিড়াল ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। এক কথায় সব প্রাণীর ফটোগ্রাফি গুলো অসাধারণ। তবে সবগুলো ফটোগ্রাফি আপনি অনেক ধৈর্য ধরে করেছেন। ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই বেশ সময় নিয়ে ছবি তুলতে হয়েছে। ভালো থাকুন ভাই, দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62