পাওয়ার আপ: সক্ষমতা বৃদ্ধিতে ২০ স্টীম পাওয়ার আপ।|| Let's PowerUp 🎉
সক্ষমতা বৃদ্ধিতে ২০ স্টীম পাওয়ার আপ |
---|
শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার।
সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। শনিবার দিনটা আমি পাওয়ার আপ দিবস হিসেবে পালন করি। তাই প্রতি সপ্তাহের ন্যায় আবারো চলে এলাম পাওয়ার আপ পোষ্ট নিয়ে। একটা সময়ে আমি প্রচুর পরিমাণে পাওয়ার আপ করতাম কিন্তু মাঝখানে এসবিডি অনেকদিন বন্ধ থাকায় পাওয়ার আপ তেমন একটা করতে পারেনি। কিন্তু আবারো এসবিডি প্রিন্ট আউট শুরু হওয়াতে পাওয়ার আপ করতে বেশ সুবিধা হচ্ছে, তাইতো আপনাদের মাঝে প্রতি সপ্তাহে এখন পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হতে পারব ইনশাল্লাহ। আসলে এই চমৎকার প্ল্যাটফর্মে পাওয়ার ছাড়া আপনি তেমন খুব বেশিদূর এগিয়ে যেতে পারবেন না। এই স্টিম পাওয়ার আপনাকে সবসময়ই এগিয়ে যেতে সহযোগিতা করবে, তাই আমি সবসময়ই সবাইকে পাওয়ার আপ করার জন্য উদ্বুদ্ধ করে থাকি। যাইহোক আবারো ২০ স্টিম পাওয়ার আপ করে পোস্ট করার সিদ্ধান্ত নিলাম।
আসলে পাওয়ার আপ একমাত্র প্রক্রিয়া যার মাধ্যমে স্টীমিটে এগিয়ে যাওয়া সম্ভব। এখানে পাওয়ার ছাড়া কোন কিছুই করা সম্ভব না। মূল স্লোগানটা হচ্ছে যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। পাওয়ার বৃদ্ধি করুন এগিয়ে যান।
স্টিমিটে পাওয়ার ছাড়া আপনি কোন কাজে ঠিক মত করতে পারবেন না, বলতে পারেন তেল ছাড়া যেমন গাড়ি অচল ঠিক তেমনি স্টিমিটের সকল কাজকর্ম এই স্টিম পাওয়ার ছাড়া একেবারেই অচল। আর এখানে যার যত বেশি পাওয়ার সে তত বেশি দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবে। তাই সবাইকে অনুরোধ করব যত বেশি সম্ভব পাওয়ার অর্জন করুন এবং এগিয়ে যান। যাই হোক চলুন আমার আজকের পাওয়ার আপ পোস্টটি দেখে আসি।
পাওয়ার আপের পূর্বে আমার ৮৪০৮ এসপি ছিল। এখন পাওয়ার আপ করার চেষ্টা করবো।
এখানে আমি ২০ স্টীম পাওয়ার আপ করছি।
পাওয়ার আপ করার পরে আমার ৮৪২৮ এসপি হয়েছে। সত্যি পাওয়ার আপের পরে সত্যিই বেশ ভালো লাগে। আসলে পাওয়ার বৃদ্ধি করতে পেরেছি এটাই বড় বিষয়।
পূর্বের এসপি | ৮৪০৮ এসপি। |
---|---|
পাওয়ার আপ | ২০ স্টীম |
বর্তমান এসপি | ৮৪২৮ এসপি |
আশাকরি সবাই নিজের সক্ষমতা নিয়ে পাওয়ার আপ করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
উদাহরণটা বেশ ভালো লেগেছে হ্যাঁ আপনার এই প্লাটফর্মে পাওয়ার বৃদ্ধি ছাড়া আপনি কোন কাজে আপনার মন মত করতে পারবেন না। তাই টিকে থাকতে হলে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ক্ষমতা বৃদ্ধি করতে আবারও ২০ স্টিম পাওয়ার আপ করলেন। এইভাবেই নিজের শক্তিকে আরো বৃদ্ধি করে যাবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি পাওয়ার আপ করেছেন দেখে অনেক খুশি হলাম। আপনি সক্ষমতা বৃদ্ধিতে ২০ স্টীম পাওয়ার আপ সম্পূর্ণ করেছেন এবং ৮৪২৮ এসপি হয়ে গিয়েছে। তাই বেশি পাওয়ার আপ বেশি সক্ষমতা। পাওয়ার বৃদ্ধি করুন এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।
আমি দশ হাজার এসপি পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা পূরণ করতে পারবো। ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
পাওয়ার আপ মানে নিজের ওয়ালেটের ক্ষমতাকে বৃদ্ধি আর আপনি আমাদের মাঝে পাওয়ার আপ পোস্ট করেই চলেছেন অনেক বেশি ভালো লাগে এভাবেই এগিয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন শুভকামনা রইল আপনার জন্য। প্রতিবারের নাই এবার ও আপনি আমাদের মাঝে স্টিম পাওয়ার আপ করেছেন।
অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনিও পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে যাবেন।
আপনার বেশ সুন্দর সিদ্ধান্ত অনেক বেশি অনুপ্রাণিত করলো আমাকে। পাওয়ার আপ ছাড়া দীর্ঘমেয়াদি কাজ করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত স্টিমিট প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী কাজ করতে হলে পাওয়ার আপ করা দরকার। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগে।
আজ আপনি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া ৷ আসলে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করার জন্য পাওয়া আপের গুরুত্ব অপরিসীম ৷ এভাবেই এগিয়ে যান ধারাবাহিতা বজায় রেখে ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷
আজকে আপনি বিশ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা কিছুটা হলেও বাড়িয়ে নিলেন। যে কাজটি আমরা সবাই ধারাবাহিকভাবে করেই চলেছি। আমিও আজকে 10 স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই নিজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল।
২০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি সক্ষমতা বৃদ্ধির দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন। আপনার জন্য শুভকামনা রইল
https://twitter.com/emranhasan1989/status/1779184977030295671?t=aYTKFAUqbBTJl-gEMEuokw&s=19