আমার তোলা আলোকচিত্র:) প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে। || My exceptional photography 🍀

in আমার বাংলা ব্লগ2 months ago
:) আমার তোলা আলোকচিত্র :)
প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
শুক্রবার দিনটা আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি এবং আপনারা সবাই জানেন শুক্রবারে আমি বেশ কিছু চমৎকার ছবি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। পুরো সপ্তাহে জীবন এবং জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তবে যেখানেই যাই না কেন সব সময় মাথায় থাকে আমাকে ভালো কিছু খুঁজে বের করতে হবে এবং আমার মোবাইলের ক্যামেরায় তা ধারণ করতে হবে। সত্যি বলতে চেষ্টা এবং ইচ্ছাশক্তি থাকলে আপনি অসাধারণ কিছু খুঁজে পাবেন। যা হয়তো সবার কাছেই ভীষণ ভালো লাগতে পারে। যাই হোক প্রতি সাপ্তাহের ন্যায় আজকেও বেশ কিছু চমৎকার ছবি নিয়ে হাজির হলাম। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের বেশ ভালো লাগবে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এই ফুলটির নাম মনে হয় রাধাচূড়া। ফুলের নাম ভুলে যাওয়ার সমস্যাটা আমার রয়েছে আশা করি সবাই জানেন 😄 যাইহোক আমি আশা করি আমার ছবিগুলোর মধ্যে আপনি একটা অনাবিল শুদ্ধতা এবং সৌন্দর্য খুঁজে পাবেন। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া বেশ বিরল। সত্যি বলতে আমি নিজেও ভীষণ ফুল প্রেমি। যখন এই চমৎকার ফুল গুলোর দিকে তাকিয়ে থাকি সত্যি আমি কোথায় যেন হারিয়ে যাই।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আপনি যদি সৌন্দর্য খুঁজতে যান তাহলে সবুজ পাতার মাঝে আপনি অনাবিল সৌন্দর্য খুঁজে পাবেন। আমার কাছে তো সবুজ পাতা মানেই অনাবিল প্রশান্তি এবং চোখের স্নিগ্ধতা। যাইহোক সবুজ সজনে পাতার মধ্যে অনাবিল সৌন্দর্য খুঁজে পেলাম, তাই ছবি দুটো তুলে নিলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

জারুল ফুল। এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণটা হলো এর মিষ্টি গায়ের রং আমাকে শক্তি মুগ্ধ করে। দূর থেকে যখন অনেকগুলো জারুল ফুল দেখবেন ফুটে আছে, তখন একটা অনাবিল সৌন্দর্য চোখের সামনে ধরা পড়বে। যদিও আমি ছবিগুলো খুব কাছ থেকে তোলার চেষ্টা করেছি, তবে এর সৌন্দর্য কিন্তু ততটাই ছড়িয়ে পড়েছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

মাকড়সার সাথে লুকোচুরি। আমি ফটোগ্রাফি পোস্ট করবো আর সেখানে পোকামাকড়ের ছবি থাকবে না সত্যি সেটা একদমই বেমানান 😄 যাইহোক সবুজ ঘাসের মাঝে একটা ছোট্ট মাকড়সার দেখা পেলাম হঠাৎ করেই। আমাকে হুট করে দেখতে পেয়ে মাকড়সাটা বেশ লুকানোর চেষ্টা করল। তবে যতবারই আমি কিছুটা সরে যাচ্ছিলাম ততবারই সে আবার সামনের দিকে এগিয়ে আসছিল। এ যেন অনেকটা লুকোচুরি খেলার মত অবস্থা। যাইহোক আশা করি আমার তোলা মাকড়সার ছবিটা আপনাদের বেশ ভালো লেগেছে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের ফটোগ্রাফি দিবসের আয়োজন। আশাকরি আমার তোলা প্রতিটি ছবি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনি প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজ করেন সব সময়। তাইতো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেন আপনি। প্রতি সপ্তাহে আপনি দারুণ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন। আজকের রাধাচূড়া ও জারুল ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। তাছাড়াও আপনি মাকড়সার সাথে লুকোচুরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 months ago 

শত ব্যাস্ততার মাঝে ও চমৎকার সব ফটোগ্রাফি উপহার দিয়েছেন। কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুল গুলো দেখতে অসাধারন লাগে। আপনার তোলা রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদমই ঠিক বলেছেন সবুজের মাঝে অনাবিল প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে পোকামাকড় এর ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে। জারুল গাছের ফুল গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। চমৎকার সব ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রকৃতির মাঝেই প্রশান্তি। আর এই প্রকৃতির মাঝ থেকে আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম হয়নি ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রকৃতির মাঝ থেকে খুব সুন্দর ফটো ধারণ করেছেন। আর সেই সমস্ত ফটোগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্ট। প্রত্যেকটা ফটো ছিল দেখার মত। মাঝেমধ্যে প্রশান্তির খোঁজে প্রাকৃতিক পরিবেশের মাঝে উপস্থিত হয়ে মনের শান্তি দেওয়া অন্যরকম একটা ভালো লাগা বিষয়।

 2 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি যেখানেই যান না কেন সব সময়ই চেষ্টা করেন ভিন্ন কিছু করার। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রকৃতির এরকম ফটোগ্রাফি দেখলে নিজের মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি কাজ করে সব সময়। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনাও দিয়েছেন দেখছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 months ago 

শত ব্যস্ততার মাঝেও নানা জায়গা থেকে চমৎকার চমৎকার দৃশ্য নিজের মোবাইলে বন্দী করেন প্রতিনিয়ত।আর আমাদের মাঝে শেয়ার করেন যা অতুলনীয় হয়।আজকের ফটোগ্রাফি গুলো, ও খুবই ভালো লেগেছে আমার। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago 

আপনি দেখতেছি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করা এক ধরনের শিল্প। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। যদিও আপনি অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। এবং খুব সুন্দর করে ফটোগ্রাফি করে চমৎকারভাবে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

 2 months ago 

প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে খুবই সুন্দর ফটো ধারণ করেছেন এবং সেই ফটোগুলো সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। এমন সুন্দর একটি পোস্ট দেখে অনেক অনেক খুশি হলাম। মাকড়সা আর সাজিনার পাতা বেশ দারুন ভাবে ক্যামেরাবন্দি করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.030
BTC 60602.44
ETH 2617.13
USDT 1.00
SBD 2.61