ঈলমার স্কুলে বইমেলা || বই হয়ে উঠুক শ্রেষ্ঠ বন্ধু 📖 ( Book fair On Our Local School)
বই হয়ে উঠুক শ্রেষ্ঠ বন্ধু 📖 |
---|
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি, আশাকরি সবাই ভালো আছেন। আমি আজ বেশ ভালো একটি খবর নিয়ে হাজির হলাম। আমাদের ঈলমার স্কুলে বই মেলা শুরু হয়েছে। এবারের বই মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে -
না পড়িলে বই, অন্ধকারে রই
- আয়োজক - সাদেক মাষ্টার মডেল স্কুল 🏫
- উদ্যোক্তা - এবিসি বুক হাউস এবং রাবেয়া বুক হাউস
- মিডিয়া পার্টনার - প্রভাত টাইমস
- উপন্যাস
- ভ্রমন কাহিনী
- সাইন্স ফিকশন
- ছোটদের গল্পের বই
বিশেষ অফার - প্রতি বইয়ে ২০% - ৫০% ছাড়।
ক্লাস বেশ ঢিলে ঢালা চলছিল কারন সবার ভেতরে বেশ উত্তেজনা কাজ করছিল কারন তাদের স্কুলে প্রথম বারের মতো বই মেলা হতে যাচ্ছে। তাই প্রতিটি ছাত্র ছাত্রীদের মাঝে বেশ উত্তেজনা কাজ করছে দেখলাম। বইমেলা উপলক্ষে একটি ক্লাশ কম হবে শুনে সবাই আনন্দে হৈচৈ শুরু করে দিল। যদিও বেশ ছোট পরিসরে আয়োজন করা হয়েছে কিন্তু আমি এটাকে ভীষণ ইতিবাচক দিক মনে করি। আমি স্কুলে প্রবেশ করে প্রথমেই প্রধান শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানিয়েছিলাম। তিনি বললেন এখন থেকে অন্তত বছরে এক থেকে দুবার বই মেলা আয়োজন করা হবে।
আমি নিজেও একজন বই প্রেমী মানুষ। এখনো মনে আছে এসএসসি পরিক্ষার আগেও মূল বইয়ের ফাঁকে গল্প কিংবা উপন্যাসের বই পড়ে শেষ করেছি। সত্যিই তীব্র একটা আকর্ষণ বোধ কাজ করতো। বই কেনার এতো টাকা ছিল না তাই আমরা দশ বারো জন বন্ধু মিলে কিছু বইয়ের সংগ্রহশালা তৈরি করেছিলাম। আজ কথাগুলো মনে পড়ছিল বারবার।
ক্লাস ছুটির ঘন্টা পরায় সব বাচ্চারা হুড়মুড়িয়ে বই মেলায় ঝুঁকে পড়েছে। সত্যিই আমি সময়টা ভীষণ উপভোগ করলাম। বর্তমান সময়ে যেখানে মোবাইল সবকিছু গ্রাস করে নিচ্ছে সেখানে এই কোমলমতি শিক্ষার্থীদের এখানে আগ্রহ সত্যিই আনন্দের ব্যাপার। সবাই যে যার মতো বই নেড়েচেড়ে দেখছে। আমি ঈলমাকে প্রথমেই কিছুক্ষণ ঘুরে দেখার সুযোগ করে দিলাম।
ঈলমা ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে তাই প্রথমেই একটি অংকনের বই হাতে নিয়ে বায়না ধরেছে। আমি বললাম আরো কিছু বই দেখো, পরে একসাথে দাম মিটিয়ে দেবো। পরে আমি তাকে কিছু বই সনাক্ত করার জন্য সহযোগিতা করলাম। আমি জানি সে পরীর গল্প আর ভূতের গল্প বেশি পছন্দ করে। তাই তার জন্য দুটো গল্পের বই কিনে দিলাম। এরপর আমার পছন্দ অনুযায়ী একটি অক্সফোর্ডের ওয়ার্ড বুক কিনে দিলাম। সে তো মহা খুশি।
বই পেয়ে সে আনন্দে আত্মহারা, তার বান্ধবী নিয়ে ছবি তুলে ফেললো। পরে আরো কিছু সময় বই দেখার সুযোগ করে দিলাম। দীর্ঘ সময় থাকার পর তাকে নিয়ে বাসায় ফিরে এলাম একরাশ আনন্দ আর নতুন বইয়ের মিষ্টি সুবাস নিয়ে।
বই হলো শ্রেষ্ঠ বন্ধু। পৃথিবীর সবকিছু আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু বই আপনার হাত কখনও ছেড়ে দেবে না। জ্ঞানের আলোয় আলোকিত করে জীবনের মহিমায় উদ্ভাসিত করবেই। তাই আসুন সন্তানদের মোবাইলের নেশা থেকে ছাড়িয়ে বইয়ে সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দেই। এতে আগামী প্রজন্ম হবে জ্ঞানের আলোয় আলোকিত।
ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
---|---|
ছবির কারিগর | @emranhasan |
ছবির অবস্থান | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ |
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1591348113440411648?t=zXY6WPtsGJ6IGOAsQPnfew&s=19
আপনার সবগুলো কথাই মনে ধরেছে আমার।বই মানুষের সবসময়ের বন্ধু।বিপদে-আপদে সবসময় সাথে থাকে।
আপনার কাজটা খুব ভালো লেগেছে।আমাদের সবারই উচিৎ ছোটদের মাঝে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলে দেওয়া।
পুরো বিষয়টা পড়ে অনেক ভালো লেগেছে ভাই।শুভ কামনা রইলো 🥰
ধন্যবাদ ভাই।
বই আমার কাছে সবসময়ই সবথেকে কাছের বন্ধু। চেষ্টা করছি ঈলমার গল্পের বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য।
আপনি ঠিকই বলেছেন ভাই বর্তমানে মোবাইলের গ্রাসে আবদ্ধ হয়ে যাওয়ার যে প্রবণতা তা থেকে এরকম একটি সুন্দর ও চমৎকার উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আসলে বাচ্চারা বই পেলে অনেক আনন্দিত হয় এটা যেমন সত্য এবং এই বই থেকেই তারা অনেক জ্ঞান আহরণ করে নিজেকে উজ্জ্বল আলোয় আলোকিত করতে পারে। আমিও আপনার কথায় একমত বর্তমান মোবাইলের করাল ঘাস থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে এরকম বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করে তাদের কিছু পছন্দের বই কিনে দিয়ে তাদেরকে বা তাদের জীবনকে আলোকিত করার পথ তৈরি করে দিতে পারি আমরা। কিউট ঈলমা মামনি বই পেয়ে কি খুশি দেখো।
সত্যিই ভাই এখনকার দিনে মোবাইল সবকিছু কেড়ে নিচ্ছে। আমাদের উচিত সন্তানদের হাতে মজার মজার সব বই তুলে দেয়া, যাতে বই পড়ার আনন্দ খুঁজে পায়।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀
সত্যি বলতে বাচ্চাদের যদি ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস করা যায়, তাহলে এটি অনেক ভালো ফিডব্যাক দিবে ভবিষ্যতে। যাই হোক আপনার বইমেলার ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল ধন্যবাদ।
প্রতিটি বাচ্চাকে বই পড়ার অভ্যাস ছোট থেকেই গড়ে তুলতে হবে। এতে মোবাইলের প্রতি আসক্তি অনেকটাই কমে আসবে।
একদম ঠিক বলেছেন প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে চমৎকার ফিডব্যাক দেওয়ার জন্য।
প্রতিপাদ্যের লাইনটা বেশ সুন্দর। ভাইয়া আপনার মেয়ের স্কুলের বই মেলার কথা পড়ে আমার নিজের স্কুলের বই মেলার কথা মনে পরে গেলো।আমাদের স্কুলেও এমন বই মেলা হতো,আমিও তখন কালারিং গল্পের বই কিনতাম।তবে হ্যা আসলেই এমন বই মেলা মাঝে মাঝে স্কুলে করা লাগে,এতে করে বাচ্চারা আনন্দের পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হবে।ধন্যবাদ
হ্যা স্কুলে এরকম বই মেলার আয়োজন করলে বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। ছোটবেলায় অসংখ্য বই পড়তাম।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀
আমাদের নীলফামারীতেও এরকম অনেক বই মেলা হয়। তবে আমার বিভিন্ন বইমেলাতে বিভিন্ন ধরনের স্টল ছিল এবং আমরাও আমাদের সাথী পাঠাগারকে সবার সামনে উপস্থাপন করার জন্য সে সব বই মেলায় অংশগ্রহণ করতাম। তবে যাই হোক না কেন অনেক চমৎকার একটি সময় কাটিয়েছেন। বাচ্চাদের এরকম ছোট ছোট আবদার গুলো পূরণ করতে হবে।।।
জি আপু ভীষণ ভালো লেগেছে বই মেলা। তাছাড়া ঈলমা বেশ খুশি ছিল, কয়েকটি বই পেয়ে।
ঈলমার স্কুলে বইমেলা হলো জেনে ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন বই হয়ে উঠুক শ্রেষ্ঠ বন্ধু। আপনার উপরের কথা গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমিও ছোটবেলা বই পড়তে ভালোবাসায়। ঈলমার ছবি দেখেই বোঝা যাচ্ছে সে আজকে ভীষণ খুশি হয়েছিলো। ইলমার জন্য দোয়া রইল।
ধন্যবাদ লিমন।
স্কুলের বই মেলায় ঘুরে ঈলমা বেশ খুশি ছিল।