পুরান চাল ভাতে বাড়ে। || Experience has its price...

in আমার বাংলা ব্লগ2 months ago
পুরান চাল ভাতে বাড়ে

পুরান চাল ভাতে বাড়ে। কথাটা রুপক হলেও এর গভীরতা অনেক। পুরান চাল ভাতে বাড়ে এর অর্থ হচ্ছে অভিজ্ঞতার একটা দাম রয়েছে। আমরা আমাদের জীবনযাত্রা চলমান রেখেছি এবং প্রতিনিয়ত বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে চলেছি। আর এই অভিজ্ঞতাগুলো সবসময়ই সুখকর হয় না, মাঝে মাঝেই বেশ বিরুপ পরিস্থিতিতে আমাদের পরতে হয়। পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপ হোক আপনি সেটা কিভাবে মোকাবেলা করছেন এটাই সবথেকে বড় বিষয়। অনেক সময় খারাপ পরিস্থিতির শিকার হয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এই সিদ্ধান্ত মাঝে মাঝে ভুল হয় এবং এই ভুল সিদ্ধান্তের ফলে আমাদের দীর্ঘদিন ভূগতে হয়। মাঝে মাঝে তো একটা ভুল সিদ্ধান্ত একদমই জীবন ছাড়খাড় করে দেয়।

যে যাই বলুক কিছু মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং পরবর্তী জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের সেই খারাপ পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজে এবং আপনজনদের বাঁচিয়ে চলার চেষ্টা করে। তবে কিছু মানুষ রয়েছে যারা এক ভুল বার বার করে, নিজে বিপদে পরে আবার দশজনকে বিপদে ফেলার চেষ্টা করে। কিছু মানুষ রয়েছে লোভী এবং বোকা এরা শুধুমাত্র নিজ স্বার্থ দেখে। কিছুটা ক্ষমতা পেয়ে সমাজের যারা পুরাতন মানুষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে থাকে। ফলস্বরূপ একটা সময় সমাজে বড় ধরনের অপৃতিকর পরিস্থিতি তৈরি হয়।

একজন পুরনো (প্রবীন) এবং অভিজ্ঞতাশীল মানুষ আর একজন নতুন সবেমাত্র বিশ্ববিদ্যালয় পাস করা মানুষের মাঝে বিভিন্ন রকম পার্থক্য দেখানো যেতে পারে। ধরুন পুরনো মানুষটি এখন আর আগের মতো তার চঞ্চলতা এবং উদ্যম দেখাতে পারে না। আর এদিকে নতুন পাস করা ছেলেটা বেশ উদ্যম এবং চঞ্চলতা দেখিয়ে বেশ সুখ্যাতি অর্জন করে চলেছে। তাছাড়াও বেশ কিছু বাহবা কুড়িয়ে সে নামিদামি মানুষ হয়ে গেছে, মাঝে মাঝে তার ভাবের ঠেলায় মাটিতে পা ফেলতে ইচ্ছে করে না। 😀 যাইহোক সময়টা হয়তো এখন সেই উদ্যমী জোয়ানের আর ইদানিং তার পকেট বেশ ভারী হচ্ছে তার সুখ্যাতির দরুন। তবে পরিস্থিতি যে সবসময় এরকম মসৃণ আর সুন্দর থাকবে তা হয়তো না।

ধরুন হুট করে বন্যায় ভেসে গেছে চারিপাশ নবীন জোয়ান দেখলো পরিস্থিতি খুব খারাপ, খাবার নেই, পানি নেই আবার থাকার জায়গাও নেই। তখন তার সিদ্ধান্ত হলো খেতা পুড়ি সমাজের, আগে নিজের জীবন নিয়ে বাঁচি। আর এখানে উপার্জন করার মতো পরিস্থিতি কবে তৈরি হবে সেটাও বোঝা যাচ্ছে না। রিতিমত সে তার সবকিছু নিয়ে সুবিধামতো জায়গায় পগারপার হয়ে গেছে 😀

পুরনো বা প্রবীন লোকটা তার সমাজ আর আপনজনদের ভালোবাসে, সে জানে এই খারাপ পরিস্থিতিতে আমার সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, সবকিছু সামলিয়ে সবাইকে নিয়ে যেভাবেই হোক এগিয়ে যেতেই হবে। যদি একবেলার খাবার থাকে সেটা দশজন নিয়ে খাওয়ার মতো কলিজা আর মানসিকতা তার রয়েছে। প্রবীন তার মতো কিছু মানুষ নিয়ে আবারো সমাজ দাড় করায়, সবাইকে সাহস দেয় আর নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলে। সত্যিই কিছুদিন পর পরিস্থিতি আবারো স্বাভাবিক আর সুন্দর হতে থাকে। সুদিনের পাখিরা আবারো নিড়ে ফিরতে শুরু করে কিছু পাওয়ার লালসায়, আবারো নতুনের কিছু অতিরঞ্জিত আহ্লাদ ছড়িয়ে পরে সমাজের বুকে।
প্রবীন আবারো সমাজের অসুস্থ প্রতিযোগিতায় হাল ছেড়ে দেয়, ভেবে নেয় হয়তো তার সময় ফুরিয়ে এসেছে।

সমাজ তোমার কি মনে নেই সেই দূর্দিনের কথা, যেদিন কালো মেঘে ছেয়েছিল পুরো আকাশ। ভয়ে পালিয়েছিল সুখের পাখিরা, আর নতুন নিড় খুঁজে নিয়েছিল। সেদিন পাশে ছিল গুটি কয়েক প্রবীন আর পুরনো সেনা।
আজ দিন ফিরেছে সম্ভাবনার স্বপ্নে বিভোর তাই আগলে নিয়েছো নতুন জোয়ান। হা হা হা 😄
ক্ষতি নেই, তাতে ক্ষতি নেই, তবে আকাশ হয়তো কোন একদিন আবারো রং পাল্টে কালো হবে। তুমি যদি আগলে না রাখো সেই প্রবীন সেনাদের, খুঁজে কি পাবে তখন সুসময়র দুধ মাছি?

পুরান চাল ভাতে বাড়ে 😀



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনার পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে আমার অনেক সময় লেগেছে ভাই। সময়টা লাগার কারণ পোস্টে অনেক বোঝার বিষয় ছিল। এবং লেখার গভীরতাটা ছিল অনেক। পড়েছি এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টাও করেছি। তবে এটা ঠিক পুরনো চাল ভাতে বাড়ে। গ্রামের মুরুব্বি মানুষেরা এই কথাটা বেশি বলে। তবে এই কথার গভীরতাটা অনেক। আর এটা সমাজে সব সময় বাস্তবে রূপ দেয়।

 2 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টের গভীরতা অনুভব করার জন্য। আমি চেষ্টা করেছি চরম বাস্তবতা ফুটিয়ে তোলার। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে।

 2 months ago 

আসলেই ভাই অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং নতুন লোকদের মধ্যে বেশ পার্থক্য আছে। যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তারা হয়তো পরিস্থিতিকে সামলে নিতে পারবে কিন্তু যারা নতুন তারা কিন্তু সব পরিচিতিতে টিকে থাকতে পারবে না। কেউ কেউ হয়তো লেজ গুটিয়ে পালাবে আর কেউ কেউ হয়তো থেকে যাবে। আসলে যারা থেকে যাবে তারাই হতে পারে ভবিষ্যতের অভিজ্ঞতা সম্পন্ন লোক। যাইহোক বেশ ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি টপিক্স নিয়ে আলোচনা করেছেন। আপনার কথার সাথে আমিও একদম একমত পুরান চাল ভাতে বাড়ে। আসলে প্রত্যেকটি মানুষের পুরনো অভিজ্ঞতার দাম রয়েছে। যেকোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা নিতে হবে তাহলে পরবর্তীতে সেই পরিস্থিতি আমরা নিজেকে সামলে নিতে পারব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। এখান থেকে যদি কিছুটা ভালো উপলব্ধি পান তাহলে আমার লিখনী স্বার্থক।

 2 months ago 

ক্ষতি নেই, তাতে ক্ষতি নেই, তবে আকাশ হয়তো কোন একদিন আবারো রং পাল্টে কালো হবে। তুমি যদি আগলে না রাখো সেই প্রবীন সেনাদের, খুঁজে কি পাবে তখন সুসময়র দুধ মাছি?

পুরান চাল ভাতে বাড়ে যথার্থ বলেছেন। বর্তমান সমাজে এমন সব পরিস্থিতির কারনে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিচ্ছে। আসলে পুরাতন দের অনেক অবদান। আসলে আমরা সেভাবে বিষয় গুলোকে লক্ষ্য করি না। সমাজ এবং দেশের প্রতি তাদের অনেক ভালোবাসা। তবে নতুনদের তেমন সমাজ এবং দেশের প্রতি ভালোবাসা নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পুরাতন দের অনেক বেশি অবদান থাকে। উপরের এই লেখা গুলো বেশ ভালো লেগেছে। আপনার লেখা জেনারেল রাইটিং গুলো সব সময়ই শিক্ষণীয় হয়ে থাকে। লেখা গুলো পড়ে সত্যি অনেক কিছু বুঝতে পারলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 months ago 

ধন্যবাদ লিমন।।
আমার লিখাটি অনেক গভীর। আশাকরি আরো কয়েকবার পড়বে এটা।

 2 months ago 

আপনি চমৎকার একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। সমাজের মাঝে সবেমাত্র বিশ্ববিদ্যালয় পাস করা এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকের মাঝে অনেক পার্থক্য রয়েছে। কথায় আছে পুরান চাল ভাতে বাড়ে। অভিজ্ঞতার একটা দাম রয়েছে, বিপদ মোকাবেলা করার জন্য যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন। তাই সমাজের পুরাতন মানুষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সব সময় সম্মান এবং মূল্য দিতে হবে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

ধন্যবাদ নাজমুল।
লিখাটি পড়ে মন্তব্য করার জন্য।
সময় পেলে আরো কয়েকবার পোস্টটি পড়বে।

 2 months ago 

ধন্যবাদ নাজমুল।
লিখাটি পড়ে মন্তব্য করার জন্য।
সময় পেলে আরো কয়েকবার পোস্টটি পড়বে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74