
ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি করা। |
বিষয়টি হলো স্টীমিটকে আমরা কিভাবে দেখি? আমরা যারা দুই এক বছর থেকে এই অসাধারণ দুনিয়ায় কাজ করছি আমরা এর মর্ম বুঝি। আর যারা নতুন রয়েছে তারা সবে মাত্র বুঝতে শিখেছে সবকিছু। আমি এই অসাধারণ দুনিয়ায় অনেক কিছু পেয়েছি যা আমার একমাত্র কর্মগুনে আর সবার সহযোগিতায়। দেখুন এখানে আমরা যারা মোটামুটি বুঝি তারা লম্বা সময় ধরে এখানে কাজ করার জন্য মনস্থির করে ফেলেছি। এখন বিষয়টি হলো স্টীম পাওয়ার ছাড়া এখানে আপনার অস্তিত্ব জানান দেয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে নিজের সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমি আরো ৫০ স্টীম পাওয়ার আপ করছি। চলুন দেখে আসি আমার পাওয়ার আপ প্রক্রিয়া। |

আমার স্টীম পাওয়ার ছিল ১১৬৭ এসপি ।এখন আমি পাওয়ার আপ করবো। |


আমার ৫০ স্টীম পাওয়ার আপ হচ্ছে 🧐। |


পাওয়ার আপ শেষ করার পর আমার এখন বর্তমানে পাওয়ার রয়েছে ১২১৭ এসপি।☺️ |


পাওয়ার আপের একটি অন্যতম উদ্দেশ্য হয়ে উঠেছে হিরোইজমে ডেলিগেশন। যাই পাওয়ার আপ করছি তাই হিরোইজমে ডেলিগেশন করছি। আমরা সবাই মিলে হিরাইজমে ডেলিগেশন করলে একদিন এটি আমাদের বড় সাপোর্ট হয়ে দাড়াবে। |


#club5050
#welovepowerups
Support
@heroism Initiative by Delegating your Steem Power

আমিও খুব শিগগিরই পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হবো। আপনার পাওয়ার আপ করতে দেখে অনেক ভালো লাগলো। স্যার আপনি ঠিক বলেছেন স্বপ্ন বড় করতে হবে। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো পাশে আছি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
খুব তাড়াতাড়ি তোমার পাওয়ার আপ পোস্ট পাবো আশাকরি ।
ভাই খুবই ভালো একটা উদ্যোগ স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার সক্ষমতা বৃদ্ধির যে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন, আমার বিশ্বাস আপনার বড় হওয়ার স্বপ্ন একদিন সত্যি হবেই। তাই এভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যান আমরা আছি আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার স্বপ্নকে।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার ♥️
দোয়া করবেন আর পাশেই থাকবেন 💚
সত্যি স্বপ্ন বড় করতে হবে আমাদের। আপনি খুব সুন্দর একটি বলেছেন। পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়ার আপ আমরা সব সময় ভালোবাসি। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই ♥️
পাশেই থাকুন 🥀
পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যতে পারবেন।
শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই ♥️
পাওয়ার আপ করুন আর নিজের সক্ষমতা বৃদ্ধি করুন।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
অনেকেরই পাওয়ার আপ পোস্ট চোখে পড়ছে। সকলে এভাবেই এগিয়ে যেতে থাকুন। যেতে হবে বহুদূর। শুভেচ্ছা অবিরাম।
আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি অতি চমৎকার হয়েছে। পাওয়ার বৃদ্ধি করে আপনি আপনার সক্ষমতাকে তুলে ধরেছেন। আমি পাওয়ার বৃদ্ধি কে অনেক ভালোবাসি। তাই সকলকে পাওয়ার বৃদ্ধি করতে উৎসাহিত করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাই ♥️
আপনি পাওয়ার আপ করুন নিজের সক্ষমতা বাড়ান।
শুভ কামনা রইল 🥀
একাউন্টঃ @emranhasan
পাওয়ার বৃদ্ধিঃ = 4.28449%
ধন্যবাদ ভাই ♥️