"খুব ভালোবাসি ফুল" || তাই কয়েকটি ফুলের ছবি তুললাম।
"ফুল শুভ্রতার প্রতিক"
"ফুল শুভ্রতার প্রতিক", ফুল সবারই ভালো লাগে। এরকম মানুষ খুব কমই আছে যারা ফুল অপছন্দ করে। আমার ফুল ভীষণ পছন্দ। তাই আজকে আপনাদের সাথে আমার তোলা কয়েকটা ফুলের ছবি নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক।
🌺"রক্তজবা"🌺
এটি মূলত জবা ফুল, রক্তের মতো লাল বিধায় কেউ কেউ এটিকে রক্ত জবা বলে থাকে। এটি আমার প্রিয় ফুল গুলোর মধ্যে একটি। এই ফুল যে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনে কাজে লাগে এমনটি নয়। এটির কিছু ঔষধিগুণ রয়েছে। জবা ফুলের রস চুলে প্রয়োগ করলে চুলের গোড়া মজবুত হয়। আর অনেকে সৌন্দর্য চর্চায় জবাফুল ব্যাবহার করে।
🏵️"কদম ফুল"🏵️
কদম ফুল একটি বর্ষাকালীন ফুল। বর্ষাকালে কদম গাছ ফুলে ছেয়ে যায়। কদম ফুল দেখতে খুব সুন্দর। সৌন্দর্যের পাশাপাশি এর কিছু ঔষধিগুণ রয়েছে।
🌸"টগর ফুল"🌸
বর্ণিল রংয়ের কারনে এই ফুল আমার খুব প্রিয়। ফুলটির আকার ছোট হলেও ফুলটি দেখতে অনেক সুন্দর।
🌼"নাম অজানা ফুল"🌼
এই ফুলটির নাম আমি জানিনা। যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। ফুলটির দিকে হঠাৎ চোখ পড়লো, দেখতে সুন্দর লাগছিল তাই ছবিটি তুললাম।
ছবিগুলো তোলার কিছু তথ্যাদি:-
মোবাইল | এম আই নোট-৩ |
---|---|
সময় | সকাল ১১.০০ |
ছবির বিষয় | ফুল |
যাদের অবদানে এই সম্প্রদায় তাদের নাম স্বরন না করলেই নয়-
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে 💗
অনেকগুলো চমৎকার দেশীয় ফুলের ফটোগ্রাফি, বেশ সুন্দর ছিলো সবগুলো শট। লোকেশন কোড যুক্ত করার জন্য ধন্যবাদ
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ @hafizullah ভাই। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি এই প্লাটফর্ম ভালোবাসি তাই আপনাদের সাথেই আছি।