স্বরচিত কবিতা: রক্ত চোষা। || Blood, Blood, Blood on my street 🥺
আমি স্তব্ধ। আমি বাকরুদ্ধ। আমি সইতে পারছিনা আর্তনাদ। বেড়ে চলেছে মৃত্যু মিছিল। আমার হাত কাঁপছে, কেঁপে চলছে ঠোঁট, কাঁদতে পারছিনা আমি। বুকটা ফেটে চৌচির, কষ্ট শুধু চাপা কষ্ট। চোখের পানি শুকিয়ে যাচ্ছে, নিথর হয়ে আসছে পুরো শরীর।
কেন আজ এই পরিনতি?
তুমি কে? আমিই বা কে?
তুমি মানুষ, আমিও মানুষ।
🥺
লিখার আর কোন ভাষা নেই।
হায়নারা পেয়েছে রক্ত চোষার শপথ।
খালি হয়েছে শত মায়ের বুক
তৈরি হয়েছে আন্দোলনের মহা আখ্যান।
দেখিনি নমাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।
মেধাবী ছাত্র আজ রাস্তায় নেমেছে
ন্যায্য অধিকার হয়েছে রক্ত যুদ্ধ।
ঝাঁঝরা মেধাবী ছাত্রের বুক
নির্মমতায় বাতাস হয়েছে বিষাক্ত
অবুঝ শিশুরাও কেন রক্তাক্ত?
কেনইবা হবে গ্রেফতার আর লাঠিরচাল?
তুমি কে? আমিই বা কে?
আমি মানুষ, তুমিও তো মানুষ।
সীমা ছাড়িয়ে ফুঁসছে দোষী সমাদ্দার।
রক্তের নেশা মিটলে তোমার
মরনের কালের নাও সমাচার।
উন্নয়ন চলুক জনগণের টাকাতে
রক্তের দাগের কালিমা চাইনা
চাইনা দীর্ঘ লাশের সারি।
দুবেলা খাবার যোগাতে নেইকো হুস।
ক্ষমতার বড়াই দেখিয়েছো বহুত
হুস ফিরিয়ে হয়ে যাও মান-হুস।
নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করলাম। ভুলত্রুটি মার্জনা করবেন 🙏
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। রক্ত চোষা কবিতার মাধ্যমে আপনার মনের কথা গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার লেখা কবিতার ভাষা গুলো পড়ে সত্যি ভিতরে থেকে নাড়া দিয়ে উঠলো। আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার মাধ্যমে বাস্তবা তুলে ধরার চেষ্টা করেছেন। সাবধানে থাকবেন শুভ কামনা রইলো।
বর্তমান পরিস্থিতিকে নিয়ে কবিতাটা লিখেছেন। বর্তমান পরিস্থিতিতে সত্যিই আমরা কেউ ভালো নেই। মৃত্যুর মিছিলের খবর কাউকে ভালো রাখতে পারে না। প্রতিনিয়ত তাদের আর্তনাদ সত্যিই আর নেওয়া যাচ্ছে না। আপনার কবিতার প্রত্যেকটা লাইন খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ লিখেছেন আপনি। অনেক ধন্যবাদ ভাইয়া।
বর্তমান নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। তবে ভালো লাগার পিছনে লুকিয়ে আছে হাজারো দুঃখ। কিন্তু এই দুঃখ যে কারো কাছে বলার না। আপনার লেখা কবিতার শেষের অংশটুকু পড়ে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।
আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন আপনি অনেক কিছু বোঝাতে চেয়েছেন। এত চমৎকারভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিদিন এই নিউজগুলো এত দেখতে দেখতে এখন রাতে এগুলো নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। তাও আবার নিজেকে নিয়ে দুঃস্বপ্ন। আসলে এগুলো নিয়ে কিছু বলার ভাষা নেই। আপনার কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ও নির্মম হত্যাকাণ্ড নিয়ে খুব সুন্দর একটি কবিতা উপহার দিলেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমাদের দেশের সঙ্গে মিলে গেছে। আমরা ভাষা আন্দোলন দেখিনি, তবে ছাত্র আন্দোলনকে নিয়ে বর্বর হত্যাকান্ড দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে গুছিয়ে দারুণ একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
বর্তমান পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষা অসাধারণ। এবং কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত চোষা কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কবিতার নামটি কিন্তু দারুন দিয়েছেন।বর্তমান পরিস্থিতির আলোকে কবিতাটি ভীষণ ভালো লেগেছে। বলার কোন ভাষা নেই।বাক স্বাধীনতা আজ রুদ্ধ।ধন্যবাদ জানাই মনের অনুভূতি নিয়ে সুন্দর একটি কবিতা আজ শেয়ার করার জন্য।