গান কভার:) চুমকি চলেছে একা পথে। || Just feel my voice 🎧

in আমার বাংলা ব্লগ2 months ago
গান কভার :)
চুমকি চলেছে একা পথে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি জানি সবাই গরমে বেশ কষ্টে রয়েছেন, কি আর করা প্রকৃতির এই বিরুপ আচরণ সহ্য করতেই হবে। তবে বলতে চাই সামনে হয়তো তাপমাত্রা আরো বাড়বে তাই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।
যাইহোক গত কিছুদিন আগে কিছুটা সময় বাসায় একা ছিলাম, আর সেই সময়টাতে অনেকটা দুষ্টুমির ছলে গানটি রেকর্ড করেছিলাম 😄 জানিনা কেমন লাগবে আপনাদের। একটা সময় বন্ধুদের নিয়ে প্রচুর আনন্দ করেছি, তখনকার সময় মাঝে মাঝেই গান করতাম। যাইহোক আশাকরি আমার আজকের গান কভার আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি।

গানের বিবরণ
গান:চুমকি চলেছে একা পথে
কথা:দেওয়ান নজরুল
সুর ও সংগীত:আলম খান
কণ্ঠ:খুরশীদ আলম
মুভিদোস্ত দুশমন

গানের লিরিক্স

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
আমাকে সাথে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
একা একা এই পথে চলো না
আর কারও নজরে পড়ো না
তাহলে যে মরে যাবো আমি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

গান কভার ভিডিও

নিজস্ব অনুভূতি

আসলে বেশ দুষ্টুমির ছলে গানটি গেয়ে শোনালাম 😄 কেমন লাগলো আমার গান কভার, আশাকরি জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আহা!! আহা!! কি গান গাইলেন ভাই। এই মাঝ রাতে আপনার গান শুনে কি যে ভালো লাগলো, তা বলে বোঝাতে পারবো না। দুষ্টামির ছলে খুব সুন্দর করে গানটি গেয়ে ফেললেন ভাই। বেশ কিছুদিন আগে আমিও এই গানটি একদিন কভার করেছিলাম। আজ আপনার কন্ঠে খোরশেদ আলমের গাওয়া এই গানটি শুনে খুব ভালো লাগলো। চমৎকার একটি গান গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আহা!! দারুন গান ভাইয়া। সেই চুমকি কে নিয়া গাইছে বুঝেছেন ভাইয়া সেই হারানো আগের চুমকি!😁😊🤣

 2 months ago 

হা হা হা 😄
দারুন বলেছেন আপু। চুমকিকে আমি সত্যিই চিনি না 🤪

 2 months ago 

ধন্যবাদ ভাই।
আসলে একটু চেষ্টা করলাম আপনাদের বিনোদন দেয়ার। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা ☺️

 2 months ago 

গরমের তীব্রতা আসলেই দিন দিন বেড়ে চলেছে আর ঠিকই বলেছেন ভবিষ্যতে হয়তো আরও বাড়বে তাপমাত্রা । মজার ছলে গানটি করলেও গানটি কিন্তু শুনতে বেশ ভালই লাগছিল ভাই। গানটি শুনে মনে হল এই প্রথমবার এটি শুনলাম। যাইহোক আপনার কন্ঠে নতুন একটি গান শুনতে পেলাম।

 2 months ago 

ধন্যবাদ আপু।
আমার কন্ঠে গানটি শুনে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মাঝে মাঝে হয়তো গান কভার করবো।

 2 months ago 

আপনার গান কভার পোস্ট অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর গেয়েছেন। চুমকি চলেছে একা পথে এই গানটি আমার অনেক পছন্দের বিশেষ করে স্কুল লাইফে অনেক গেয়েছি। আজকে আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেছে। সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। এই গানে আলাদা একটা মজা কাজ করে। এই গানটি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

অনেক ধন্যবাদ তোমাকে।
তুমিও গানটি স্কুল জীবনে গেয়েছো, জেনে ভালো লাগলো।

 2 months ago 

আসলে গরমের তীব্রতা বেড়েই চলছে। ফ্যানের নিচে থেকেও ঠিক থাকা যাচ্ছে না। গানটি এক সময় খুব জনপ্রিয় ছিল। চমৎকার একটি গান কভার করেছেন আপনি। এই গানটি অনেকদিন পরে আপনার কন্ঠ শুনে আমার কাছে বেশ ভালই লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি গান কভার করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 months ago 

খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। এই গানটি শুনেনি এমন মানুষ পাওয়া যাবে না। আপনার কন্ঠে গানটি অসাধারণ হয়েছে। সত্যি ভাই কন্ঠ অসাধারণ।

 2 months ago 

জনপ্রিয় একটি গান আজকে আপনি আমাদের মাঝে নিজ কন্ঠে পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গান শুনতে খুবই ভালো লেগেছে। আর এই গানটা ছোটবেলায় খুবই গাইতাম। বেশ ভালো লাগতো মজা করে গানটা বলতে। অনেক সুন্দর গেয়েছেন আপনি।

 2 months ago 

বাহ্ ভাইয়া আপনি তো দারুন সুন্দর গান করেন। আপনার কন্ঠে কিন্তু বেশ সুন্দর সুর আছে। আপনি সম্পূর্ণ গানটি বেশ সুন্দর করে কবার করতে পেরেছেন। আশা করবো এরপর আমরা আপনার কাছ থেকে আরও গান কভার য শুনতে পাবো।ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে আমাদেরকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 months ago 

চুমকি চলেছে একা পথে। এই গানটি আমার কাছেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে গানটির মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। আপনি আগে বন্ধুদের সাথে মাঝে মধ্যে গান করতেন জেনে খুশি হলাম। বাসায় ফাঁকা থাকাতে বেশ সুন্দর একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগলো। আপনার মিষ্টি কন্ঠে গানটি বেশ ফুটে উঠেছে। আশাকরি আপনার কাছে থেকে গান শোনা যাবে। নতুন গান শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 months ago 

ধন্যবাদ লিমন।
আসলে একটা সময় মাঝে মাঝে গান করতাম বন্ধুদের সাথে, কিন্তু এখন সবকিছু হারিয়ে গেছে। যাইহোক মাঝে মাঝে চেষ্টা করবো গান কভার করার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65216.94
ETH 3531.61
USDT 1.00
SBD 2.44