পুরুষ রহস্যময় :) যা দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন। || Men are mysterious :) You get back twice what you give.

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)
পুরুষ রহস্যময় :) যা দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন।

ছবিটি পলিস এবং কেনভা দিয়ে তৈরি

পুরুষ রহস্যময়, যা দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন। হোক সেটা ভালোবাসা নয়তো অবহেলা।

আপনি একজন পুরুষের কয়টি রুপ দেখেছেন?
হয়তো দুটো, একটি হলো রোমান্টিকতায় পূর্ণ সুদর্শন পুরুষ। এদের মিনমিনে পুরুষ ও বলা হয়, যাদের হিতা-হীত বুদ্ধি কম এরা অন্যের কথা মতো চলে।

অপরজন হলেন বদমেজাজি জাঁদরেল পুরুষ।
তবে আরো এক শ্রেণীর পুরুষ মানুষ রয়েছে যাদের ঘাড়ের রগ একটা তেড়া এরা চাইলে পুরো পৃথিবী সব ভালোবাসা পায়ে এনে লুটাতে পারে আবার অবহেলার স্পর্শ পেলে সব ভেঙ্গে চুরমার করে দিতে পারে। এদের মধ্যে একমাত্র পৌরষালী উদ্দীপনা বিরাজ করে।

রোমান্টিক পুরুষ সবাই পছন্দ করে বটে কারন তাদের দিয়ে জীবনের আনন্দ উপভোগ করা যায়। এরা সচরাচর দিতে পছন্দ করে এবং সঙ্গিনীর সকল স্বাদ আহ্লাদ পূর্ণ করে থাকে। অনেকটাই হুকুম তামিল করার মতো অবস্থা। এদের তেমন রাগতে দেখা যায় না, মনে হয় বনের বাঘ হঠাৎ করেই বিড়ালের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিজেকে বিড়াল ভাবতে শুরু করেছে। এরা বেশ সংসারী প্রকৃতির হয়ে থাকে এবং সঙ্গিনীর কথায় স্বায় দিয়ে জীবন পার করে দেয়।

রাগী জাঁদরেল পুরুষ, এদের মূলত কম পছন্দ করা হয়। কারন যখন তখন রেগে যায় এবং ভালো কিংবা মন্দ কথা সব জায়গায় এদের অভিব্যাক্তি একই রকম। এদের ভেতরে ভাব ভালোবাসা কখনো জায়গা করে নিতে পারে না, এরা শুধুমাত্র দায়িত্ব পালন করার মাধ্যমে পৃথিবীতে তাদের কাজ শেষ করতে চায়।

রহস্যময় পুরুষ, এদের আপনি চট করেই বুঝতে পারবেন না। এরা ভালোবাসতে জানে, ভালোবাসাতে জানে, কাছে ডাকতে জানে, দায়িত্বের ভার বইতে জানে, কখনো কখনো কাঁদতেও জানে নীরবে, আর জানে বিশ্বাস ঘাতিনীর ছায়া পর্যন্ত এড়িয়ে যেতে।
এদের আপনি যা দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা নয়তো অবহেলা।

ভেবেছেন কি পুরুষ সস্তা আর ভারবাহী গাধা কিংবা চোখের ইশারায় নাচানো পুতুল?

ভুল ভেবেছেন, আপনি ভুলের মাঝে ডুবে আছেন। আপনি সেই পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, যে আপনার মুখের খাবার যোগাড় করতে রাস্তায় ঘাম ঝরিয়েছে, আপনি সেই পুরুষের চোখে ভয় দেখবেন না যে আপনার সন্তানকে হায়না আর শকুনের হাত থেকে বাঁচিয়েছে। তবে আপনি তার চোখে জলন্ত আগুন দেখবেন যদি আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেন।
বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক রোমান্টিকতা আর উপভোগ করুন রহস্যময় পুরুষের অকৃত্রিম ভালোবাসা। তবে তাদের রহস্য খুঁজতে যাবেন না, তাহলে হয়তো আপনি নিজেকেই গুলিয়ে ফেলবেন। দয়াকরে ছলনার আতশবাজি ফুটিয়ে নিজেই সময়ের ব্যাবধানে হারিয়ে যাবেন না।

সবাইকে বিশ্ব পুরুষ দিবসের শুভেচ্ছা


Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

পোস্ট টি পড়ে বেশ ভালো লাগলো এবং সাথে হাসিও পেলো হাসি পেলো কেন প্রশ্ন জাগতে পারে। হাসির কারণ হলো মিনমিনে পুরুষ এই কথা টা পড়েই হাসি পাচ্ছে খুব।তবে পোষ্টটি খুব ভালো লাগলো অজানা অনেক কিছু জানতে পারলাম পুরুষ সম্পর্কে। সব গুলো কথাই সত্যি। ধন্যবাদ সুন্দর পোষ্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

পুরুষত্বের বিষয় নিয়ে যে উদাহরণগুলো মানুষের বৈশিষ্ট্য গুলো তুলে ধরলেন। আসলেই এরকম বা মানুষগুলো এই ধরনের বৈশিষ্ট্যের হয়ে থাকে। যেটা আপনার প্রতিটা উদাহরণের সাথে মিলে যায়। রহস্যময় পুরুষ সবসময় বেশি দিয়ে থাকে সত্যিই এটা যুক্তি সঙ্গত কথা। অনেক ভালো লাগলো আমি কিন্তু অনেক রাগী মানুষ ভাই।😐

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার পোস্ট পড়ে একটা কথা আমার মনে পড়ে গেল, আমি প্রায় মাঝেমধ্যে আমার পরিবারকে বলে থাকি 'তুমি যখন আমার দিকে এক পা এগিয়ে আসবে, তখন আমি তোমার দিকে দুই পা এগিয়ে যাব। যখন তুমি আমার থেকে এক পা কিছু হাঁটবে, আমি তোমার থেকে দুই পা পিছু হাঁটবো।

 8 months ago 

আজ কিন্তু বিশ্ব পুরুষ দিবস ভাই। সত্যি পুরুষ বেশ রহস‍্যময়। এরা কখনো মুখে বলবেনা ভালোবাসি। কিন্তু ভালোবাসা থাকলে যা যা করা উচিত এরা তার সবটা করবে। এবং এদের কে অবহেলা করলে এরা তার দ্বিগুণ ফিরিয়েও দিতে পারে। পুরুষ হলো আগুনের মতো তাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয় ভালোবাসা দিয়ে। চমৎকার লিখেছেন ভাই। বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

রহস্যময় পুরুষ এর লেখা গুলো সত্যি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি হঠাৎ করে যে কি পোস্ট করে ফেলেন বলা মুশকিল। আপনার এধরনের জেনারেল রাইটিং গুলো পরলে এত বেশি ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। পুরুষ কে নিয়ে চমৎকার ভাবে উদাহরণ দিয়েছেন। খুব বেশি ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 8 months ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। পুরুষের অনেক রুপ সম্বন্ধে ধারনা পেলাম।আপনি তিন টাইপ পুরুষ সম্বন্ধে বললেন।খুব ভালো ছিল।👍 রহস্য ময়ী নারী শুনেছি।এখন আবার পুরুষদের কথা ও জানলাম।এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন টাইপের মধ্যে আছেন?? 😃

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 63894.70
ETH 3178.14
USDT 1.00
SBD 2.63