কিভাবে বিষাক্ত মানুষ থেকে নিজেকে বাঁচাবেন ☠️ ( জি আজকের পোস্টটি আপনার জন্য ) || How to save yourself from toxic people ☠️

in আমার বাংলা ব্লগ2 years ago
কিভাবে বিষাক্ত মানুষ থেকে
নিজেকে বাঁচাবেন ☠️

কিভাবে বিষাক্ত মানুষ থেকে নিজেকে বাঁচাবেন.gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা সাতশো একাত্তর কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো তেইশ জন, এর মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের সাথে কথা বলে আপনি ভীষণ সাচ্ছন্দ্য বোধ করবেন। আবার কিছু মানুষের সাথে কথা বললে আপনার বিরক্তি এবং তিক্ততা বোধ হবে। এই তিক্তভাষী মানুষদের আমরা বিষাক্ত মানুষ বলতে পারি। পৃথিবীতে বিষাক্ত মানুষেরা সবসময়ই চেষ্টা করে নিজের কতৃত্ব সমাজ এবং পরিবারের প্রতিষ্ঠা করতে। তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য যেকোন কূটকৌশল বা ছলচাতুরি করতে দ্বিধাবোধ করে। তাই এদের থেকে নিজেকে যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে চলতে হবে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

বিষাক্ত মানুষ আমরা কাদের বলবো ?

আমি কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবেন কাদের আমরা বিষাক্ত মানুষের কাতারে ফেলতে পারি। ধরুন একজন প্রবীণ বয়স্ক মানুষ, তার কিন্তু এই বয়সে সবাইকে ভালোবাসা উচিত। অথচ সেই প্রবীন মানুষটি যদি ছোটদের পেছনে লেগে যায় তখন আপনি কি বলবেন। ধরুন তিনি আপনার বাচ্চার কান মলে দিলেন কিংবা আপনার বাচ্চার খাবার নিয়ে দুটো কথা শুনিয়ে দিলেন, তাহলে তাকে বিষাক্ত মানুষ বলা যেতে পারে।

আবার ধরুন একজন মধ্যবয়সী মানুষ রাস্তায় দূর্ঘটনায় তার হাতে আঘাত পেলো এখন তাকে যদি কোন ছোট্ট ছেলে জিজ্ঞেস করে কাকা আপনি কিভাবে ব্যাথা পেলেন। এর উত্তরে তিনি বললেন হ্যা আমি দূর্ঘটনার সময় তোমার জন্য ভিডিও করে রাখলে ভালো হতো। তাহলে দেখাতে পারতাম কিভাবে ব্যাথা পেলাম। এখানে দেখা যাচ্ছে ছোট্ট বাচ্চাকেও তার তিক্ততা দেখালেন।

এবার আসি আপনার কর্মস্থলে, কিছু মানুষ আছে যারা আপনাকে সারাক্ষণ জ্বালাতন করে আনন্দ পাবে এবং তার স্বার্থ হাসিল করে নেবে। ধরুন আপনার সহকর্মী আপনার দোষ বারবার উপর মহলের কাছে ধরিয়ে দিয়ে তার অবস্থান পাকাপোক্ত করতে চাইবে। সে একজন বিষাক্ত ব্যাক্তি।

সবশেষে আসি পরিবারের দিকে, এখানেও বিষাক্ত মানুষ থাকতে পারে। আপনি পাঁচ বছর প্রেম করে বিয়ে করলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারলেন আপনার চিন্তা চেতনার সাথে তার অনেক ফারাক। আপনি তাকে ভালোবাসার জন্য বিয়ে করেছেন, আর সে আপনার টাকা আর ভোগবিলাসের কারনে বিয়ে করেছে। এবার কোন কিছুর অভাব হলেই তার আসল রূপ দেখাতে শুরু করেছে, অর্থাৎ সে বিষাক্ত মানুষে পরিণত হয়েছে। আবার ধরুন পরিবারের তিন ছেলের মধ্যে যার টাকা কম পিতা-মাতা তার প্রতি দিন দিন বিরক্ত হয়ে উঠেছে তাহলে এটাও বিষাক্ততার লক্ষন।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

বিষাক্ত মানুষ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন ?

প্রথমত নিজেকে এই সমস্ত মানুষের থেকে দূরে রাখতে হবে এবং নিজের মনে মনে একটা সুরক্ষা বলয় তৈরি করতে হবে। যেসমস্ত মানুষ আপনাকে ভালোবাসে বেশি বেশি তাদের সান্নিধ্যে থাকতে হবে।

ধরুন আপনার কর্মস্থলে কিছু মানুষ অন্যায় কিংবা খারাপ কাজ করে যাচ্ছে তাদের দিকে না তাকিয়ে আপনি আপনার মতো কাজগুলো করে যান এবং ঐ সমস্ত মানুষদের এড়িয়ে যান। যদি খুব বেশি সমস্যা অনুভব করেন তাহলে উপর মহলের সাথে সরাসরি কথা বলুন।

সমাজের ক্ষেত্রেও তাই, যারা আপনার পিছু নিয়ে ক্ষতি করতে চায় তাদের যথাসম্ভব এড়িয়ে চলুন।

এবার আসি পরিবারের ক্ষেত্রে। দেখুন পাঁচ বছর প্রেম করার পর বিয়ে এবং তিন মাস পর ছাড়াছাড়ি এটা এখন খুব স্বাভাবিক ঘটনা এই যুগে। বিষয়টি হচ্ছে যতক্ষন আপনি আপনার পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন ততক্ষণ কোন সমস্যা হবেনা আপনার। যদি কিছুটা অভাবে পরে যান তাহলে পরিবারের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিন, আর আপনার মতো চেষ্টা করে যান। আর যদি তার থেকেও বেশি চাপে পরেন তাহলে অস্ট্রিচ মুডে চলে যান। অস্ট্রিচ মুড হচ্ছে অস্ট্রিচ পাখি যখন বিপদ দেখে তখন মাটি খুঁড়ে মাথা ঢুকিয়ে দিয়ে চুপচাপ বসে থাকে। ঠিক এই কাজটি আপনাকে করতে হবে। আর যদি একান্তই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভুল ট্রেনে উঠেছেন ভেবে পরের স্টেশনে আপনাকে নেমে যেতে হবে কারন এছাড়া আপনি আপনার জীবনের রাস্তা হারিয়ে ফেলবেন।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

☠️ পরিশেষ ☠️

দেখুন পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের বিষাক্ত মানুষের সাথে মোকাবেলা করে চলতে হবে। তাই বলে আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে টিকতে পারবেন না। তাই এড়িয়ে চলুন আর কান পরিষ্কার রেখে বাজে কথা বের করে দিন। আর পরিবারের ক্ষেত্রে ঐ অস্ট্রিচ মুডে চলে যান যতক্ষন পরিবেশ ভালো না হচ্ছে। আশাকরি আমার কথাগুলো মনোযোগ দিয়ে পড়লে হয়তোবা কারোর না কারো উপকারে আসতে পারে। আর একজন মানুষ যদি কিভাবে বিষাক্ত মানুষ থেকে বাঁচতে পারে তাহলেই আমার আজকের লিখনী সার্থক।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 2 years ago 

পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের বিষাক্ত মানুষের সাথে মোকাবেলা করে চলতে হবে। তাই বলে আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে টিকতে পারবেন না।

আপনি ঠিকই বলেছেন বিষাক্ত মানুষ আসলে আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই আমাদের কে আমাদের মতোই চলতে হবে।

পাঁচ বছর প্রেম করার পর বিয়ে এবং তিন মাস পর ছাড়াছাড়ি এটা এখন খুব স্বাভাবিক ঘটনা এই যুগে।

একদমই আপনার কথায় আমি একমত। সত্যি বলতে আপনার আজকের পোস্ট আমার এত বেশি ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

অনেক বেশি তিক্ত অনুভূতি নিয়ে বিষাক্ত মানুষের সাথে আমরা প্রতিনিয়ত বসবাস করছি। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে সবকিছু মানিয়ে নেয়ার। আমি কিছু পরামর্শ দিয়েছি পোস্টে, আশাকরি বুঝতে পেরেছো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জবের ক্ষেত্রে সব জায়গায় এরকম মানুষের দেখা পাওয়া যাবে তবে সেই কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করা এটাই বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে সমাধান না ও হতে পারে তবে সেই সমস্যাটি মোকাবেলা করার মত ক্ষমতা আপনার হয়ে যাবে।

 2 years ago 

হ্যা সত্যিই তাই একটা সময় আমাদের সমস্যা মোকাবেলা করার ক্ষমতা তৈরি হয়ে যাবে ভেতর থেকে।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্টটি পড়ে দেখলাম বাস্তব জীবনের অনেক কিছুর সাথেই মিল রেখে আপনি গুছিয়ে লিখেছেন। ব্যক্তি জীবনে এরকম পরিস্থিতিতে বহুবার পড়েছি এবং কি পড়ে আছি। তবে আমি ব্যক্তিগতভাবে যেই সমস্যা ভোগ করছি তার মধ্যে তিক্ততা টা যেমন ভরে আছে। আবার সেখানে না পাওয়ার একটা আঘাত প্রতিনিয়ত বুকের মাঝে কাটা হয়ে বিদচ্ছে। আমি মনে করি আপনার এই পোস্টটি সবার জন্য শিক্ষনীয়। আর এত সুন্দর একটি শিক্ষনীয় গল্প উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আসলে আমি আপনার পরিবারের পুরো বিষয়টি আমি জানি না, তবে উপলব্ধি করতে পারছি বেশ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে আশা ছেড়ে দেবেন না, চেষ্টা চালিয়ে যান পরিকল্পনা মাফিক। যদি কোন কোন কিছু ভাগ করে নিতে চান তাহলে অবশ্যই জানাবেন।
দোয়া রইল আল্লাহ ভালো দিন আনুক।

 2 years ago 

অবশ্যই ভাই ইচ্ছা আছে তবে কেন জানি সময় করতে পারছি না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41