রুপক কল্প কবিতা: মেঘবালিকা আর স্বপ্নরাজ।|| Allegorical Fiction Poem: Meghabalika and Sapnaraj. 🎠

in আমার বাংলা ব্লগ6 months ago
রুপক কল্প কবিতা:
মেঘবালিকা আর স্বপ্নরাজ


ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম কুন্জলা, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় ছোট্ট ছোট্ট ঘরগুলো। মেঘবালিকা পিতা-মাতা হারা একটি মেয়ে যে বেড়ে উঠছে পাহাড় কন্যা হয়ে। গায়ের লোক মেঘবালিকা বলেই ডাকে এই মিষ্টি দেখতে মেয়েটিকে। তার একমাত্র সঙ্গী হলো তোতা পাখি হরবলি, যে সারাক্ষণ তার সাথে ছায়ার মতো থাকে।
ছবির মতো সুন্দর গ্রামটির আনাচে কানাচে মেঘবালিকার সদা বিচরণ, ঠিক যেভাবে মৌমাছি মধু সংগ্রহ করে ফুলে ফুলে। কৈশোর পেরিয়ে নব যৌবনা মেয়েটির স্বপ্নে হঠাৎ এক স্বপ্নরাজ হাতছানি দেয়। যেখানে রয়েছে ভালোবাসার আকুতি আর সুখ স্বপ্নে ভাসিয়ে নেয়ার প্রতিশ্রুতি।
মেঘবালিকার মন হঠাৎ বিচলিত হতে থাকে অজানা সুখ আর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায়।

নদীর পাড়ে বিষন্ন মনে বসে থাকা মেঘবালিকার চোখ পরে নদীর তীরে ভেসে আসা এক যুবককে দেখে। হয়তো নৌকা ডুবিতে তার জীবন বিপন্ন হয়েছে, তার সুদর্শন মুখাবয়ব দেখে মেঘবালিকার হৃদস্পন্দন বাড়তে থাকে। ধীরে ধীরে সুস্থ করে তোলে যুবককে, যুবক স্পষ্ট বুঝতে পারে মেঘবালিকার হৃদয়ের সব না বলা কথা। অবশেষে হরবলি গাইতে থাকে তাদের প্রেমের আখ্যান আর যুবক মেঘবালিকার স্বপ্নরাজ হয়ে ভেসে যায়, এক পাহাড় কন্যার মিষ্টি প্রেমের দুনিয়ায়।

মেঘবালিকা আর স্বপ্নরাজ।

মেঘের ছায়া ঢাকা গ্রাম কুন্জলা
বেড়ে উঠে সেথায় ছোট্ট মেঘবালিকা
মেঘবালিকা সেতো টাগর এখন
অপ্সরী যেন তার সোনার বদন।

কুন্জলার মেঠো পথে অবাদ বিচরণ
পাখপাখালি যেন বন্ধু আর আপনজন
পাখি হরবলি তার প্রানের সখা
সে জানে তার মনের যতো কথা।

মেঘবালিকার স্বপ্নে আসে স্বপ্নরাজ
সাদা ঘোড়ার পিঠে চেপে যেন স্বরাজ
ডাকছে তাকে, এসো প্রিয়তমা
হাতটি ধরো, পালিয়ে যাবো উষ্ণ গঙ্গা।

হুড়মুড়িয়ে ভেঙ্গেছে মিষ্টি স্বপন
মেঘবালিকার মন হয়েছে অস্থির ভীষণ
তবে কি আসবে স্বপ্নরাজ, কল্পনার বাস্তবতায়
ঘুম যেন তার ভুলেছে চোখের পাতায়।

ফুলে ফুলে ঘুরে বেড়ায় মধু-মাছি
হৃদয় ভালোবাসায় আজ নাচি নাচি
স্বপ্ন রাজের প্রতিক্ষায় আজ সেজেছে
তীব্র বাসনায় ঝলমল, পাগল বনেছে।

শান্ত বিকেলে নদীর নিঝুম তীরে
ভেসে এসেছে মানব যেন স্বশরীরে
মেঘবালিকা যেন বিচলিত ভীষণ
যুবক সঙ্গাহীন, প্রান প্রদীপ ক্ষীন প্রবন।

নিবিড় যত্নে পেয়েছে নবপ্রান
সাথে মেঘবালিকার প্রেমের আখ্যান
স্বপ্নে গড়া প্রেম সুখের গীত কবিতা
পাখি হরবলি গাইছে সুখবীনা গাঁথা।

❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

প্রথম এধরনের রুপক কল্প কবিতা লিখলাম। জানিনা কেমন হয়েছে 😄 আশাকরি খারাপ ভালো বিশ্লেষণ করে মন্তব্য করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।




Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আপনি খুবই দারুন কবিতা লিখেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে ও অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটা লাইন দুর্দান্ত ছিলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 6 months ago 

আপনার কবিতা এবং কবিতার পটভূমি এত বেশি ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। কভার ছবিটির সাথে আপনার কবিতাটির গল্প মিল রয়েছে। মেঘবালিকা কে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 6 months ago 

ধন্যবাদ লিমন বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্য। এই পোস্টটি লিখতে আমার অনেক বেশি সময় লেগেছে এবং মাথা খাটাতে হয়েছে। আর সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে কভার ফটো খুঁজে বের করেছি। যাইহোক আশাকরি সবার ভালো লাগবে।

 6 months ago 

আপনার কবিতাগুলো বরাবরই আমার ভালো লাগে বেশ দারুন কবিতা লিখেন আপনি আজকের কবিতাটি ও তার ব্যতিক্রম নয়। ছবিটির সাথে কবিতার মিল রয়েছে। ছবিটি দেখতে বেশ দারুন লাগছে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু।
আমার কবিতাগুলো আপনার ভালো লাগে শুনে ভীষণ খুশি হলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43