আমার তোলা আলোকচিত্র: ফড়িংয়ের দেশে।|| My Photography: In the land of Dragonfly.

in আমার বাংলা ব্লগ5 days ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ফড়িংয়ের দেশে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমরা শোকাহত 🥺

#amarbanglablog পরিবার 🖤
প্রথমেই আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা @rme দাদার পিতার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি 🙏 নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার কাছে ফেরত যেতেই হবে। পিতৃহারা একজন মানুষ জানে মাথার উপর থেকে কত বড় ছায়াটা সরে গেছে। rme দাদা আমাদের অভিভাবক এবং তার এতো বড় দুঃসংবাদে পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই আমাদের দৈনন্দিন প্রার্থনার সাথে আংকেলের জন্য দোয়া করব, তিনি যেন স্বর্গ লাভ করেন। আর প্রতিষ্ঠাতার এই শোক আমাদের হৃদয়ে সমানভাবে বিরাজ করছে 🥺 ধৈর্য্য ধারণ এবং প্রার্থনা এই দুইয়ের মাধ্যমে দাদা শোক কাটিয়ে উঠবেন এই কামনা করি।

আজকে আসলে কোন কিছুই তেমন ভালো লাগছে না, কি করি 😕
শুক্রবার দিনটা আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি সবসময়ই। কিন্তু আজকে মন মানসিকতা একদমই ভালো না, পোস্ট করতেই তেমন ইচ্ছে করছিল না। তবুও চিন্তা করলাম আপনাদের জন্য কিছু ছবি নিয়ে একটা পোস্ট করি।
ফড়িং আমার ভীষণ ভালো লাগে, অন্তত যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা জানেন পোকামাকড় আমার বেশ ভালো লাগে। আর ফড়িং ভালো না লাগার কোন কারণ নেই। যাইহোক আজ শুধুমাত্র আমার তোলা কিছু ফড়িংয়ের ছবি নিয়ে পুরো আয়োজন সাজিয়েছি। আশাকরি ভালো লাগবে।



ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

হলদেটে বর্নীল ফড়িং। অনেকটা আলোর মায়ায় ছবিটা তোলা। ছবিটা যতবার দেখবেন এর ভেতরের আলো ছায়ায় হারিয়ে যাবেন আপনি। ফড়িংটা অসম্ভব সুন্দর দেখতে। আমার আমার ছাদের রেলিংয়ের ধার ঘেঁষে একদমই বাইরের দিকে খুব কাছ থেকে ছবিটি তুলেছি। আশাকরি ছবিগুলো বেশ কয়েকবার দেখতে ভুলবেন না।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সবুজ কুমড়ো পাতার মাঝে ফড়িং। ছাদে বেশ কিছু কুমড়া গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। এর মাঝেই চমৎকার সব ফড়িংয়ের আনাগোনা হয়েছে। সুযোগ বুঝে ফড়িং টার বেশ কিছু ছবি তুলে নিলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সাধারণ ফড়িং অসাধারণ দেখতে। ছবি দুটি জাষ্ট অসাধারণ এসেছে। ফড়িংটা যে ছোট্ট ডালে বসে ছিল, সেটার মাথার অংশ কিছুটা ভাঙ্গা আর পেছনের ইটের দেয়ালের লালচে আভা ফড়িংয়ের উপর পরে অসাধারণ দেখাচ্ছে ছবিগুলো।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

নিপুণ সৌন্দর্য। একেবারেই ছোট্ট এবং চিকন এই ফড়িংটি, কতটা ছোট্ট তা যদি বর্ননা করতে যাই তাহলে বলবো অতিরিক্ত ম্যাক্রোলেন্স ব্যাবহার করে এর ছবি তুলেছি। তবে অসাধারণ এসেছে ছবিগুলো।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

নজরকাড়া সৌন্দর্য। সত্যি বলতে আপনি সৌন্দর্য খুঁজতে গেলেই তা খুঁজে পাবেন। হতে পারে সেটা ঘাস লতাপাতার মাঝে কিংবা বিশাল নীল আকাশের মাঝে। যাইহোক আমার মিষ্টি আলু গাছের পাতার উপর হঠাৎ নজর পরেছে এই চমৎকার দেখতে ফড়িংয়ের উপর। এটি ভীষণ ছোট্ট আর আমার ক্যামেরার ফোকাস বারবার ছুটে যাচ্ছিলো, তবুও আপনাদের জন্য ছবিগুলো তুলতে পারলাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

যাইহোক আজ এই পর্যন্তই, সবাই দাদার পিতার জন্য দোয়া করবেন 🙏
আজ এখানেই বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 days ago 

একদম ঠিক বলছেন ভাইয়া আপনি দাদার পিতা আমাদের আঙ্কেলের মৃত্যুর সংবাদ শুনে সবার মধ্যে শোকের ছায়া বয়ে যাচ্ছে। পুরো দিনটা যে কত খারাপের গেল তা বোঝাতে পারবো না বলে। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। এতগুলো ফড়িং কোথায় পেলেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো আলাদা সৌন্দর্য বহন করে সব সময়।

 5 days ago 

গতকাল খবরটি পাওয়ার পর ভীষণ খারাপ লেগেছে। সবাইকে একদিন না ফেরার দেশে পাড়ি দিতে হবে। অনেক অনেক দোয়া রইল। সত্যি যেনো আপনার পোস্ট দেখে ফড়িংয়ের দেশে হাড়িয়ে গেলাম। এক পোস্ট এর মাধ্যমে বেশ কিছু রঙিন ফড়িং দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ফড়িং এর ফটোগ্রাফি করা খুব কঠিন কাজ। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। ছোট্ট এবং চিকন এই ফড়িংটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 4 days ago 

গতকালকে খবরটি জেনে খুবই খারাপ লাগলো।আপনি ঠিক বলছেন ভাই rme দাদা আমাদের অভিভাবক এবং তার এতো বড় দুঃসংবাদে আমাদের কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন স্বর্গ লাভ করেন। আজকে আপনি চমৎকার কিছু ফড়িং এর ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হলাম। মনে হচ্ছে আমি ফড়িং এর রাজ্যে চলে এসেছি। আপনি ধৈর্য নিয়ে দক্ষতার সঙ্গে ফটোগ্রাফি করেছেন ও আমাদের মাঝে উপহার দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয় ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়া জন্য।

 4 days ago 

সত্যি দাদার বাবার মৃত্যুর কথা শুনে বেশ খারাপ লেগেছে। সত্যিই এই শোক কাটিয়ে ওঠা বেশ কঠিন। তবে কঠিন সত্য আমাদের মেনে নিতে হবে। যাই হোক ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করা বেশ ধৈর্যের ব্যাপার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

ভাইয়া দাদার বাবার মৃত্যুর খবর শুনে নিজের কাছে অনেক খারাপ লাগলো। আল্লাহ পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আজকে আপনি অনেক সুন্দর সুন্দর ফড়িংয়ের ফটোগ্রাফি করেছেন।ফড়িংয়ের এর ফটোগ্রাফি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কারণ ধৈর্য ছাড়া এসব ফটোগ্রাফি করা যায় না। অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই ভালো লাগে।

 3 days ago 

সৃষ্টিকর্তা যেন এই কঠিন সময়ে দাদা কে ধৈর্য্য ধারণ করার মতো ক্ষমতা দেন। ফড়িং এর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই। ফড়িং তো খুবই দূরন্ত একটা প্রাণী এর ফটোগ্রাফি করা বেশ কঠিন। দারুণ করেছেন ফড়িং গুলোর ফটোগ্রাফি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 3 days ago 

ঠিক বলেছেন ভাইয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আজকে আপনি চমৎকার কয়েক প্রকারের ফড়িং এর ফটোগ্রাফি করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার ফড়িংয়ের ফটোগ্রাফি গুলো। আমার ঘরে আজকে একটি ফড়িং ঢুকেছিল কিন্তু ফটোগ্রাফি করতে পারলাম না অথচ আপনি কয়েক প্রকারের ফড়িংয়ের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে। ধাপে ধাপে সবগুলো ফড়িং এর ফটোগ্রাফিও বর্ণনা দিয়েছেন যা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর ফড়িংয়ের ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57684.56
ETH 3120.56
USDT 1.00
SBD 2.33