আমার তোলা আলোকচিত্র:) এলোমেলো ভিন্নতা। || My Exceptional photography.

in আমার বাংলা ব্লগ7 months ago
:) আমার তোলা আলোকচিত্র :)
এলোমেলো ভিন্নতা

ছবিটি কেনভা দিয়ে তৈরি

ঈদ মোবারক 🌙


শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। সবাই পরিবার পরিজন নিয়ে চমৎকার ঈদ উদযাপন করছেন আশাকরি। আসলে ঈদের পর সবাই বিভিন্ন জায়গায় ভ্রমন করতে পছন্দ করেন। যাইহোক যতটুকু সম্ভব সর্বোচ্চ আনন্দ করুন এই কামনা করছি।
আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজকে আমার তোলা বেশ কিছু ভীন্নধর্মী ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার পোস্ট যারা নিয়মিত পড়েন তারা জানেন শুক্রবার দিনটিতে আমি ফটোগ্রাফী করে থাকি। যাইহোক চলুন দেখে নেয়া যাক আজকের আয়োজন।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

চকোবিন 😋
ছোটভাই বিদেশ থেকে আসার সময় চকোবিন নিয়ে এসেছিল। সেটা নিয়ে ইলমা আর ইয়ানের সেকি যুদ্ধ সারাক্ষণ 😃 যাইহোক আমি এক ফাঁকে ছবি তোলার একটু সুযোগ পেয়েছিলাম। তবে বেশিক্ষণ কিন্তু এগুলো অবশিষ্ট ছিল না।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আলোছায়ার খেলা।
ছবিটি আমাদের সিঁড়িতে তোলা। সিঁড়ি দিয়ে উপর থেকে নামার সময় হঠাৎ এই আলো ছায়ায় খেলা দেখতে পেলাম। এরপর মোবাইল বের করে ছবি তুলে নিলাম। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বিচি ওয়ালা শিম।
শীতকালে আমার শিম খাওয়ায় কখনো অতৃপ্তি আসে না। এবার শীতে বেশ শিম খাওয়া হয়েছে। শেষের দিকে শিমে বিচি হয়ে যায়, আর এগুলো খেতে আরো অসাধারণ লাগে।
যাইহোক ছবিটি মাস খানেক আগে তোলা।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বেগুনি শালগম।
এই আরো একটি সবজি, যা খেতে আমি ভীষণ পছন্দ করি।
এটা পুষ্টিকর এবং অসাধারণ। আর দেখতেও অনেক সুন্দর, তাই একটু কাছ থেকে ছবি তোলার চেষ্টা করলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

স্বর্ণের অলংকার।
ছোট ভাই বাইরে থেকে আসার সময় বেশ কিছু স্বর্নের অলংকার এনেছিল। এগুলো বেশ দামী এবং দেখতে এককথায় অসাধারণ।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

কোল্ড কেক এবং বার্গার।
আমাদের ইলমা এই দুটো খাবার ভীষণ পছন্দ করে। কিছুদিন আগে ওর জন্য কিনে এনেছিলাম, সে ভীষণ খুশি হয়েছিল। তবে আমি কিন্তু এই খাবারগুলো বেশি খাওয়া পছন্দ করি না, তবে ওর আবদারে মাঝে মধ্যে আনতে হয়।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

হরেক রকম আচার।
ছবিটি মেলার পাশ থেকে তোলা হয়েছে। আচার সবার কাছে লোভনীয় খাবার হলেও, আমি এই খাবারটিকে এড়িয়ে চলার চেষ্টা করি। কারন এগুলো অস্বাস্থ্যকর খাবার বলে আমি মনে করি। যাইহোক ডেকোরেশনটা জাষ্ট অসাধারণ লেগেছিল।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আশাকরি মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

আপনাকে পবিত্র জুমা মোবারক। আজকে আপনি ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। আপনার পোস্ট গুলো খুবই ভালো লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। আমার কাছে স্বর্ণের অলংকার,শালগম,শিম,চকোবিন এর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 7 months ago 

তোমাকেও জুম্মা মোবারক। চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ তোমাকে।

 7 months ago 

আপনার তোলা আলোকচিত্র গুলো সব সময়ই বেশ দারুন হয়। আর কেমন যেন একটু ভিন্ন থাকে। যার কারনে আপনার তোলা আলোকচিত্র গুলো আমার কাছে অন্য রকম লাগে। আজও বেশ কিছু ভিন্ন ধরনের আলোক চিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

বাহ অসাধারণ আলোকচিত্র শেয়ার করলেন আপনি। ভিন্ন ধরনের আলোকচিত্র গুলো দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে শিম এর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এছাড়াও গহনার ফটোগ্রাফি আপনি চমৎকার ভাবে নিলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আমি চেষ্টা করি সবসময়ই ভিন্ন রকম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার।

 7 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়। আজকের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাই আমার ছবিগুলোর এভাবে প্রশংসা করার জন্য। ভালো থাকুন দোয়া রইল।

 7 months ago 

চকোবিন গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় চকোবিন অনেক খেতাম এবং টিভিতে চকোবিনের একটা অ্যাড আসতো ওটাতো আমার সবচেয়ে প্রিয় ছিল। যাই হোক আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন দেখে মনটা ফুরফুরি হয়ে গেল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি বলতে একটা সময়ে চকোবিন আমার কাছে ভীষণ ভালো লাগতো। তবে এখনকার সময়ে আমার বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে 😂

 7 months ago 

ভাই আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছিলো প্রতিটি ফটোগ্রাফি কথা বলছে। প্রথমে চকোবিনের ফটোগ্রাফিটা তো আমার অবশ্যই ভালো লেগেছে তারপরে স্বর্ণের অলংকার টা জাস্ট ওয়াও হয়েছে। এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের স্বর্ণের অলংকার সত্যিই আমাদের দেশে দেখতে পাওয়া যায় না বললেই চলে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাই বরাবরের মতো সুন্দর মন্তব্য করার জন্য। হ্যাঁ সত্যিই এধরনের নিখুঁত ফিনিশিংয়ের স্বর্ণের অলংকার আমাদের দেশে পাওয়া যায় না।

 7 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে সুন্দর একটি পোস্ট সাজিয়েছেন ভাইয়া। বেগুনি শালগম আমি কিন্তু আপনার পোষ্টের মাধ্যমেই প্রথম দেখলাম। আর আপনার ভাইয়ের বিদেশ থেকে আনা স্বর্ণের অলংকার টি বেশ সুন্দর। ডিজাইনটি অনেক সুন্দর। এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপু। বেগুনি শালগম ভীষণ ভালো লাগে খেতে এবং এটা পুষ্টিকর। স্বর্ণের অলংকার গুলো সত্যিই অনেক সুন্দর।

 7 months ago 

এই জাতীয় রেনডম ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে ভাইয়া। একই সাথে বিভিন্ন প্রকার জিনিস দেখার সুযোগ মিলে। যেমন আপনি আজকের এই পোষ্টের মাঝে স্বর্ণ অলংকার হরেক রকমের আচার সহ আরো অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দরের রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91503.26
ETH 3168.76
USDT 1.00
SBD 3.06